প্রথম পর্বে কিছু কৌশল আলোচনা করেছিলাম। বাকি ধারাবাহিক পর্বগুলো ও অন্যান্য লিখিত বিষয়ভিত্তিক পর্বগুলো ও চলতে থাকবে। যারা প্রিলি প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু ইংরেজীর ভয় কাটাতে পারছেন না, তারা আমার এই পর্বগুলোতে চোখ রাখতে পারেন। এসব পর্বে মূলত পরীক্ষায় বেশি বেশি যে গ্রামারগুলো আসে,কিন্তু আপনি শতশত গ্রামারের নিয়ম জানার পর ও ভুল করেন, সেসব গ্রামাটিক্যাল টার্মগুলোকে অপারেশন করে সহজ ভাষায় আপনাকে উপহার দিব। সে সাথে অন্যান্য ধারাবাহিকগুলো ও চলমান থাকবে।
বিসিএস, জুডিশিয়ারি, সরকারি নিয়োগ পরীক্ষা,বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংক ও চাকরি নিয়োগের পরীক্ষায় আজকের আলোচনা থেকে বিগত বছরগুলোতে প্রচুর প্রশ্ন এসেছে।
কৌশল-৪ঃ গ্রামার বেশি বুঝার দরকার নাই। কিছু কিছু বাক্য থাকে যেগুলোর শুধু subject চিনলেই ৯০% কাজ হয়ে যায়। কিন্তু গ্রামারের নিয়ম মেনে subject চিনতে আপনি ভুল করার সম্ভাবনা বেশি থাকবেন। তাই আসুন বুঝে শুনে subject বের করি। নিচের প্রশ্নটা পড়ুন-
The professor voted teacher of the year by students were traveling in Europe when she received notice of her promotion. which is not correct in this sentence –
a) were traveling. b) when c) received d) her
:
একটু ভালভাবে নজর দিন বাক্যটিতে। যদি ভুল না করি তাহলে হয়তো আপনার মনে হচ্ছে students হল were এর subject. কিন্তু আসলে were এর subjectহল professor. বাকি অংশ দ্বারা বলা হচ্ছে যে, ঐ professor যিনি ছাত্রদের দ্বারা teacher of the year নির্বাচিত হয়েছেন,তিনি ইউরোপ ভ্রমন করেছিলেন। যেহেতু subject হল professor, মানে একজন, সুতরাং এর verb were না হয়ে was হবে। অর্থাৎ প্রদত্ত অপশনের উত্তর a. মানে were traveling ভুল।
:
বাক্যটি আরেকটু ব্যাখ্যা করে দিই। বাক্যটির সারাংশ হল The professor was traveling. কোন professor? “”who was voted teacher of the year. (যিনি বছরের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন)। তাহলে বাক্যটি দাঁড়ায় The professor….. was traveling….
:
একই নিয়মে নিচের প্রশ্নটি পড়ুন-
The production of different kinds of artificial materials are essential to the conservation of our natural resources. which is incorrect –
a) kinds. b). are. c) of. d) natural
এধরনের বড় বাক্য দিলে subject চেনা কষ্ট হয়ে যায়। আগেই বলেছি sub চিনতে পারলে এধরনের প্রশ্নে ৯০% কাজ শেষ। এখানে verb কোনটা? verb are. ও মনে হচ্ছে materials verb কারণ এটি are এর আগে আছে। কারণ সারাজীবন পড়ে আসছেন they are students. are এর আগে যেটি আছে তাই sub. কিন্তু of,in,with ইত্যাদির সাথে যাই থাকুক না কেন,তা sub হয়না। বাক্যটির বাংলা করলে হয় বিভিন্ন প্রকার কৃত্রিম দ্রব্যের উৎপাদন (production) হল আমাদের প্রাকৃতিক সম্পদ সংরক্ষনের জন্য প্রয়োজন। সুতরাং এত কথা কাকে নিয়ে বলা হচ্ছে? production কে ঘিরেই। সুতরাং sub – production. কারণ বাক্যে যাকে ঘিরে কথাবার্তা বলা হয় সেই তো sub. sub production যেহেতু singular সুতরাং verb singular হবে। অর্থাৎ অপশনের উত্তর হবে b) are. অর্থাৎ are ভুল। এন্ড্রয়েড অ্যাপ – জব সার্কুলার
:
কৌশল -৫ঃ বাক্যে মাঝে মাঝে কিছু মিডলম্যান থাকে। আপনি বাক্যেverb জনিত প্রশ্ন আসলে ঐসব মিডলম্যান কে বাদ দিয়ে হিসেব করবেন। নিচের প্রশ্নটা খেয়াল করুন-
*His dog, along with his cat and goldfish,prevent him from taking long trips. এই বাক্যে ভুল কোনটি?
a) His b)his cat and. c) prevent. d) taking
পরীক্ষায় যখন প্রশ্নটা আসল তখন অনেকেই মাথা চুলকাতে লাগল, ভুলটা আসলে কোথায়? বাক্যটিতে subject হল dog, এখানে along with his cat and dog হল মিডলম্যান। আপনি একে বাদ দিয়ে বাক্যটি চিন্তা করুন তো। His dog prevent him from taking long trips. এবার ভুল খুঁজুন। His dog হল third person singular number, সুতরাং verb এর সাথে s/es হবে। অর্থাৎ বাক্যটির শুদ্ধ রুপ হবে His dog “”prevents “”him from taking long trips মানে ভুলটি c তে। কিভাবে চিনবেন কোনগুলো মিডলম্যান?
together with, as well as, with,for, both, along with, accompanied by ইত্যাদি শব্দগুলো হ মিডলম্যান। বাক্যে যখনই এই শব্দগুলো দেখবেন তখনই ঐ শব্দগুলো হাত দিয়ে ঢেকে রেখে বাক্যটির ভুল খুঁজবেন তাহলে বাক্যটি এমনিতেই সহজ হয়ে যাবে। সরকারি নিয়োগ পরীক্ষার নিচের প্রশ্নটা দেখুন – They as well as he ____wrong.
a) is. b) be. c) will. d) are
এখানে as well as হল মিডলম্যান, তার সাথে he ও যুক্ত আছে সুতরাং as well as he পুরোটাই মিডলম্যান। তাহলে হাত দিয়ে মিডলম্যানকে ঢেকে দিলে বাক্যটি হয় they____ wrong. এবার আপনিই বলুন উত্তর কি? they এর সাথে কি বসবে? are. সুতরাং উত্তর d।
একইভাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের পরীক্ষায় এসেছিল the teachet with his three students ___left the school. a) have. b).has. c) were. d). will
বাক্যটি দেখেই মনে হচ্ছে have হবে। কারণ শিক্ষক ও তিন জন ছাত্র। কিন্তু আগেই বলেছি মিডলম্যান বাদ দিতে হবে। এখানে with হল মিডলম্যান, সুতরাং আপনাকে এর আগের শব্দটিতে মনোযোগী হতে হবে। মিডলম্যান বাদ দিলে বাক্যটি হয় the teacher ___left the school. এইবার উত্তর বের করা সহজ হয়ে গেল। টিচার ১জন সুতরাং উত্তর হবে c, has.”
শুভেচ্ছান্তেঃ সত্যজিৎ চক্রবর্ত্তী
Writer, Public Speaker & Corporate Trainer
Founder, Bangladesh Career Club
Ex-president, Social Law Awareness Association