এই প্রশ্নের উত্তর দেয়া খুব কঠিন,একেকবার এই নাম্বার একেক রকম
হয়ে থাকে । যেকোন পরীক্ষার নাম্বার নির্ভর করে প্রশ্নের ধরনের ওপর । প্রশ্ন একটু সহজ হলে স্বাভাবিকভাবেই নাম্বার বেশি পাওয়া যায়, আর প্রশ্ন কঠিন হলে নাম্বার কমে আসে । আবার সবার চয়েসও তো আর এক হয়না, এভাবে অনেক কিছুর ওপরই রেজাল্ট নির্ভর করে । প্রতিবার এই নাম্বারের ভিন্নতা থাকবে এটাই স্বাভাবিক ।
যেমন যদি জিজ্ঞেস করা হয় কত নাম্বার পেলে ঢাকা ভার্সিটিতে আই বি এ বা আইনে বা ফার্মেসীতে বা জাহাঙ্গীরনগর ভার্সিটিতে কত নাম্বার পেলে ইংরেজি, বায়োকেমিস্ট্রি, ইকোনোমিকস এসব বিষয়ে বা বুয়েটে বা ঢাকা মেডিকেল কলেজে চান্স হবে তার কি কোন ঠিক আছে,এটাও প্রশ্নের ধরনের ওপর নির্ভর করে একেকবার একেকরকম হয়ে থাকে ? তবে বিসিএস লিখিত পরীক্ষায় ৫৫০ প্লাস নাম্বার একটি ভালো নাম্বার । বিসিএস লিখিত পরীক্ষা ভালো দেয়ার চেষ্টা করা উচিত, এখানে লিখিত পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ । লিখিত পরীক্ষা ভালো হলে ভাইভার ওপর চাপ অনেকটা কমে যায় এবং ভালো কিছু হবার সম্ভাবনা বাড়ে । নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন ভালো একটা লিখিত পরীক্ষা দেয়ার । পরীক্ষা দেয়ার আগে বিগত বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্ন দেখে প্ল্যান করে নিতে পারেন কোন পরীক্ষায় কি দিয়ে উত্তর করা শুরু করবেন এবং কোন টপিকগুলোতে সম্ভাব্য ভালো নাম্বার পাওয়া সম্ভব। যেসব টপিকে ভালো নাম্বার পাওয়া সম্ভব সেগুলো মিস করা যাবেনা ।
এখন একটি মূহুর্তও নষ্ট করবেন না । আপনার কাজ প্রতিটি বিষয়ে গড়ে ভালো পরীক্ষা দেয়ার চেষ্টা করবেন। কোন পরীক্ষার প্রশ্ন খুব কঠিন হলে পরীক্ষার হলে হাল ছেড়ে দিয়ে অজ্ঞান হয়ে যাবেন না আবার,যা পারেন তা দিয়েই সবগুলো প্রশ্ন কিছু না কিছু লিখে আসবেন । লিখিত পরীক্ষার সবগুলো প্রশ্ন আপনার জানা থাকবে এমন ভাবতে যাবেন না । এখন থেকেই তত্থবহুল বানিয়ে লিখার অভ্যাস করুন । এজন্যই প্ল্যান করে নিন নিজের মত, কি টাইপ প্রশ্নের উত্তর কোন reference দিয়ে শুরু করবেন তা আগেই ঠিক করে রাখবেন । সবগুলো পরীক্ষা একইরকম হবেনা এটাই স্বাভাবিক,এটা মেনে নিতে শিখুন, নাহলে এক পরীক্ষার প্রভাব অন্য পরীক্ষায় পড়বে,মানে একটি বাজে পরীক্ষা আরো একাধিক বাজে পরীক্ষার জন্ম দিবে । নিজেকে একটু ভিন্নভাবে পরীক্ষার খাতায় উপস্থাপনের চেষ্টা করবেন । নিজেকে সময় দিন, সময়ই উত্তর দিবে, ভালো থাকবেন সবাই,Good luck guys.
By——- aryan ahmed
assistant commissioner of taxes

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *