পূর্বশর্ত এই যে আপনি পড়ার টেবিল থেকে ঊঠতে পারবেন না দরকার হলে সুপার গ্লু কিনে জায়গামতো লাগিয়ে নিন … 😉

এই ৭ টা দিন সব বাদ দিয়ে ১৪-১৬ ঘন্টা পড়ুন ইনশাল্লাহ সফলকাম হবেন।

ম্যাথ ঃ এটি অনেক গুরুত্ত্বপূর্ণ একটি বিষয় ভালো করা ডিপেন্ড করে বেসিক নলেজ এবং চর্চার উপর । ম্যাথের জন্য আলাদা কোনো দিন দিলাম না প্রতিদিন ২ ঘন্টা করে ৭ দিনে মোট ১৪ ঘন্টা করে ম্যাথ টা শেষ করে ফেলুন । প্রতিটি নিয়মে একটি করে অংক শিখবেন এবং তা যেন সময় কম নেয় সেদিকে লক্ষ্য রাখবেন ।সাথে মানসিক দক্ষতাটাও ঝালিয়ে নিবেন ।
শুক্রবারঃ মানে আজ প্রথমে বাংলা ব্যাকরণ দিয়ে শুরু করুন ।বিকেলের মধ্যে শেষ করে সাহিত্য শুরু করুন ।এখানে আদিযুগ আর মধ্যযুগ টি ভালো ভাবে পড়ুন কারণ আপনি এখান থেকে কম পড়েই সব কমন পাবেন । আর বর্তমান যুগের যেহেতু মা বাপ নেই সেহেতু রবীন্দ্রনাথ,নজরুল,বঙ্কিম,ঈশ্বরচন্দ্র, মীর মশাররফ,মধুসূদন,নিম্রলেন্দ গুণ এগুলো থেকে বেশি আসে তাই এগুলো পড়ুন আর বাকিগুলো আল্লাহর উপর ছেড়ে দিন ।
শনিবারঃ এদিন পড়বেন ইংলিশ।ইংলিশ ব্যাকরণ ও অনেকটাই বেসিক নির্ভর যারা ছোটবেলায় ভালো মতো পড়েছিলেন দেখবেন আপনারা এমনিতেই কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ।এখন সবকিছু পড়ে শেষ করতে পারবেন না সর্বোচ্চ corrections গুলো , আর স্পেলিং টা দেখতে পারেন আর সাহিত্য টা পড়ুন সাহিত্যে পড়া অনেক কম mp3 বইয়ের শেষ ৩০-৪০ পৃষ্ঠা পড়লেই চলবে ,এগুলো ভালোই কমন পাওয়া যায় ,কোটেশন গুলো দেখুন আর বিশেষ সাহিত্যকর্মগুলো একটু চোখ বুলান Renaissance ,Neo-classical,Romantic period er লেখকদের সাহিত্যকর্ম গুলো ভালোভাবে দেখুন ।
রবিবারঃ বাংলাদশ টা পড়ুন।কিছু জিনিস বাদ দেয়া যাবে না ইতিহাস,মুক্তিযুদ্ধ,সংবিধান ,জাতীয় অর্জন এগুলো থেকে প্রশ্ন পাবেন ই কনফার্ম ।৩০ টা এর মধ্যে এই সময় পড়ে ১৫ টা উত্তর করতে পারলেও অনেক ।সাথে একটা মানচিত্র নিয়ে বসবেন ,এক ঘন্টা মানচিত্রে চোখ বুলালেই দেখবেন অনেক তথ্য অর্জন করবেন সাথে overall একটা ধারণাও চলে আসবে। আর যদি প্রতিদিনের পত্রিকা পড়ার অভ্যাস থাকে তাহলে সাম্প্রতিক প্রশ্নগুলো এম্নেই পারবেন আশা রাখি ।
সোমবারঃ বাংলাদেশ পড়ে বিরক্ত হলে আজ বিজ্ঞান পড়ুন আওন্তর্জাতিক টা না হয় কাল দেখলেন .. 😛
সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র হলে অবশ্য খুব বেশি কস্ট করতে হয়না বিজ্ঞানে এই যেমন আমার বায়োলজি পড়ার দরকার হয়না যেগুলো মনে থাকে না এবং কনফিউজিং সেগুলো চোখ বুলিয়ে নিন বিশেষ করে পদার্থ,রসায়ন এবং ভৌতবিজ্ঞান এবং সাথে জীববিজ্ঞান । একদিন ই ইনাফ সময় শুধু চোখ বুলানো আর কি ।
মঙ্গলবারঃ আজ পড়ুন আন্তর্জাতিক ।এটা আমার কাছে অনেক কঠিন লাগে ,অনেক পড়া কিন্তু কমন পাওয়া যায় অনেক কম রিসেন্ট চুক্তি,সম্মেলন,সংস্থাসমূহ বিশেষ করে জাতিসঙ্গঘ,সদর দপ্তর,নোবেল পুরস্কার(রিসেন্ট ) এগুলোতে চোখ বুলান কিছু কমন পেলেও পেয়ে যেতে পারেন । আর একটা আন্তর্জাতিক এর ম্যাপ নিয়ে বসবেন বাংলাদেশের মতো ঘন্টাখানেক চোখ বুলিয়ে দেশের অবস্থাঙ্গুলো,খাল ,প্রনালী,রাজধানি এগুলো একটু দেখে নেবেন।একদিন এ শেষ হবে আশা রাখি ।
বুধবার ঃ এদিন বাকি যেগুলো আছে সেগুলো শেষ করুন কম্পিউটার আর ভূগোল ,নৈতিকতা পড়ার দরকার নেই এম্নেই ওটা আপনার আছে আর পড়ে গেলেও খুব বেশি সুবিধা করতে পারবেন না আল্টিমেটলি নিজের মুল্যবোধের উপর ই উত্তর টি ছেড়ে দিতে হবে । কম্পীঊটারের আগের বছরের প্রশ্নগুলো দেখবেন রিপিট হয় আর ইতিহাস,ইনপুট,আউটপুট,প্রকারভেদ ,২G,3G,4G,এন্ড্র‍্ইয়েড ,মোবাইল এগুলো দেখে যাবেন ৫ টা কমন পেলেও অনেক। আর ভূগোল থেকে আগের বছরের প্রশ্নগুলো সাথে বাংলাদেশের আয়তন ,অবস্থান,সীমারেখা,গুরুত্বপূর্ণ স্থান,উদ্যান,প্রাকৃতিক দুর্যোগ (সর্বশেষ যেটি আঘাত হেনেছিলো সেটি ভালোভাবে দেখবেন ) এগুলো দেখলেই হবে ।
বৃহস্পতিবার ঃ আজ রিজার্ভ ডে ,আরাম করবেন ? জ্বিনা মোটেই এটা আপনার জন্য আরাম করার দিন না আরাম করবেন উনারা যারা গত ৬ মাস ধরে প্রিপারেশন নিচ্ছে উনারা আপনি না । আপনার জন্যে আজকে আরো বেশি পড়তে হবে একেবারেই সময় নস্ট করবেন না আজ । খুব সকাল ঘুম থেকে ঊঠে যেটি করবেন সেটি হচ্ছে আজ পুরো কারেন্ট এফেয়ার্সের যে বিশেষ সংখ্যাটি আছে সেটি শেষ করবেন ,একবার পড়া থাকলে অবশ্য সমস্যা হবে না তবে না পড়া থাকলে কস্ট হবে তারপরও যেগুলো কনফিউজিং ওগুলো দেখে যান দেখবেন কমন পাবেন সাথে সবগুলো বিষয় সম্পর্কে পরীক্ষার আগের দিন একটা ধারনাও নিয়ে যাওয়া হবে । আগের দিন রাত না জাগাই উত্তম গুনীরা তাই বলে ,১২ টার মধ্যে কাগজপ্ত্র ,কলম গুছিয়ে ঘুমিয়ে পড়ুন ।
এটা ফলো করলেই যে পাশ করবেন এমনটা নয় কিংবা না করলেও যে করবেন না এমনটাও নয় । আপনার ভালো লাগলে ট্রাই করে দেখতে পারেন তবে সবার পড়ার একটা নিজস্ব স্টাইল থাকে আমার যেমন এরকম ,আপনি চাইলে আপনার নিজেরটাই ফলো করতে পারেন । সাফল্য আসবেই ইনশাআল্লাহ…. 🙂
সবশেষে সকলের সাফল্য কামনা করছি …. 🙂
Dr.Md.Asaduzzaman
36 BCS recommended
MD,Neurology(BSMMU)