৬ষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে সাধারণ জ্ঞান: পর্ব- ২

) প্রাচীন কালে বাংলায় সমৃদ্ধ নদী বন্দর ছিল – উয়ারী বটেশ্বর ও পুন্ড্রনগর
২) পাল রাজারা ছিল – বৌদ্ধ ধর্মের অনুসারী
৩) প্রাচীনকালে নাটক মঞ্চস্থ করা হয় – পাহাড়পুরের বৌদ্ধবিহারে
৪) ইট নির্মিত স্থাপত্য আবিষ্কৃত হয় – উয়ারী বটেশ্বর ও পুন্ড্রনগর
৫) বাংলাদেশে স্থাপত্য শিল্পে উৎকর্ষতা লাভ করে – পালযুগে
৬) ধর্মপাল নির্মান করেন – ৫০ টি বৌদ্ধ বিহার
৭) নওগাঁ জেলার সোমপুর বিহারর নির্মান করেন – র্ধমপাল, ৮ম – ৯ম শতকে
৮) পৃথিবীর বৃহত্তম বৌদ্ধবিহার – সোমপুর বিহার
৯) ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে – পাহাড়পুরের বৌদ্ধবিহারকে
১০) পাল যুগে যে ভাস্কর্য প্রচলিত ছিল – গুপ্ত ভাস্কর্য
১১) এ পর্যন্ত আবিষ্কৃত বৌদ্ধ চিত্রশিল্পের সংখ্যা – ২৬ টি
১২) পাথরে খোদিত লিপি আবিষ্কৃত হয়েছে -মহাস্থানড়ে
১৩) এই লিখিটির লেখা ছিল – ব্রাক্ষী লিপি
১৪ সন্ধ্যাকর নন্দী ছিলেন – পালযুগের কবি
১৫) সন্ধ্যাকর নন্দী রচিত পাল যুগের শ্রেষ্ঠ সাহিত্য – রামচরিত
১৬) চর্যাপদ রচিত হয় – পাল যুগে
১৭) দানসাগর ও অদ্ভূতসাগর রচনা করেন – বল্লাল সেন
১৮) পন্ডিত ও কবি ছিলেন – লক্ষণ সেন
১৯) সেন যুগের অমর সাহিত্য – জয়দেবের গীতগোবিন্দসও কবীন্দ্র ধোয়ারির ” পবনদূত”
২০) সেন যুগের শেষের দিকে মানুষের মুখে প্রচলিত কবিতা গুলো সংকলিত হয় – শ্রীধর দাসের ” সদুক্তিকর্ণামৃত ” নামক সাহিত্যে
২১) বাংলা মুসলিম শাসনের সূত্রপাত হয় – ১২০৪ সালে
২২) দিল্লির সুলতানি শাসনের অবসান হয় – ১৫২৬ সালে
২৩) মোগল শাসনের কেন্দ্র ছিল – দিল্লি
২৪) বাংলায় যে আফগান নেতার নাম উল্লেখযোগ্য – শেরখান শূর
২৫) বাংলার বড় বড় জমিদারদের বলা হত – বারভূঁইয়া
২৬) বাংলা মোগলদের অধীনে আসে – সম্রাট জাহাঙ্গীরের আমলে ১৬১০ সালে
২৭) বাংলায় মোগল শাসন চলে – ১৬১০ থেকে ১৭৫৭ পর্যন্ত
২৮) বাংলার মধ্যযুগ বলা হয় – সুলতানি থেকে মোগল যুগ পর্যন্ত সময়কে
২৯) ইউরোপীয় বণিকরা সর্বপ্রথম বাংলায় আসে – মোগল আমলে
৩০) ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসন চলে – ১৭৫৭ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত।

If you like the post, share it and give others a chance to read it.

Farhad Hossain

This author may not interested to share anything with others on this site.

No Thumbnail
No Thumbnail
No Thumbnail

Like us on Facebook

Twitter Feed

Recent Comments

No comments to show.