আজকের সাধারণ জ্ঞান

বাংলাদেশ বিষয়াবলী
০১. বাংলাদেশে কোন আইনে কোনও মানবসৃষ্ট বা প্রাকৃতিক ঘটনাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা হয়?
উত্তরঃ দুর্যোগ ব্যবস্থাপনা আইন (২০১২)।
০২. জরুরি কিংবা দুর্যোগের কারণে যথাসময়ে বাজেট ঘোষণা না করা গেলে রাষ্ট্রপতি কত দিনের জন্য বাজেট ঘোষণা পিছিয়ে দিতে পারেন?
উত্তরঃ ৬০ দিন।
০৩. বাংলাদেশের কোন শিল্পকে ‘সাদা সোনা’ বলা হয়?
উত্তরঃ চিংড়ি শিল্প।
০৪. জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে?
উত্তরঃ নাছিমা বেগম।
০৫. দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র কোনটি?
উত্তরঃ হালদা নদী।
আন্তর্জাতিক বিষয়াবলী
০১. World Health Organization (WHO) এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ জেনেভা, সুইজারল্যান্ড।
## বর্তমান মহাপরিচালক – টেডরস আধানম গেব্রিয়েসাস, ইথিওপিয়া।
০২. সম্প্রতি কোন দেশ WHO এর বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ এনে অর্থায়ন বন্ধ করেছে?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
০৩. আয়তনে জার্মানির সবচেয়ে বড় রাজ্যের নাম কী?
উত্তরঃ বাভারিয়া।
## জনসংখ্যায় সবচেয়ে বড় রাজ্য – নর্থ রাইন-ওয়েস্টফালিয়া।
০৪. বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র উৎসবের নাম কী?
উত্তরঃ ভেনিস চলচ্চিত্র উৎসব।
## ১৯৩২ সালে এই উৎসবের প্রচলন শুরু হয়।
০৫. শ্রীলঙ্কার গির্জায় কবে ভয়ঙ্কর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে?
উত্তরঃ ২১ এপ্রিল, ২০১৯.
০৬. জাতিসংঘের বর্তমান সদস্যরাষ্ট্র কতটি?
উত্তরঃ ১৯৩টি (পর্যবেক্ষণ রাষ্ট্র – ২টি)।
০৭. Organization of Islamic Cooperation (OIC) এর নির্বাহী কমিটির বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ৭টি (বাংলাদেশ, সৌদি আরব, তুরস্ক, গাম্বিয়া, সংযুক্ত আরব আমিরাত ও নাইজার)।
## নির্বাহী কমিটির বর্তমান সভাপতি – সৌদি আরব।
## সদস্য দেশ – ৫৭টি।
বিজ্ঞান ও প্রযুক্তি
০১. ‘গ্লোবাল ভিলেজ’ ধারণার প্রবক্তা কে?
উত্তরঃ মার্শাল ম্যাকলুহান।
০২. মানব দেহে ভ্যাক্সিন পরীক্ষা করাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় কী বলা হয়?
উত্তরঃ ক্লিনিক্যান ট্রায়াল।

খেলাধুলা
০১. ‘বুন্দেসলিগা’ কোন দেশের শীর্ষ ফুটবল ক্লাব লিগের নাম?
উত্তরঃ জার্মানি।
০২. দক্ষিণ এশিয়ার প্রথম রেফারি হিসেবে সাফ ফুটবলের ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন কে?
উত্তরঃ তৈয়ব হাসান, বাংলাদেশ (২০১৩ সালে)।
০৩. টেনিসের পুরুষ এককে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জিতেছেন কে?
উত্তরঃ রজার ফেদেরার, সুইজারল্যান্ড (২০টি)।
#সেরা_উক্তি
“অন্ধরা দেখতে না পেলেও আলো আলোই থাকে, সে অন্ধকার হয়ে যায় না।”
– অস্ট্রিয়ান প্রবাদ
সংগ্রহেঃ Smd Kabir Hossain- fb. com/smdkhossain