পর্ব-১৮(৯০১-৯৫০=৫০টি)
৯০১. কোনটি জারক পদার্থ নয়?
উত্তর: হাইড্রোজেন।
৯০২. চা পাতায় কোন ভিটামিন থাকে?
উত্তর: ভিটামিন ‘বি কমপ্লেক্স’
৯০৩. সুয়েজ খাল কোন বৎসরে চালু হয়?
উত্তর: ১৮৬৯
৯০৪. সুন্দরবনের বাঘ গণনা এ ব্যবহৃত হয়?
উত্তর: পাগ-মার্ক
৯০৫. মস্তিষ্ক কোনতন্ত্রের অন্ত্র?
উত্তর: স্নায়ুতন্ত্রের।
৯০৬. কোন জ্বালানি পোড়ালে সালফার ডাই অক্সাইড বাতাসে আসে?
উত্তর: ডিজেল।
৯০৭. আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোনো পরিবর্তন হবে না?
উত্তর: OTTO।
৯০৮. ‘ওলিভ টারটাইল’ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়? এন্ড্রয়েড অ্যাপ – জব সার্কুলার
উত্তর: সেনমাটিন।
৯০৯. অপটিক্যাল ফাইবারের আলোর কোন ঘটনাটি ঘটে?
উত্তর: অভ্যন্তরীণ প্রতিফলন
৯১০. ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে?
উত্তর: কসমিক ইয়ার
বাংলা
৯১১. ‘কবর’ (১৯৫৩) নাটকটির রচয়িতা – মনীর চৌধুরী।
৯১২. বাংলায় টিএস ইলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন – রবীন্দ্রনাথ ঠাকুর।
৯১৩. ’অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের সংকলিত প্রথম কবিতা- প্রলয়োল্লাস।
৯১৪. সুনীল গঙ্গোপাধ্যায় রচিত ‘পূর্ব-পশ্চিম’ উপন্যাসটির মূল আলোচ্য বিষয়- ১৯৪৭ সালের দেশ বিভাগ এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ।
৯১৫. ’প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে’-গানটির গীতিকার- শেখ ওয়াহিদ।
৯১৬. বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক – কৃষ্ণকুমারী।
৯১৭. ’জজ সাহেব’ যে সমাসের ‘ উদাহরণ – কর্মধারয়।
৯১৮. ’পরশ্ব’ শব্দটির অর্থ – পরশু।
৯১৯. ’চৌরসন্ধি’, ‘ক্রীতদাসের হাসি’ ও ‘বনি আদম’ উপন্যাসগুলোর রচয়িতা- শওকত ওসমান।
৯২০. ’আমি কিংবদন্তির কথা বলছি’ – কবিতাটির রচয়িতা – আবু জাফর ওবায়দুল্লাহ।
৯২১. ‘সুবর্ণ মধ্যেক’ হলো?
উত্তর: দু’টি চরমপন্থার মধ্যবর্তী পন্থা।
৯২২. একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো?
উত্তর: জনকল্যাণ।
৯২৩. ‘ডমিনো’ তত্ত্বটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য ছিল?
উত্তর: দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য।
৯২৪. ‘লর্ড ক্যানিং’ ভারত উপমহাদেশে প্রথম কোন ব্যবস্থা চালু করেন?
উত্তর: পুলিশ ব্যবস্থা
৯২৫. কোলেস্টেরল এক ধরনের?
উত্তর: অসম্পৃক্ত এলকোহল।
৯২৬. বখতিয়ার খিলজী বাংলা জয় করেন কোন সালে?
উত্তর: ১২০৪ সালে
৯২৭. নিচের কোনটি ইনপুট ডিভাইস?
উত্তর: OMR
৯২৮. TCP দিয়ে কোনটি বুঝানো হয়?
উত্তর: প্রটোকল
৯২৯. মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
উত্তর: ঐচ্ছিক ক্রিয়া ও অনৈচ্ছিক ক্রিয়া।
৯৩০. কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
উত্তর: Read.
৯৩১. The word ‘sibling’ means – brother or sister.
৯৩২. ‘Please write to me at the ‘above’ in this sentence is a/an – adjective.
৯৩৩. You may go for a walk if you feel-it. – like.
৯৩৪. Someone who is capricious is – known for sudden changes in attitude or behavior.
৯৩৫. ‘We must not be late, else we will miss the trains.’ This is a – compound sentence.
@[370988459987536:]
৯৩৬. Verb of ‘Number’ is – Enumerate.
৯৩৭. In English grammar, – deals with formation of sentences. – Syntax.
৯৩৮. The correct passive form of ‘You must shut these doors.’ Is – These doors must be shut. www.prebd.com
৯৩৯. The film was directed in the director’s usual – style. – idiosyncratic.
৯৪০. David Copperfield is a/an – novel. – Victorian.
৯৪১: নৌকার গতি স্রোতের অনুকূলে ঘন্টায় ১০ কি.মি. এবং স্রোতের প্রতিকূলে ২ কি.মি.। স্রোতের বেগ কত?
স্রোতের বেগ = [স্রোতের অনুকূলে নৌকার বেগ – স্রোতের প্রতিকূলে নৌকার বেগ] /২
= (১০ – ২) /২
= ৪ কি.মি.
৯৪২: একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় ৮ কি.মি.এবং স্রোতের প্রতিকূলে ঘন্টায় ৪ কি.মি. যায়। নৌকার বেগ কত?
নৌকার বেগ = [স্রোতের অনুকূলে নৌকার বেগ + স্রোতের প্রতিকূলে নৌকার বেগ] /২
= (৮ + ৪) /২
= ৬ কি.মি.
৯৪৩. নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে ১০ কি.মি. ও ৫ কি.মি.। নদীপথে ৪৫ কি.মি. পথ একবার যেয়ে ফিরে আসতে কত সময় লাগবে?
উত্তর: স্রোতের অনুকূলে নৌকারবেগ = (১০ + ৫) = ১৫ কি.মি.
স্রোতের প্রতিকূলে নৌকার বেগ = (১০ – ৫) = ৫ কি.মি.
টেকনিক- @[1817080931911960:]
মোট সময় = [(মোট দূরত্ব/ অনুকূলে বেগ) + (মোট দূরত্ব / প্রতিকূলে বেগ)]
= [(৪৫ / ১৫) + (৪৫ / ৫)]
= ৩ + ৯
= ১২ ঘন্টা
৯৪৪. একজন মাঝি স্রোতের অনুকূলে ২ ঘন্টায় ৫কি.মি. যায় এবং ৪ ঘন্টায় প্রথম অবস্থানে ফিরে আসে। তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গড় বেগ কত?
গড় গতিবেগ = [মোট দূরত্ব / মোট সময়]
= (৫ + ৫) / (২ + ৪)
= ৫ / ৩ মাইল
৯৪৫: এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা বেয়ে ঘন্টায় ১০ কি.মি. বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় ৬ কি.মি. বেগে স্রোতের প্রতিকূলে চলে যাত্রারম্ভের স্থানে ফিরে এলো। যাতায়াতে তার গড় গতিবেগ কত?
গড় গতিবেগ = (2xy) / (x+y).
= (২*১০*৬) / (১০ + ৬).
এখানে,
x = অনুকূলে বেগ,
y = প্রতিকূলে বেগ।
৯৪৬. একটি বানর ৯২ ফুট উচু একটা তৈলাক্ত বাশ বেয়ে উপরে উঠতে লাগল। বানরটি প্রথম মিনিটে ১২ ফুট ওঠে, কিন্তু দ্বিতীয় মিনিটে ৮ ফুট নেমে যায়। বাশের মাথায় উঠতে বানরটির কত মিনিট সময় লাগে?
শর্ট টেকনিক:
প্রয়োজনীয় সময়={(মোট দৈর্ঘ্য-নির্দিষ্ট সময় যতটুকু উঠে)÷(নির্দিষ্ট সময় যতটুকু উঠে -)}*২+১
={(৯২-১২)÷(১২-৮)}*২+১=(৮০/৪)*২+১
=৪১মিনিট (উঃ)
৯৪৭. একটি চৌবাচ্চা একটি নল দ্বারা ১০ ঘন্টায় পূর্ন হয়। তাতে একটি ছিদ্র থাকায় পূর্ণ হতে ১৫ ঘন্টা লাগে। ছিদ্র দ্বারা চৌবাচ্চাটি খালি হতে কত সময় লাগবে?
শর্ট টেকনিক:
(১৫*১০) ÷ (১৫-১০)= ৩০ঘন্টা
৯৪৮. একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় ৮কি . মি. এবং স্রোতের প্রতিকূলে ৪ কিলোমিটার যায়। নৌকার বেগ কত?
শর্ট টেকনিক:
V=(স্রোতের অনুকূলে নৌকার বেগ(x)+স্রোতের প্রতিকূলে নৌকার বেগ( y))÷২
=(৮+৪)÷২=৬কি . মি.
৯৪৯. ১০জন লোক একটি কাজ ২০ দিনে করতে পারে। ৮জন লোকের ঐ কাজটি করতে কতদিন লাগবে?
শর্ট টেকনিক:
২য় সময় = ১ম লোক * ১ম সময় ÷ ২য় লোক
২য় সময় (D2 ) = ১০*২০÷৮=২৫ দিন।
৯৫০. ক একটি কাজ ১২দিনে এবং খ ২৪ দিনে করতে পারে।তারা একত্রে কাজ আরম্ভ করে এবং কয়েক দিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে যায়। বাকি কাজটুকু খ ৩ দিনে শেষ করে। কাজটি কত দিনে শেষ হয়েছিল।
শর্ট টেকনিক:
=২/৩*(১২+৩) =১০দিনে