বিসিএস, জুডিশিয়ারি, সরকারি নিয়োগ পরীক্ষা,ব্যাংক সহ অন্যান্য চাকরি প্রস্তুতি
প্রথম ৩টি পর্বে ইংরেজি গ্রামারকে সহজ ভাষায় ব্যাখ্যার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আজকের চলমান এই পর্ব। ইংরেজি গ্রামার পড়তে পড়তে যারা শত শত নিয়ম মুখস্থ করার পর ও পরীক্ষায় ভুল করে আসেন,তাদের জন্যই আমার ধারাবাহিক এই আয়োজন। প্রথমে পুরোটা পড়ুন। এরপর পুরো লেখাটি ভুলে যান। শুধু শেষের এক লাইনের সারমর্মটা মনে রাখবেন। আমি এক্সপার্ট নই, যেভাবে নিজে বুঝেছি সেভাবেই বুঝাচ্ছি।
বিসিএস, জুডিশিয়ারি, সরকারি নিয়োগ পরীক্ষা,বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংক ও চাকরি নিয়োগের পরীক্ষায় আজকের আলোচনা থেকে বিগত বছরগুলোতে প্রচুর প্রশ্ন এসেছে।
:
কৌশল -৮(ক)ঃ পরীক্ষায় conditional sentence নিয়ে কিছু প্রশ্ন থাকে। ব্যাখ্যায় যাওয়ার আগে এই টপিক থেকে আসা বিগত বছরের একটি প্রশ্ন খেয়াল করুন।
১৮তম বিসিএসঃ If a Ruby is heated, it_____ temporarily loose its colour.
a) would. b) will. c) does. d) has
এই ধরনের প্রশ্ন দেখলে অর্থাৎ শুরুতে “if ” দেয়া conditional sentence দেখলে খেয়াল করবেন if এর পরে যদি verb টি present form হয়, তবে কমা (,) এর পরের অংশ অবশ্যই future indefinite tense হবে। আরো সহজ করে দিচ্ছি, if দিয়ে কোন বাক্য শুরু হলে আপনি অপশনে “will/shall ” খুঁজবেন। এবার উপরের প্রশ্নটি আবার পড়ুন-
If a Ruby is heated, it_____ temporarily loose its colour. এখানে বাক্যটি if দিয়ে শুরু হল, এবং কমার আগের অংশে “is ” আছে, তার মানে verb টি present form। তাহলে অপশনে এবার “will/shall ” আছে কি না দেখুন। হ্যা, অপশন b) তে will আছে। সুতরাং উত্তর b)will.
:
জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক পদের একটি প্রশ্ন আমার উপরের সুত্র দিয়ে সমাধান করুন।
If the price is low, demand _____
a) is increased b) will be increased
c) would be increased d) will increase.
এবার দেখুন বাক্যটির শুরুতেই if দেয়া আছে, এবং কমার আগে verb আছে “is “তার মানে present form, এবার অপশনে will খুঁজুন। b এবং d তে will আছে। কিন্তু b তে আছে will be, তা হবে না। কারণ আমি বলেছি শুধু will/shall এর কথা। তাহলে অপশন d ই সঠিক। এন্ড্রয়েড অ্যাপ – জব সার্কুলার
:
কৌশল ৮ (খ)ঃ “If ” sentence শুরুতে আছে কিন্তু past form এ, এক্ষেত্রে অপশনে “would এর সাথে verb এর present form খুঁজবেন।
নিচের প্রশ্নটি বিসিএস সহ কয়েকটা সরকারি চাকরি নিয়োগের পরীক্ষায় এসেছে। প্রশ্নটি খেয়াল করুন-
If I were you, I (handle) the situation more carefully.
a) would handle b) will handle c) handled d) would have handled.
এবার দেখুন if দিয়ে বাক্যটি শুরু কিন্তু were আছে, তার মানে past form. যেহেতু past form সুতরাং আপনি অপশনে “would এর সাথে verb এর present form খুঁজবেন। প্রদত্ত অপশনে ২জায়গায় would আছে- a) would handle এবং d) would have handled. আমি বলেছি would এর সাথে verb এর present form খুঁজতে। আর এক্ষেত্রে অপশন a সঠিক।
:
একই নিয়মে বাণিজ্য মন্ত্রনালয়ের একটি প্রশ্ন দেখুন –
If I lived near my office, I ____in time for work.
a) would be b) shall be. c)will be. d) were.
এবার উপরের নিয়ম অনুযায়ী if দিয়ে বাক্য শুরু, এবং lived দ্বারা past form বুঝালো। সুতরাং অপশনে would খুঁজতে গিয়ে a অপশনে উত্তর পেয়ে গেলাম।
:
কৌশল ৮(গ)ঃ এবার দেখুন if sentence এর শুরুতে কিন্তু past form এ নাই, আছে past perfect tense এ থাকলে কী করবেন। শুধু অপশনে would have খুঁজবেন।
নিচের প্রশ্নটি বিসিএস ও কয়েকটি সরকারি চাকরি নিয়োগের পরীক্ষায় এসেছিল। খেয়াল করুন-
If I had known you were coming, I ___to the station.
a) would go. b) had gone. c) would have gone. d) would gone.
বাক্যটি if দিয়ে শুরু এবং “had known ” দ্বারা বুঝাচ্ছে past perfect tense. সুতরাং অপশনে would have খুঁজুন। অপশন c তে উত্তরটি আছে। অতএব এটিই উত্তর।
:
আজকের আলোচনার এবার একটি সহজ সারাংশ তৈরি করি। যদি আপনার প্রশ্নে if দিয়ে কোন বাক্য আসে এবং তার কমার আগের অংশটি present form এ আছে, তাহলে আপনি অপশনে “shall /will ” খুঁজবেন। যদি শুধু past form এ থাকে তখন শুধু “would ” খুঁজবেন, এবং past perfect tense থাকলে অপশনে “would have ” খুঁজবেন।
:
এই ছিল আমার কাছে conditional sentence এর সহজ ব্যাখ্যা।
___________________
Satyajit Chakraborty
Writer, Public Speaker & Corporate Trainer
Founder, Bangladesh Career Club
Ex-president, Social Law Awareness Association