প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি
পর্ব-১৯(৯০১-৯৫০=৫০টি)

৯০১)”কেউ কিছু বলতে পারে না”মুনীর চৌধুরীর কী ধরনের রচনা?
__অনুবাদ নাটক
৯০২)”নিমগ্ন”এর বিপরীত শব্দ কী?
__উদাসীন
৯০৩)”জাহান্নাম হইতে বিদায়”শওকত ওসমানের কী ধরনের রচনা?
__উপন্যাস।
৯০৪)”আজকে নগত কালকে বাকি”বাক্যে “আজকে”কোন কারকে কোন বিভক্তি?
__অধিকরণে ২য়া।
৯০৫)”কবর”কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়?
__কল্লোল পত্রিকায়।
৯০৬) He has no control(—)himself.
__over.
@[370988459987536:]
৯০৭) He is callous(—)his studies.
__to (callous to অর্থ কোন কিছুর প্রতি উদাসীন অর্থে)
৯০৮) Sober’শব্দের সমার্থক অর্থ কী?
__Sedate(শান্ত/সরল)
৯০৯)”At home”অর্থ কী?
__Familiar with(দক্ষ/পরিচিত)
৯১০) দুইটি রাশির অনুপাত ৪ঃ৭। পূর্ব রাশি ১৬ হলে উত্তর রাশি কত?
__২৮(X=7*16÷4=28)
৯১১)একটি কলম ১৯০টাকায় বিক্রি করাতে ৫% ক্ষতি হয়। কলমটির ক্রয় মূল্য কত?
__২০০ টাকা।
৯১২) 9×2+24x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
__১৬
৯১৩)কোন ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে কী বলে?
__অন্তঃকোণ।
৯১৪) সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটিকে কী বলে?
__সূক্ষ্মকোণ।
৯১৫) কোন ২টি বৃহৎ উপজাতি মাতৃতান্ত্রিক?
__গারো ও খাসিয়ারা।
৯১৬) সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত?
__বলেশ্বর।
৯১৭)”লালবাগ কেল্লার”পূর্বনাম কী?
__আওরঙ্গবাদ দুর্গ
৯১৮) মুক্তিযুদ্ধবিষয়ক”মন্ত্রণালয় কত সালে গঠিত হয়?
__২০০১ সালে।
৯১৯)”বটের”বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে?
__পাখির সাহায্যে।
৯২০) তেল বা চর্বি এক ধরনের কী?
__এস্টার।
৯২১)কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
__বেগুনি
৯২২)মধ্যাকর্ষণ জনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায়?
__ভূ-পৃষ্ঠে।
৯২৩)কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
__৪ বছর পর পর।
৯২৪)এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরূভূমির নাম কী?
__গোবি(চীন ও মঙ্গোলিয়ায় অবস্থিত)
৯২৫)পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত?
__১ঃ২
__রমজান__
৯২৬) উড়োজাহাজের গতি নির্ণয়ের যন্ত্রের নাম কী?
__ট্যাকোমিটার।
৯২৭) কুকুরের মুখের দাঁতের সংখ্যা কতটি?
__৪৪টি।
৯২৮) “পাবলো পিকাসো”কে ছিলেন?
__স্প্যানিশ চিত্রশিল্পী (১৮৮১-১৯৭৩)
৯২৯) আন্তর্জাতিক রেডক্রসের সদরদপ্তর কোথায়?
__জেনেভায়।
৯৩০)”এইসব দিনরাত্রি”নাটকটি কার?
__হুমায়ূন আহমেদের।
৯৩১) শুদ্ধ বনান কোনগুলো?
__উন্মীলন, প্রণয়িনী, তেস্ক্রিয়া, রৌদ্রকরোজ্জ্বল।
৯৩২)”বিষবৃক্ষ”কোন সমাস?
__কর্মধারয়(বৃষ সদৃশ বৃক্ষ)
৯৩৩) যা পূর্বে ছিল এখন নেই”এক কথায় কী হবে?
__ভূতপূর্ব।
৯৩৪)”আবাহন”শব্দের বিপরীত অর্থ কী?
__বিসর্জন।
৯৩৫) “Vacant” শব্দের সমার্থক শব্দ কী?
__Blank www. prebd. com
৯৩৬)দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী?
__পূর্বাশা দ্বীপ।
৯৩৭) মহামুনি”বিহার কোথায় অবস্থিত?
__চট্টগ্রামের রাউজানে।
৯৩৮)কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম?
__সাদা। এন্ড্রয়েড অ্যাপ – জব সার্কুলার
৯৩৯)কত সালে টেস্ট ক্রিকেট শুরু হয়?
__১৮৭৭ সালে।
৯৪০) কোন মাছে সবচেয়ে বেশি পরিমাণে আমিষ পাওয়া যায়?
__শুঁটকী মাছে।
৯৪১)কোন প্রাণীকে ডেভিল মাছ বলা হয়?
__অক্টোপাসকে।
৯৪২) জাতীয় স্মৃতিসৌধ কত সালে উদ্বোধন করা হয়?
__১৯৮২ সালের ১৬ডিসেম্বরে।
৯৪৩) “ঈগল পাখি” কোন সমাস?
__কর্মধারয়(ঈগল নামের যে পাখি)
৯৪৪)”শিরে সংক্রান্তি”বাগধারাটির অর্থ–
__আসন্ন বিপদ।
৯৪৫) তাপ সঞ্চালনের দ্রুততম প্রকিয়ার নাম কী?
__বিকিরণ।
৯৪৬) ১ থেকে ৫১ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
__২৬
৯৪৭) কোন মোঘল সম্রাট “জিজিয়া কর” রহিত করেন?
__আকবর।
৯৪৮) রাজশাহী বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
__১৯৫৩ সালে।
৯৪৯) বাংলাদেশ সরকার “পলিথিন ব্যবহার নিষিদ্ধ”করেন কত সালে?
__২০০২ সালে।
৯৫০)”সুমাত্রা”দ্বীপটি কোথায় অবস্থিত?
__ভারত মহাসাগরে(ইন্দোনেশিয়ার মালিকানা,আয়তন ৪ লক্ষ ২৭ হাজার+)
Note By: রমজান

Download