অপারেশন করে গ্রামারের কঠিন নিয়ম বাদ দিয়ে সহজ ভাষায় কৌশলে প্রণিত আমার এই ধারাবাহিক পর্বটি।
|| আজকের আলোচনা : Conditional sentence 1 ||
♦♦ if যখন প্রশ্নের শুরুতে ♦♦
|| present tense এর ক্ষেত্রে||
:
প্রথমেই বিগত বছরের একটি প্রশ্ন খেয়াল করুন-
>> If a Ruby is heated, it ____ temporarily loose its colour.
a) would b) will c) does d) has.
.
If শব্দটি যদি প্রশ্নে থাকে, তবে If এর পরে present form হলে, কমার পরের অংশে অবশ্যই future indefinite হবে। এবার ১৮ তম বিসিএস এর প্রশ্নটি খেয়াল করুন। এটি কয়েকটি মন্ত্রণালয় এর নিয়োগ পরীক্ষায় ও এসেছে।
>> If a Ruby is heated, it ____ temporarily loose its colour.
a) would b) will c) does d) has.
এখানে কমার আগের অংশে দেয়া আছে If a Ruby is heated, লক্ষ্য করুন এখানে verb দেয়া আছে “is ” তার মানে present form. তাহলে নিয়মানুযায়ী কমার পরের অংশে future indefiniteঅর্থাৎ shall/will খুঁজতে হবে।এবার প্রশ্নটি আবার পড়ুন এবং অপশনে shall/will আছে কি না দেখুন। হ্যা অপশন b) will দেয়া আছে। তাহলে সেটিই উত্তর।
:
এই একই নিয়মে জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক পদের একটি প্রশ্নের সমাধান করুন-
>> If the price is low, demand ____
a) is increased b) will be increased c) would be increased d) will inceease
আগের মতই এখানে কমার আগের অংশে verb দেয়া আছে is, তার মানে পরের অংশে অবশ্যই shall/will আছে কি না দেখতে হবে। এখানে অপশন d) তে দেয়া আছে will inceease, অতএব যেহেতু will আছে সুতরাং সেটিই উত্তর। এন্ড্রয়েড অ্যাপ – জব সার্কুলার
:
|| past tense এর ক্ষেত্রে||
:
if যখন আগের মতই প্রশ্নের শুরুতে বা কমার আগের অংশে পাবেন তখন sentence টি past tense হলে অপশনে “would ” খুঁজবেন, আর অবশ্যই verb এর present form দিতে ভুলবেন না।
:
বাণিজ্য মন্ত্রণালয় এর নিচের প্রশ্নটি খেয়াল করুন-
>> If I lived near my office I ____ ib time for work.
a) would be b) shall be c) will be d) were
:
প্রশ্নের শুরুতেই Ifদেয়া আছে এবং এর পর lived শব্দটি থাকায় বুঝা যাচ্ছে এটি past tense। সুতরাং উপরের নিয়মানুযায়ী আপনাকে অপশনে would খুঁজতে হবে। অপশন a) তে দেয়া আছে would be, অতএব এটিই উত্তর।
:
একইভাবে নিচের তথ্য মন্ত্রনালয়ের প্রশ্নটি পড়ুন।
>> If we had a boat, we ___ the river.
a) would cross b) will cross c) will be cross d) would make crossed .
.
উপরের নিয়মানুযায়ী অপশনে would খুঁজুন এবং অবশ্যই verb এর present form দিতে ভুলবেন না। এই শর্ত পুরনকারী অপশন হল a) would cross। অতএব এটিই উত্তর।
:
♦ সারাংশ:
If এর পরে present form হলে, কমার পরের অংশে অবশ্যই will খুঁজবেন, আর past formহলে would খুঁজবেন।
:
বিঃদ্রঃ সহজ ভাষায় ইংরেজি গ্রামার সহ আমার সব নোট এই পেজে দেয়া আছে, তবু যারা সব নোট পাননি বলে ম্যাসেজ করেছেন তাদের সম্মানার্থে নির্দিষ্ট কিছু গুরুত্বপূর্ণ টপিক পরীক্ষার আগে আপনার রিভিশনের জন্য পিডিএফ ফাইলে আমার প্রোফাইলের টাইমলাইনে দিয়ে দিব। আপাতত যা পান তাই পড়ুন।
______________
Compiled by:
Satyajit Chakraborty
Ex-president,
Social Law Awareness Association.