প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি

৭৫১) একদিনের ক্রিকেট(ODI) কবে থেকে শুরু হয়?
__১৯৭১ সালের ৫ জানুয়ারিতে অস্ট্রেলিয়ায়।
৭৫২)কত সালে বাংলাদেশ কেনিয়াকে হারিয়ে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে জিতে?
__১৯৯৮ সালে।
৭৫৩)লালবাগ শাহী মসজিদ বা ফররুখ শিয়ার মসজিদ কে নির্মাণ করেন?
__যুবরাজ মোহাম্মদ আযম।
৭৫৪) বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে?
__২৬ মার্চ ১৯৭১ সালে।
৭৫৫) বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে?
__তাহমিনা খানম ডলি(শ্রীলংকা-১৯৮০)
৭৫৬)কিসের সাহায্যে সমুদ্রের ও কুয়াশার
গভীরতা নির্ণয় করা হয়?
__প্রতিধ্বনির সাহায্যে।
৭৫৭) সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
__৭৬ সে.মি.
৭৫৮)সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় কোন আলোতে?
__লাল আলোতে।
৭৫৯)পৃথিবী তৈরির প্রধান উপাদান কী?
__অক্সিজেন(৪৫.৪৬%),সিলিকন(২৭.৬১)
৭৬০)বাংলাদেশে কোন উপজাতি মুসলমান?
__পাঙন উপজাতি।
৭৬১)”বীণাপাণি”কোন সমাস?
__বহুব্রীহি(বীণা পাণিতে যার)
৭৬২)”বসন্তকুমারী”নাটকটি কার?
__মীর মশাররফ হোসেনের।
৭৬৩)”সুন্দরের একটি বেশেষ আকর্ষণ শক্তি আছে।” ‘সুন্দর’ কোন পদ?
__বিশেষ্য।
৭৬৪)”কাননে কুসুম কলি সকলি ফুটিল–
“কাননে”কোন কারকে কোন পদ?
__অধিকরণে ৭মী।
৭৬৫) ০.০০০৩ এর বর্গমূল কত?
__০.০১
৭৬৬) “Franchise”শব্দটির synonym কী?
__Privilege(বিশেষ সুবিধা)
৭৬৭)দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট সে কোণের নাম কী?
__প্রবৃদ্ধ কোণ।
৭৬৮) Now-a-days many villages are lit(—) electricity.
__by(lit by electricity বিদ্যুৎ দ্বারা আলোকিত হওয়া বা করা)
৭৬৯)দুইটি সংখ্যার বিয়োগফল ৩৭ এবং যোগফল বিয়োগফলের ১১ গুণ।সংখ্যা দুটি কত?
__১৮৫, ২২২।
৭৭০) সুন্দর বনের পশ্চিমে কোন নদী অবস্থিত?
__রায়মঙ্গল।
৭৭১) মহানন্দা নদীর উপনদীর নাম কী?
__পদ্মা।
৭৭২) জাপান পার্লহারবার আক্রমণ করেন কত সালে?
__৭ ডিসেম্বর ১৯৪১
৭৭৩) ভূ-ত্বকে কোন উপাদান সবচেয়ে কম?
__সোডিয়াম।
৭৭৪)কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?
__৪ ডিগ্রি সে.গ্রে.
৭৭৫) কোন রঙের আলোতে বিচ্যুতি সবচেয়ে কম?
__লাল।
৭৭৬) বাংলাদেশ কত সালে কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করেন?
__১৯৭২ সালে।
৭৭৭) মঙ্গলগ্রহে প্রেরিত নবযান কোনটি?
__ভাইকিং।
৭৭৮) টিউমার সংক্রান্ত চর্চাকে কী বলে?
__অনকোলজি।
৭৭৯) প্রথম এশিয়া গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
__নয়াদিল্লীতে।
৭৭৯) কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত?
__দক্ষিণ আফ্রিকা।
৭৮০) ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
__অ্যালুমিনিয়াম।
__রমজান__
৭৮১) ভূ-কম্প পরিমাপের যন্ত্রের নাম কী?
__সিসমোগ্রাফ
৭৮২) আরাকান পাহাড় হতে উৎপন্ন নদীর নাম কী?
__সাঙ্গু নদী।
৭৮৩) ব্যাঙের ছাতা কোন শ্রেণির উদ্ভিদ?
__ছত্রাক।
৭৮৪) সিরডাব এর সদরদপ্ত কোথায়?
__ঢাকায়।
৭৮৫)নিচের কোনগুলো একবীজ পত্রী উদ্ভিদ?
__ভুট্টা,নারিকেল,গম।
৭৮৬) যমুনা নদী কোথায় পতিত হয়েছে?
__পদ্মায়।
৭৮৭) ব্যাঙের হৃৎপিণ্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
__৩টি। @[370988459987536:]
৭৮৮)”Incredible”synonym?
__Unbelievable.
৭৮৯) নজরুলের সঞ্চিতা(১৯২৮) কাব্যে কতটি কবিতা ও গান রয়েছে?
__৭৮টি।
৭৯০)”সবিতা”শব্দের অর্থ কী?
__সূর্য
৭৯১)মালদ্বীপের মুদ্রার নাম কী?
__রুপিয়া।ভাষা দিভেহী।
৭৯২) মালদ্বীপ কত সালে স্বাধীনতা অর্জন করেন?
__১৯৬৫ সালে।
৭৯৩) কার কর্তৃত্বের উপর আদালতের কোন এখতিয়ার নেই?
__রাষ্ট্রপতির।
৭৯৪)কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?
__কালো।
৭৯৫) হাড় ও দাঁতকে মজবুত করে কোনটি?
__ফসফরাস।
৭৯৬) তাপে কোন ভিটামিন নষ্ট হয়?
__ভিটামিন “সি”।
৭৯৭) সংকর ধাতু ব্রোঞ্জের উপাদান কী?
__তামা ও টিন।
৭৯৮) বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কী?
__সেন্টমার্টিন।
৭৯৯) ব্যাবিলনের শূন্য উদ্যান কত মিটার উঁচুতে নির্মিত হয়?
__৩০০মিটার।
৮০০)”আব্দুল্লাহ” উপন্যাসের লেখক কে ও কত সালে প্রকাশিত হয়?
__কাজী ইমদাদুল হক। প্রকাশিত ১৯২৮।
@[1817080931911960:]
৮০১) বাংলা গদ্যের জনক বলা হয় কাকে?
__ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।
৮০২)’গ্রামবার্ত্তা প্রকাশিকা’পত্রিকার সম্পাদক কে ছিলেন?
__হরিনাথ মজুমদার।
৮০৩) ‘পদ্মাবতী’কাব্যগ্রন্থের অনুবাদক কে?
__আলাওল।
৮০৪) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়’এর প্রথম উপন্যাস “পথের পাঁচালী” কত সালে প্রকাশিত হয়?
__১৯২৯ সালে।
৮০৫) “আনোয়ারা” গ্রন্থটির রচয়িতা কে?
__মোহাম্মদ নজিবর রহমান।
৮০৬) ‘রসগোল্লা’কোন জাতীয় রচনা?
__রম্য রচনা।
৮০৭) ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ ভাষা গবেষণা বিষয়ক গ্রন্থটি কার?
__মুহম্মদ শহীদুল্লাহ।
৮০৮) ‘ছন্দের যাদুকর’ বলা হয় কাকে?
__সত্যেন্দ্রনাথ দত্তকে।
৮০৯) ‘শ্রীকান্ত’উপন্যাসটির লেখক কে?
__শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৮১০) ‘পূর্ব-পশ্চিম’উপন্যাসের উপজীব্য কী?
__বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সময়ের বর্ণনা।
৮১১) ‘দেশে-বিদেশে’ভ্রমণ কাহিনিটির রচয়িতা কে?
__সৈয়দ মুজতবা আলী।
৮১২) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডির নাম কী?
__মধুসূদনের কৃষ্ণকুমারী(১৮৬১)
৮১৩) ‘সংশপ্ত’ উপন্যাসের লেখক কে?
__শহীদুল্লাহ কায়সার।
৮১৪) মেঘনাদবধ’কাব্যের লেখক কে?
__মাইকেল মধুসূদন দত্ত(১৮২৪-৭৩)
৮১৫) রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ করন ও মারা যান?
__১৮৬১-১৯৪১ সালে।
__রমজান__
৮১৬) বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কতটি?
__৮টি।
৮১৭) ‘যে প্রবীন নয়’এর বাক্য সংকোচন কী?
__নবীন
৮১৮) ‘বিজিত’শব্দের অর্থ কী?
__পরাজিত
৮১৯) গঠন অনুসারে বাক্য কত প্রকার?
__৩ প্রকার।
৮২০) “সমীরণ”শব্দের অর্থ কী?
__বায়ু
৮২১) পাশা-পাশি দুটি বর্ণের মিলনের নাম কী?
__সন্ধি।
৮২২) “সৌম্য” শব্দের বিপরীত অর্থ কী?
__উগ্র।
৮২৩) যা কষ্টে অর্জন করা যায়–এক কথায় কী হবে?
__কষ্টার্জিত।
৮২৪) ‘সূর্য’ শব্দের ১টি প্রতিশব্দ কী?
__সবিতা।
৮২৫) ‘অমাবস্যার চাঁদ’অর্থ কী?
__দুর্লভ বস্তু।
৮২৬) আগমন এর বিপরীত অর্থ কী?
__প্রস্থান বা নির্গমন।
৮২৭) জ্যোৎস্নারাত”কোন সমাস?
__কর্মধারয়(জ্যোৎস্না শোভিত রাত)
৮২৮) মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ কী?
__মনঃতাপ
৮২৯) “নামায”কোন ভাষার শব্দ?
__ফারসী বা ইরান দেশের ভাষা।
৮৩০) খ্রিস্টাব্দ শব্দটি কোন কোন মিশ্র ভাষার সমন্বয়ে গঠিত হয়েছে?
__ইংরেজি+ফারসি
৮৩১) বৈরাগ্য সাধনে (—)আমার নয়। শূন্যস্থানে কী বসবে?
__মুক্তি।
৮৩২) ভাষার ক্ষুদ্রতম একক কী?
__ধ্বনি।
৮৩৩) জায়া ও পতি”দ্বন্দ্ব সমাসের ব্যাসবাক্যের সমস্তপদ কী?
__দম্পতি।
৮৩৪) মৃতের মতো অবস্থাকে এককথায় কী বলে?
__মুমূর্ষু।
৮৩৫) “চিনির পুতুল” বাগধারাটির অর্থ কী?
__পরিশ্রম কাতর।
__রমজান__
৮৩৬) বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
__৭টি।
৮৩৭) সাধু ও চলিত রীতি বাংলা ভাষায় কোন রূপে বিদ্যমান?
__লেখ্য রীতি থেকে।
৮৩৮) পূর্ব পদ প্রধান সমাস কোনটি?
__অব্যয়ীভাব সমাস
৮৩৯) অনুবাদের পারদর্শীতা কিসের উপর নির্ভর করে?
__ভাষান্তরের উপর।
#_____English____
৮৪০) Your conduct admits(—)no excuse.
__of
৮৪১) Divide the money(—-)the two boys.
__between.
৮৪২) Kamal is good(—)cricket.
__at
৮৪৩) Each of the sons followed(—)father’s trade.
__his.
৮৪৪) I am fatigued(—)wide travelling.
__by.
৮৪৫) What is the correct English translation of”সংস্কৃতি সর্বদা বিবর্তিত হচ্ছে”?
__Culture is constantly evolving.
৮৪৬) The word “practise’is a/an—
__verb
৮৪৭) The word “wonderful’is…
__adjective
৮৪৮)”In black and white”এর অর্থ কী?
__In writing.
৮৪৯) “Feed the baby (—)milk.
__on
৮৫০)”The baker’s dozen”অর্থ—-
__Thirteen.

নোটঃ রমজান

Download