প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি
পর্ব-১৫
৭০১)”যুদ্ধই জীবন যুদ্ধই সার্বজনীন”__
উক্তিটি কার?
__এডলফ হিটলার(১৮৮৯-১৯৪৫)
৭০২)নেপালের আইনসভার নাম কী?
__ফেডারেল পার্লামেন্ট(উচ্চকক্ষ জাতীয় পরিষদ, নিম্নকক্ষ প্রতিনিধি সভা)
৭০৩)জাতিসংঘ সনদে ৫১তম স্বাক্ষরকারী দেশ পোল্যান্ড কত তারিখে স্বাক্ষর করে?
__১৯৪৫ সালের ১৫ অক্টোবর।
৭০৪) মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করেন কে?
__এম.এ.জি ওসমানী।
৭০৫) “ঢাকা বিশ্ববিদ্যালয়”প্রথম কতটি হল নিয়ে যাত্রা শুরু করে?
__৩টি(সলিমুল্লাহ,জগন্নাথ,শহীদুল্লাহ)
৭০৭) “ঢাকা বিশ্ববিদ্যালয়”প্রথম ভাইস-চ্যান্সেলরের নাম কী?
__পি জে (ফিলিপ জোসেফ) হার্টস।
৭০৮) ০.০১*০.০২=কত?
__০.০০০২
৭০৯) সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের
আকর্ষণ শক্তি কেমন?
__দ্বিগুণ।এন্ড্রয়েড অ্যাপ – জব সার্কুলার
৭১০) মানুষের দুধ দাঁতের সংখ্যা কতটি?
__২০টি(পূর্ণবয়স্কদের ৩২টি)
৭১১) সংকর ধাতু পিতলের উপাদান কী?
__তামা ও দস্তা
৭১২) ধলেশ্বরী নদীর শাখা নদীর নাম কী?
__বুড়িগঙ্গা
৭১৩) সূর্যের প্রধান উপাদান কোনটি?
__হাইড্রোজেন
৭১৪)সূর্যে শক্তি উৎপন্ন হয় কোন পদ্ধতিতে?
__পরমাণুর ফিউশন পদ্ধতিতে।
৭১৫) সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহের নাম কী?
__শনি।
৭১৬) বিদ্যুৎ পরিবাহকের রোধের এককের নাম কী?
__ওহম
৭১৭)’বিদ্যুৎ পরিবাহকের ক্ষমতা,চার্জ ও প্রবাহের এককের নাম কী?
__ওয়াট,কুলম্ব,অ্যাম্পিয়ার
৭১৮) ধ্রুবতারা ঠিক মাথার উপর অবস্থান করে কোন বিন্দুতে?
__সুমেরু বিন্দুতে।
৭১৯) বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়?
__বগুড়ায়।
৭২০) যে বায়ু সর্বদায় উচ্চচাপ অঞ্চল হতে নিম্ন চাপে অঞ্চলে প্রবাহিত হয় তাকে কী বায়ু বলে?
__নিয়ত বায়ু।
৭২১) কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে?
__ফণিমনসা।
৭২২) ধানের বাদামী রোগ হয়____
__ছত্রাক দ্বারা।
৭২৩) ৮.১১.১৭.২৯.৫৩….ধারাটির পরবর্তী সংখ্যা কত?
__১০১ @[370988459987536:]
৭২৪) “Refuse” শব্দটির Noun হচ্ছে?
__Refusal.
৭২৫) Slow and steady (—) the race.
__wins
৭২৬) “Tenable”শব্দটির অর্থ কী?
__Defensible(সুরক্ষিত)
৭২৭)”To Apprise” এর অর্থ হচ্ছে–
__Inform.
৭২৮) Similar” Antonym…
__ Different.
৭২৯) Mystery(রহস্য)” synonym…
__Enigma(রহস্যময় ব্যক্তি)
৭৩০) দুটি পরস্পর ছেদী বৃত্তে কয়টি সাধারণ স্পর্শক আঁকা যেতে পারে?
__২টি।
৭৩১)নিচের কোনটি শুদ্ধ বানান?
__Grievance,Accessible,Exhilaration
৭৩২)”Let the book be read by you? active form?
__Read the book.
৭৩৩) তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
__পর পদ
৭৩৪)”রেখো মা “”দাসেরে””মনে। দাসেরে কোন কারকে কোন বিভক্তি?
__কর্মে ২য়া
৭৩৫)”তেইশ নম্বর তৈলচিত্র”উপন্যাসটি কে রচনা করেন?
__আলাউদ্দিন আল আজাদ।
৭৩৬) ছোটদের মন”নাটকটি কার?
__আল কামাল আব্দুল ওহাব।
৭৩৭)”জুলেখার মন”কাব্যগ্রন্থটি কার?
__মোহাম্মদ মাহফুজ উল্লাহ
৭৩৮) পথের দাবী”রাজনৈতিক উপন্যাসটি কার?
__শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর।
৭৩৯)”দিগম্বর”কোন সমাস?
__বহুব্রীহি(দিক অম্বর যার)
৭৪০)হঠাৎ ধনী হওয়া মানে?
__আঙুল ফুলে কলাগাছ।
৭৪১) I always confind(—)you.
__ in(confind in অর্থ আস্থা স্থাপন করা)
৭৪২) কোনটি “Panic”শব্দের সমার্থক?
__Horror(ভয়/আতঙ্ক)
৭৪৩) কোনটি Gain”শব্দের সমার্থক?
__Advantage(সুবিধা)
৭৪৪)পিতা ও দুই পুত্রের বয়স ২০ বছর। দুই বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল ১২ বছর। পিতার বর্তমান বয়স কত?
__৩২
৭৪৫) একটি কলম ২৭০ টাকায় বিক্রি করাতে ১০% ক্ষতি হয়,তাহলে কলমটির ক্রয়মূল্য কত?
__৩০০ টাকা।
৭৪৬) (০.০০২)2=কত?
__০.০০০০০৪
৭৪৭)4×2-12x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
__৯
৭৪৮) কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে কী বলে?
__ভরকেন্দ্র।
৭৪৯) জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কী?
__ইউরিয়া।
৭৫০)ব্যাবিলনের শূন্য উদ্যান কে গড়ে তুলেছেন?
__নেবুচাঁদ নেজার।
নোট: রমজান