পর্ব-১৭: প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য ৫০টি প্রশ্ন

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি

পর্ব-১৭(৮৫১-৯০০=৫০টি)

৮৫১) বাঙালির “ম্যাগনাকার্টা”বলা হয় কাকে?
__৬দফা কে।
৮৫২) বাংলায় জমিদারি প্রথা বিলোপ হয় কত সালে?
__১৯৫০ সালে।
৮৫৩) ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্রের নাম কী?
__SPARRSO.
৮৫৪) পায়রা বন্দর কোথায় অবস্থিত?
__পটুয়াখালিতে।
৮৫৫) বাংলাদেশের প্রথম কবে পতাকা উত্তোলন করা হয়?
__২ মার্চ ১৯৭১ সালে।
৮৫৬) বাংলাদেশ প্রথম কত সালে গ্যাস উত্তোলন করেন?
__১৯৫৭ সালে।
৮৫৭) বাংলাদেশের প্রধান আমদানি পণ্যের নাম কী?
__তুলা।
৮৫৮) প্রাচীন বাংলার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানা যায় কোন গ্রন্থ থেকে?
__কৌটিল্যের অর্থশাস্ত্র থেকে।
৮৫৯) বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে?
__ড.ফজলে কবির।
৮৬০) শেয়ার বাজারের কার্যক্রম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান?
__BSEC.
@[370988459987536:]
৮৬১) Tariff Commission”কোন মন্ত্রণালয়ের অধীনে?
__বাণিজ্য মন্ত্রণালয়ের।
৮৬২) অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী, বাংলাদেশের জনসংখ্যা প্রতি বর্গকিলোমিটারে কতজন?
__ ১১০৩জন।
৮৬৩) বাংলাদেশে বর্তমান পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি কততম?
__৭ম (২০১৬-২০২০)
৮৬৪) বাংলাদেশের মানুষের বর্তমান(২০১৯) গড় আয়ু কত?
__৭২.৩ বছর।
৮৬৫) গম্ভীরা”বাংলাদেশের কোন অঞ্চলের লোক সংগীত?
__চাপাই নবাবগঞ্জের।
৮৬৬) বাংলাদেশের মৎস্য গবেষণা ইনিস্টিটিউট কোথায় অবস্থিত?
__ময়মনসিংহে।
৮৬৭) বাংলার আদি অধিবাসীগণ কোন ভাষাবাষী ছিলেন?
__অস্ট্রিক।
৮৬৮) বঙ্গভঙ্গ কার্যক্রর হয় কত সালে?
__১৬ অক্টোবর ১৯০৫ সালে।
৮৬৯) কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে?
__১৯৭২ সালে।
৮৭০) বখতিয়া খলজি লক্ষণাবতী জয় করেন কত সালে?
__১২০৪ সালে।
৮৭১) সুরসম্রাট বলা হয় কাকে?
__ওস্তাত আলাউদ্দিন খাঁনকে।
৮৭২) বাংলাদেশের অংশে “সুন্দরবনের” আয়তন কত?
__৬০১৭ বর্গকিলোমিটার
৮৭৩) বাংলাদেশের প্রথম উপগ্রহ ভূ-গ্রহ কেন্দ্রটি স্থাপিত হয় কত সালে?
__১৯৭৫ সালে।
আন্তর্জাতিক বিয়য়াবলি
৮৭৪) NATO’ কোন ধরনের জোট?
__সামরিক জোট।
৮৭৫)ইংরেজি ভাষায় প্রথম অভিধান রচনা করেন কে?
__Samuel Johnson.
@[1817080931911960:]
৮৭৬) “Drems from my father”গ্রন্থটি কার?
__বারাক ওবামার।
৮৭৭)পৃথিবীতে কার্বন ডাই-অক্সাইডের ক্ষতিকর প্রভাব হতে মুক্ত কোন দেশ?
__ভুটান।
৮৭৮) আন্তর্জাতিক সমুদ্র চলাল সংস্থা(IMO) এর বর্তমান সদস্য কত?
__১৭৪টি। (and three Associate Members)
৮৭৯) “WTO”এর বর্তমান সদস্যদেশ কতটি?
__১৬৪টি।
৮৮০) “Bail out”বিষয়টি কিসের সাথে জড়িত?
__অর্থনীতির সাথে।
৮৮১) জাতিসংঘের কোন সংস্থা ভৌগোলিক নির্দেশক পণ্যের(GI)নিবন্ধন দেয়?
__WIPO.
৮৮২)”The Golden House”উপন্যাসটির লেখক কে? এন্ড্রয়েড অ্যাপ – জব সার্কুলার
__সালমান রুশদি।
৮৮৩)দেশের বাইরে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি কোথায়?
__হামফ্রেইস(দক্ষিণ কোরিয়ায়)
৮৮৪) “ASEAN”কোন অঞ্চলে অবস্থিত?
__দক্ষিণ-পূর্ব এশিয়ায়।
৮৮৫) “ক্যাসাব্লাঙ্কা” কোন দেশের সমুদ্র বন্দর?
__মরক্কোর।
৮৮৬)সুইডেনের মুদ্রার নাম কী?
__ক্রোনা।
৮৮৭)আরব উপদ্বীপের শহর “ইয়াসরিব” এর বর্তমান কোন স্থানের পূর্বনাম?
__মদিনার।
৮৮৮)বিশ্বকাপ ক্রিকেট ২০১৯ সালে অনুষ্ঠিত হবে কোন দেশে?
__ইংল্যান্ডে।
৮৮৯) “ফুটবল খেলা” অলিম্পিকে অন্তর্ভুক্ত হয় কত সালে?
__১৯০০ সালে।
বিজ্ঞান ও প্রযুক্তি
৮৯০) প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
__RAM-এ
৮৯১)আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কী?
__লুব্ধক।
৮৯২) মহাকর্ষ শক্তি দ্বারা একত্রে গ্রোথিত এক বিরাট নক্ষত্রমণ্ডলীকে কী বলে?
__গ্যালাক্সি বলে।
৮৯৩) “ধ্রুবতারা”কোথায় দেখা যায়?
__উত্তর-গোলার্ধে।
৮৯৪) হ্যালির ধুমকেতু আবার কত সালে দেখা যাবে?
__২০৬২ সালে।
৮৯৫) চিংড়ি”কোন পর্বের প্রাণী?
__আর্থ্রোপোডা।
৮৯৬) কম্পিউটারের কী-বোর্ডে কতটি ফাংশন কী রয়েছে?
__১২টি।
৮৯৭) মানুষের দাঁত কত ধরনের?
__৪ধরনের।
৮৯৮) “হিপ্পার্কাস”ম্যাপ কী?
__নতুন মহাজাগতিক মানচিত্র।
৮৯৯)কম্পিউটার বাসের গতি মাপা হয় —
__মেগাহার্টজে।
৯০০) “Big Bang’র ফলে কী সৃষ্টি হয়েছে?
__সময়,স্থান, শক্তি ও পদার্থ।
নোট: রমজান

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top