পর্ব-২০ (৯৫১-১০০০ পর্যন্ত=৫০টি)

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি
পর্ব-২০(৯৫১-১০০০ পর্যন্ত=৫০টি)
৯৫১) Verb of the “new”is__
__Renew.
৯৫২)”তাসের দেশ”(১৯৩৩) নাটকটির রচয়িতা কে?
__রবীন্দ্রনাথ।
৯৫৩)”শিব মন্দির”(১৯২১)কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
__কায়কোবাদ
৯৫৪)কোন ছাত্রাবাসে ৪০ জন ছাত্রের ৩০ দিনের খাবার আছে। ৫ দিন পর আরও ১০ জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কত দিন চলবে?
__২০ দিন(৪০*৩০÷৫০=২০)
৯৫৫) Noun of the word “Poor”—
__Poverty(দারিদ্র্য)
৯৫৬) তিন কোণ দেওয়া থাকলে যে সকল ত্রিভুজ আঁকা যায় তাদের কী বলে?
__সদৃশ ত্রিভুজ।
৯৫৭)”Who opened the door” voice?
__By whom was the door opened.
৯৫৮)”Bag and baggage(তল্পিতল্পাসহ)”idiom?
__Leaving nothing behind
৯৫৯)”Loaves and fishes (ব্যক্তিগত স্বার্থ)”idiom টির অর্থ?
__Personal grains.
www. prebd. com
৯৬০) কোন সমাসের সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
__অনুক বহুব্রীহি সমাসের(গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে=গায়ে হলুদ)
৯৬১)”রবীন্দ্রনাথের”প্রথম নাটকের নাম কী?
__প্রকৃতির প্রতিশোধ(১৮৮৪)
৯৬২)কোন বাগধারাটির অর্থ ভণিতা বুঝায়?
__গৌরচন্দ্রিকা।
৯৬৩) ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কী বলে?
__কৃৎ প্রত্যয়।
৯৬৪) গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কী?
__ম্যানোমিটার।
৯৬৫) পৃথিবীর সবর্ত্র দিন-রাত সমান হয় কত তারিখে?
__২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বরে।
৯৬৬)’বন্দর আব্বাস’ কোন দেশের সমুদ্র বন্দর?
__ইরানের।
৯৬৭)”ম্যাকমোহন”লাইন কোন কোন দেশের বিভক্তি রেখা?
__ভারত-চীন।
৯৬৮) মধ্যযুগের গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
__চাঁপাইনবাবগঞ্জে।
৯৬৯) এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের(ADB) প্রধান কার্যালয় কোথায়?
__ম্যানিলায় (1966 12 August)
৯৭০) কোন আমলে বাংলায় গজল ও সুফি সাহিত্যের সৃষ্টি হয়?
__হোসেন শাহী
৯৭১) বাংলাদেশে ঘোড়ার ডাকের প্রচলন করেন কে?
__শের শাহ।
৯৭২) কে ভারত বর্ষে তামার মুদ্রা প্রচলন করেছিল?
__শের শাহ।
৯৭৩) ১১.১৫.২৩.৩৯….ধারাটির পরবর্তী পদ কী?
__৭১(১১+৪=১৫,১৫+৮=২৩,২৩+১৬=৩৯, ৩৯+৩২=৭১)
৯৭৪) বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে?
__মালাক্কা প্রণালী।
৯৭৫)”এন্টোমরোজী”কী?
__কীটবিদ্যা।
৯৭৬) একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়।সংখ্যাটি কত?
__১৮
৯৭৭) কোন রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়?
__AB (0 গ্রুপকে সর্বজনীন দাতা বলা হয়)
৯৭৮)Which is the verb of word”false”?
__Falsify.
৯৭৯) Your conduct admits(—)no excuse.
__of. @[1817080931911960:]
৯৮০) “ওরা কদম আলী”নাটকটি কার?
__মামুনুর রশীদ
৯৮১)কর্মধারয় সমাস কোন পদ প্রধান?
__পর পদ।
৯৮২)”কুঁড়ে স্বভাব”বাগধারাটির অর্থ?
__আঠারো মাসে বছর।
৯৮৩)কোন উদ্ভিদে স্বপরাগায়ন ঘটে?
__শিমে।
৯৮৪) মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে কোথায় মিলিত হয়েছে?
__ভৈরব বাজারে।
৯৮৫)”শীতলক্ষ্যা”নদী উৎপন্ন হয়েছে কোন নদ থেকে?
__ব্রহ্মপুত্র থেকে।
৯৮৬)”মংলা বন্দর” কোন নদীর তীরে অবস্থিত?
__পশুর।
৯৮৭) কোন শহরকে মুসলমান, খ্রিস্টান,ইহুদিদের পবিত্র স্থান বলা হয়?
__জেরুজালেমকে।
৯৮৮)প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে কোন দেশ?
__রাশিয়া(স্পুটনিক-১, ১৯৫৭ সালে)
৯৮৯) জিব্রালটার প্রণালি কোন দেশ দুটিকে পৃথক করেছে?
__আফ্রিকা-স্পেনকে।
৯৯০)”ইন্দোনেশিয়া”কোন দেশের উপনিবেশ ছিল?
__নেদারল্যান্ড বা হল্যান্ড।
৯৯১)He died(—)his county.
__for(died for(দেশের জন্য আত্মত্যাগ করা)
৯৯২) “Panic”এর সমার্থক?
__Horror ভয়/আতঙ্ক।
৯৯৩) ১ থেকে ৫৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগলোর গড় কত?
__৩০
৯৯৪) নাইট্রোজেনের প্রধান উৎস কী?
__বায়ু।
৯৯৫)”মিষ্টি আলু”কোন ধরনের খাদ্য?
__শ্বেতসার।
৯৯৬)ভূ-পৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় কী?
__অক্সিজেন।
৯৯৭) কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?
__বেলে মাটির।
৯৯৮)প্রথম “সাফ”গেমস অনুষ্ঠিত হয় কোথায়?
__কাঠমুন্ডুতে(১০৮৪)বর্তমান নাম SA গেমস। কার্যকর ২০০৬)
৯৯৯)১২ মাসে বছর ও ৩০ দিনে ১মাস এ গণনা রীতি কারা করেন?
__মিসরীয়রা।
১০০০) এ দেশে সরকারি কাজে ফারসি ভাষা চালু করেন কে?
__রাজা টোডরমল।
Note By: রমজান

Download