ব্যাখ্যা সহ

A. Gerund
B. Verbal noun
C. Participle
D. Adjective
সঠিক উত্তর D. Adjective
১. এই মাসের (মে সংখ্যা) কারেন্ট অ্যাফেয়ার্সেও উত্তর দিয়েছে an adjective (শিক্ষক নিবন্ধন পরীক্ষার উত্তর)
  1. ২. ইন্ডিয়ান ওয়েবসাইট Examveda এর উত্তরও Adjective এই ওয়েবসাইট থেকে ৩৮তম বিসিএসে দুটো প্রশ্ন হুবুহু অপশনসমেত হয়েছিল ।
1. It is impossible to do this. (passive)
2. Eight men were concerned – the plot.
৩. সঠিক আরেকটি ওয়েবসাইটের লিংক দিলাম যেখানে verb+ing কখন present participle আর কখন adjective হবে। অন্যরা যেখানে gerund & participle এর লিংক দিয়ে আপনাদের ভুল বুঝিয়েছে।
Adjective or participle
লিংকটি থেকে যাচাই করে আসুন।- https://www.englishgrammar.org/adjectives-present-participles/
——————-
A rolling stone gathers no moss. এখানে rolling কি? present Participle/participle নাকি adjective এ নিয়ে বর্তমান সময়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। কেউ বলছেন participle আবার কেউ বলছেন adjective. বর্তমান নিবন্ধে এর একটি চমৎকার সমাধান তুলে ধরা হবে ইনশাল্লাহ।
আমাকে যদি প্রশ্ন করা হয়- A rolling stone gathers no moss. এখানে rolling কি? আমি বলব- এখানে rolling হচ্ছে present participle এবং একই সাথে adjective.
আবার যদি অপশনসহ A rolling stone gathers no moss. Here ‘rolling’ is- A. gerund B. participle C. verbal noun D. adjective এই প্রশ্নটি দিয়ে বলা হয়- এখানে rolling কি? আমি বলব- adjective. কেন? চলুন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করাই আজকের নিবন্ধের উদ্দেশ্য। (Kabial Noor, Writer, English Tutor : ইংরেজি শেখার গৃহশিক্ষক)
পরামর্শঃ আজকের লেখাটি শুরু থেকে শেষ অবধি পড়ুন, আমার সাথে একমত হলেও অনেক কিছু জানতে পারবেন এবং একমত না হলেও ব্যতিক্রম কিছু জানতে পারবেন।
■■■■■ ধাপ- ০১ ■■■■■
শুরুতে Participial Adjective সম্পর্কে জেনে নেয়া যাক।
//// Participial Adjective : ইংরেজি গ্রামারে Participial adjective হচ্ছে adjective এর একটি traditional term, যা verb থেকে জন্ম নেয়। যাকে verbal adjective-ও বলা হয়। এটি ২ প্রকার-
1) Present Participial Adjective (or) The -ing adjectives এবং 2) Past participial Adjective (or) The -ed adjective . চলুন এদের সম্পর্কে জেনে নেয়া যাক-
1) Present Participial Adjective (or) The -ing adjectives : -ing যুক্ত verb এর গঠন যখন adjective হিসেবে noun/pronoun কে modify করে তখন তাকে Present Participial adjective বলে। যেমন- He played a losing game. এখানে losing হচ্ছে present participial adjective. যা noun game কে modify করেছে। He killed a flying bird. এখানে flying হচ্ছে present participial adjective. যা noun bird কে modify করেছে। উভয় ক্ষেত্রে noun এর একটি চলমান অবস্থা বুঝাচ্ছে। এ নিয়ে একটি বিগত সালের প্রশ্ন দেখে নিন। The word ‘calling’ in the sentence, “The calling bell is out of order.”, functions as- [জাবি (সি) ১৬-১৭] A. a noun B. a verb C. an adverb D. an adjective
উপরের আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি calling (verb+ing) হচ্ছে Present Participial Adjective. তাহলে সঠিক উত্তর দাড়াচ্ছে adjective। আপাতত একটি বিষয় ভালোভাবে খেয়াল করে রাখুন- এখানে অপশন হিসেবে কিন্তু Present Participle অপশনই নেই ! এন্ড্রয়েড অ্যাপ – জব সার্কুলার
২) Past Participial Adjective (or) The -ed adjectives : ed/d/t/n/en যুক্ত verb এর গঠন যখন adjective হিসেবে noun/pronoun কে modify করে তখন তাকে Past Participial adjective বলে। যেমন- A burnt child dreads the fire. এখানে burnt হচ্ছে Past participial adjective, যা noun child কে modify করেছে।It was a broken bone. এখানে broken হচ্ছে Past Participial adjective. যা noun bone কে modify করেছে। এ নিয়ে বিগত সালের একটি প্রশ্ন দেখে নিন। The sealed envelope contains OMR sheets. Here ‘sealed’ is- A. a noun B. a verb C. an adjective D. an adverb উপরের আলোচনার ভিত্তিতে আমরা বলতে পারি, sealed (v3)হচ্ছে Past participial Adjective. তাহলে সঠিক উত্তর দাড়াচ্ছে- adjective। এখানেও একটি বিষয় ভালোভাবে খেয়াল করে রাখুন- অপশন হিসেবে কিন্তু Past Participle অপশনই নেই।
■■ Adjective সমূহের Position : আজকের আলোচনার সুবিধার্থে adjective এর দুটি গুরুত্বপূর্ণ পজিশন জেনে নেয়া যাক। এক. adjective noun এর পূর্বে বসে noun কে modify করে । যেমন- a running train, a written answer ইত্যাদি। দুই. linking verb (be/feel/taste/become etc.) এর পরে বসে subject এর সম্পর্কে দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে। যেমন- I feel tired. এখানে linking verb feel এরপর tired adjective হিসেবে বসেছে। একইভাবে, The story is interesting.
■■■■■ ধাপ-০২ ■■■■■
এ ধাপে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে জানব, সেটি হচ্ছে Participle কি? Participle সম্পর্কে বহুল প্রচলিত যে সংজ্ঞাটি আছে সেটি হচ্ছে- (verb +ing) অথবা v3 যখন একই সাথে verb ও adjective এর কাজ করে তখন তাকে Participle বলে। শুধু এতটুকু ধারণা পোষণ করার কারণেই Participle নির্ণয়ে একটি মারাত্মক জটিলতা তৈরি হয়। চলুন আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করি। শুরুতেই কয়েকটি উদাহরণ দেখা যাক-
I am reading. We are playing. She was singing. এই বাক্যগুলোর মাঝে ব্যবহৃত reading, playing, singing এই শব্দগুলো মূলত কি? সহজ সরল জবাব হচ্ছে- এরা Present Participle! এবার আরো কয়েকটি উদাহরণ দেখুন- He has come. I had finished the work. They have gone there. এই বাক্যগুলোতে ব্যবহৃত come, finished, gone এই শব্দগুলো কি? সহজ সরল জবাব হচ্ছে- এরা Past Participle.  Android App: Job Circular
লক্ষ্য করুন- উপরের ব্যবহৃত Present Participle ও Past Participle গুলোর মাঝে কোনটিই কিন্তু adjective হিসেবে ব্যবহৃত হয় নি। অর্থাৎ, Participle একইসাথে verb ও adjective হিসেবে কাজ করে এই ‘ধারণা’ উপরের একটি উদাহরণটিতেও পাবেন না। অর্থাৎ, adjective এর কাজ না করেও Present Participle/Past Participle হতে পারে। আমরা সামনের আলোচনায় দেখবো- কোথাও কোথাও সে adjective হিসেবে কাজ করে। আপনি যেকোন English Grammar বই পড়লেই জানতে পারবেন- Participle এর দুটি ব্যবহার আছে- একটি হচ্ছে Verbal uses এবং অন্যটি হচ্ছে Adjectival uses. আমি উপরের উদাহরণগুলো verbal uses উপর দিয়েছি। এবার কয়েকটি Adjectival uses দেখুন- A barking dog seldom bites. A growing child needs nutritious food. এই দুটি উদাহরণে dog এর পূর্বে barking এবং child এর পূর্বে growing বসে noun দুটিকে modify করেছে। The story is interesting. The scenery looks charming. এই উদাহরণ দুটিতে linking verb is ও look এর পরে interesting ও charming বসে subject দ্বয়কে adjective হিসেবে modify করেছে। অর্থাৎ, এই উদাহরণগুলো হচ্ছে Participle এর adjectival uses. মূলকথা হচ্ছে- barking, growing, interesting, charming এরা structure গতভাবে participle কিন্তু function গতভাবে adjective. মানে (verb +ing)এই গঠনানুসারে অনুসারে participle এবং Noun/Pronoun কে modify করার কারণে এরা adjective. এজন্য এজাতীয় adjectival uses এর ক্ষেত্রে আমরা বলে থাকি- verb+ing যখন একইসাথে verb ও adjective এর কাজ করে তখন তাকে Participle বলে।মনে রাখতে হবে- আমরা উপরের আলোচনায় জেনেছি, adjective এর কাজ না করেও Participle হতে পারে।
■■■■■ উপরোক্ত আলোচনার চূড়ান্ত মুল্যায়ন যা পেলাম■■■■■
আমরা পার্ট ০১ কে দেখেছি, adjectival uses এর উপর যে দুটি প্রশ্ন পরীক্ষায় এসেছে তার দুটির উত্তরই adjective হয়েছে এবং অপশনে participle নামে কোন অপশনই ছিল না। এরূপ আরো কয়েকটি প্রশ্ন দেখা যাক- Android App: Job Circular
■ She went on a painstaking exploration. Here ‘painstaking’ is-[বরিশাল বিশ্ব. ১৩-১৪]
A. verb B. adverb C. noun D. adjective Ans: D
■■ We came to an abandoned house.. Here ‘abandoned’ is- [জাবি ১৪-১৫]
A. verb B. Adverb C. Noun D. Adjective Ans: D
■■■ Examinations are frightening. Here ‘frightening’ is- [বরিশাল বিশ্ব ১৪-১৫]
A. verb B. adverb C. Adjective D. Noun Ans: C prebd. com
এরকম আরো অনেক প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসেছে যেখানে adjectival uses এর ভিত্তিতে আসা প্রশ্নগুলোর প্রত্যেকটিতেই সঠিক উত্তর হিসেবে adjective হয়েছে এবং প্রায়ই ৯৯% প্রশ্নেরই অপশন হিসেবে participle অপশনই ছিল না। তারমানে প্রশ্নগুলো adjectival uses ভিত্তিতে এসেছে এবং এই adjective uses এর functional বিষয় adjective-কেই প্রাধান্য দেয়া হয়েছে। অনেকেই এবার বলতে পারেন- ভাই এখানে অপশনে Participle অপশনই নাই তাহলে Participle হবে কিভাবে? Participle থাকলে উত্তর Participle ই হত। ওকে, এ মূহুর্তে তর্কে যাচ্ছি না। দয়া করে এবার নিচের প্রশ্নটির উত্তর দিন।
01. It was raining when I got home. এখানে raining কি হিসেবে ব্যবহৃত হয়েছে?
A. an adjective
B. a present participle
উত্তর কি হবে? adjective নাকি present Participle? হয়ত উপরের Participle এর verbal uses অনুসারে আপনারা উত্তর দিবেন- Present Participle. কারণ এখানে raining adjective হিসেবে কাউকে modify করেনি। তাই raining হচ্ছে present participle. হ্যাঁ এখানে সঠিক উত্তর হবে- B। এবার তাহলে নিচের প্রশ্নটি সমাধান করুন-
02. She is an interesting writer. এখানে interesting কি হিসেবে ব্যবহৃত হয়েছে?
A. an adjective
B. a present participle
এ প্রশ্নের জবাব কি হবে adjective নাকি participle? যারা A rolling stone এর rolling কে Participle বলেছেন, তারা বলবেন- ১০০% সিউর Participle হবে । আবার যারা rolling কে adjective বলেছেন তারা বলবেন- ১০০% সিউর adjective হবে। কিন্তু আসল সত্য কি? তার আগে বলি উপরের প্রশ্ন দুটি আমি https://www.englishgrammar.org/adjectives-present-particip…/ এই লিংক থেকে নিয়েছি। তারা এই প্রশ্নের জবাব দিয়েছেন- adjective!!!!! এরকম ১০টি প্রশ্ন উপরের লিংকে গেলে পাবেন, ক্লিক করে পরীক্ষাটা দিয়ে দেন- তাহলে উপরের আলোচনা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সেখানে প্রত্যেক adjectival uses এর ক্ষেত্রে Participle ও adjective এর মাঝে সঠিক উত্তর হিসেবে adjective দেয়া হয়েছে। (অবশ্যই লিংকটি ভিজিট করবেন)
তার মানে একটি বিষয় ক্লিয়ার হল- অপশনে adjectival uses ক্ষেত্রে যদি adjective ও participle দুটোই থাকে, তাহলে সঠিক উত্তর হবে adjective.
■■■■■ চূড়ান্ত ধাপ ■■■■■
শেষ সময়ে একটি বিষয় ক্লিয়ার করে নেয়া যাক- সেটি হচ্ছে A rolling stone gathers no moss. এই বাক্যটি পৃথিবীর অনেক বিখ্যাত লেখকই তাদের বইয়ে Present Participle এর আলোচনায় অন্তর্ভুক্ত করেছেন। তাহলে কি সেটি ভুল। আামি বলব- অবশ্যই ভুল না। যে কারণে ভুল না তার ব্যাখ্যা দিচ্ছি- এক) তারা সেখানে adjective ও Present Participle এর কোন তুলনামূলক আলোচনা করেননি। তাই এটি adjective নাকি participle এ প্রশ্নে কোনটি উত্তর হবে সেটি ব্যাখ্যা করেন নি। দুই. তারা সেখানে Participle এর adjectival uses নিয়ে আলোচনা করেছেন এবং প্রায়ই সবাই সেখানে একথাটা ঠিকই লিখেছেন- Participles qualify nouns or pronouns/ A participle can qualify a Noun অর্থাৎ, Participle ‘Adjective’ হিসেবে noun/pronoun কে modify করতে পারে। Participle এর আলোচনা তুলনামূলক না হওয়ায় এই সমস্যাটি তৈরি হয়েছে। তারা কি জানত(!!!) আমাদের প্রশ্নকর্তা মহোদয় এই বাক্যটি পরীক্ষায় দিবে এবং adjective ও Participle option দিয়ে ঝামেলা পাকিয়ে বসবে!!!
শেষ কথা, কোন বাক্য থেকে কোন word কে যে part হিসেবেই নির্ণয় করেন না কেন আপনাকে অবশ্যই বাক্যে ঐ word এর function কে প্রাধান্য দিতে হবে। অতএব, A rolling stone gathers no moss. এখানে rolling হচ্ছে adjective.

শেষ অনুরোধঃ আমি আমার ক্ষুদ্র জ্ঞানে এই ব্যাখ্যা দিয়েছি। আমার সাথে আপনার ভিন্নমত থাকতেই পারেন, ভিন্ন মতের উপর শ্রদ্ধা সব সময় ছিল এবং থাকবে। তবে এ নিয়ে এটিই আমার শেষ লেখা। ভালো থাকবেন। সবাইকে ভালো রাখবেন।
■ ধন্যবাদসহ- কবিয়াল নূর, Writer, English Tutor : ইংরেজি শেখার গৃহশিক্ষক ■

https://1.bp.blogspot.com/-xn2F-5VdM3Q/XMaTA3gJWbI/AAAAAAAAbUg/wYplstiPxnY50trjKt9o3CW-0niy7Z2mQCLcBGAs/s1600/A%2Brolling%2Bstone%2Bgathers%2Bno%2Bmoss..jpg