যারা গ্রামারের শতশত নিয়ম মুখস্থ করেও বইয়ের প্রথাগত নিয়ম মেনে পরীক্ষায় ইংরেজিতে ভাল করতে পারেন না,এই পর্বটি শুধু তাদের জন্য। সবকিছু বইয়ের প্রথাগত গ্রামারের নিয়ম মেনে করা গেলে ইংরেজিতে আপনি হাইস্কুলের ৫ বছরের পড়ালেখায় ইংরেজি বিশারদ হওয়ার কথা ছিল। কিন্তু মাঝে মাঝে নিয়ম ভেঙ্গে নিয়ম তৈরী করতে হয়।
:
♦ Every বা Each বাক্যের subject এর স্থানে থাকলে তারা and দ্বারা যুক্ত হলেও verb সবসময় single হবে। কেন এমনটি হয়? Every বা Each দেখে মনে হয় এটি দ্বারা সবাইকে বুঝাচ্ছে কারণ এর বাংলা “প্রত্যেকে “। আর প্রত্যেকে মানেই তো সবাইকে। সুতরাং এটি কেন plural হবে না এটাই হয়তো আপনার প্রশ্ন? আসুন ক্লাস টু এর গণিতে ফিরে যায়।
*৫০টি আম ৫জন শিক্ষার্থীর মাঝে ভাগ করে দেয়া হল, প্রত্যকে(each/every) কয়টি করে আম পেল?
আপনি কিভাবে শুরু করবেন অংকটি? নিচে দেখুন-
৫জনে পায় ৫০টি আম
১ জনে পায় (৫০ভাগ ৫) টি আম। = ১০টি।
এখানে আপনাকে বলা হল প্রত্যেকে (each/every) কয়টি করে আম পেল। আর আপনিও হিসেব করে বের করলেন ১ জনে কয়টি আম পেল। তার মানে কী দাঁড়াল? প্রত্যেকে মানে ১জন ১জন করে অর্থাৎ single single মানে singular.
অতএব, each/everyবাক্যের subject এর স্থানে থাকলে তারা and দ্বারা যুক্ত হলেও verb সবসময় singular হবে।
:
যেমনঃ every boy and girl “was” present. এখানে every boy and girl বলাতে এটিকে plural মনে হচ্ছে কিন্তু আগেই বলেছি each/every দেখলে সেটিকে অবশ্যই নিজের “একার ” সম্পত্তি ভেবে একক (singular) verb খুঁজবেন।
তাই উপরের বাক্যে was এর পরিবর্তে were হবে বলে মনে হলে ও তা হয়নি। একইভাবে আরো উদাহরন দেয়া যায় every man and woman “has ” done it.৩৩ তম বিসিএস -এ এসেছিলঃ Each of the sons followed _____ father’s trade. a) their b) her c) whose d) his যেহেেতু each আছে সুতরাং অপশন দেখে উপরের নিয়ম অনুযায়ী ২টা পারফেক্ট অপশন পেলেন his/her. যেহেতু বলা হল পুত্রের কথা সুতরাং এখানে her না হয়ে his হবে। মনে রাখবে যারা গলায় হার পড়ে (মানে মেয়েরা) শুধু তাদের ক্ষেত্রেই her হয়। এন্ড্রয়েড অ্যাপ – জব সার্কুলার
♦ বাক্যে মাঝে মাঝে কিছু মিডলম্যান থাকে। আপনি বাক্যেverb জনিত প্রশ্ন আসলে ঐসব মিডলম্যান কে বাদ দিয়ে হিসেব করবেন। নিচের প্রশ্নটা খেয়াল করুন-
*His dog, along with his cat and goldfish,prevent him from taking long trips. এই বাক্যে ভুল কোনটি?
a) His b)his cat and. c) prevent. d) taking
পরীক্ষায় যখন প্রশ্নটা আসল তখন অনেকেই মাথা চুলকাতে লাগল, ভুলটা আসলে কোথায়? বাক্যটিতে subject হল dog, এখানে along with his cat and dog হল মিডলম্যান। আপনি একে বাদ দিয়ে বাক্যটি চিন্তা করুন তো। His dog prevent him from taking long trips. এবার ভুল খুঁজুন। His dog হল third person singular number, সুতরাং verb এর সাথে s/es হবে। অর্থাৎ বাক্যটির শুদ্ধ রুপ হবে His dog “prevents “him from taking long trips মানে ভুলটি c তে। কিভাবে চিনবেন কোনগুলো মিডলম্যান?
together with, as well as, with,for, both, along with, accompanied by ইত্যাদি শব্দগুলো হ মিডলম্যান। বাক্যে যখনই এই শব্দগুলো দেখবেন তখনই ঐ শব্দগুলো হাত দিয়ে ঢেকে রেখে বাক্যটির ভুল খুঁজবেন তাহলে বাক্যটি এমনিতেই সহজ হয়ে যাবে। সরকারি নিয়োগ পরীক্ষার নিচের প্রশ্নটা দেখুন – They as well as he ____wrong.
a) is. b) be. c) will. d) are
এখানে as well as হল মিডলম্যান, তার সাথে he ও যুক্ত আছে সুতরাং as well as he পুরোটাই মিডলম্যান। তাহলে হাত দিয়ে মিডলম্যানকে ঢেকে দিলে বাক্যটি হয় they____ wrong. এবার আপনিই বলুন উত্তর কি? they এর সাথে কি বসবে? are. সুতরাং উত্তর d।
একইভাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের পরীক্ষায় এসেছিল the teachet with his three students ___left the school. a) have. b).has. c) were. d). will
বাক্যটি দেখেই মনে হচ্ছে have হবে। কারণ শিক্ষক ও তিন জন ছাত্র। কিন্তু আগেই বলেছি মিডলম্যান বাদ দিতে হবে। এখানে with হল মিডলম্যান, সুতরাং আপনাকে এর আগের শব্দটিতে মনোযোগী হতে হবে। মিডলম্যান বাদ দিলে বাক্যটি হয় the teacher ___left the school. এইবার উত্তর বের করা সহজ হয়ে গেল। টিচার ১জন সুতরাং উত্তর হবে c, has.
:
আরো সহজ করে দিচ্ছি, যেকোন বাক্যে উপরের মিডলম্যান গুলো দেখলেই আপনি তার আগের শব্দটিকে subject ধরে মিডলম্যানকে হাত দিয়ে ঢেকে দিয়ে বাক্যটি শুদ্ধ করার চেষ্টা করবেন। sub singular হলে verb singular, sub plural হলে verb plural. এইসব বাক্যে sub চিনতেই জটিল হয়ে যায়। তবে আজ থেকে মিডলম্যান বাদ দিয়ে হিসেব করলে আর sub চিনতে সমস্যা হবে না।
:
আমি (সত্যজিৎ) নিয়ে আসছি আমার যুদ্ধজাহাজের বাকি পর্ব : সাধারণ জ্ঞানের অসাধারন কৌশল/ মুখস্থ নয় কৌশলেই হোক জয়/ মানসিক দক্ষতার সহজ সমাধান/ লিখিত সমাচার/ সহজ ভাষায় ইংরেজি গ্রামার/ বানানের হাতেখড়ি (বাংলা ও ইংরেজি)/ সংবিধানের সহজ বিধান/ বিজ্ঞানের সহজ জ্ঞান/ বাংলা প্রস্তুতির সহজ পাঠ/ লিখিত পরীক্ষায় বাজিমাতের হালচাল এবং অন্যান্য। পরীক্ষা প্রস্তুতির যুদ্ধ চলবেই…
বিশ্লেষণ ও প্রণয়নেঃ সত্যজিৎ চক্রবর্ত্তী
[ Satyajit Chakraborty ]
Satyajit Chakraborty
Ex-president,
Social Law Awareness Association.