প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি
পর্ব-২১ (১০০১-১০৫০ পর্যন্ত=৫০টি)
১০০১)”সীমানা ছাড়িয়ে”উপন্যাসটির রচয়িতা কে?
__সৈয়দ শামসুল হক।
১০০২) ২ থেকে শুরু করে পর পর ৫টির জোড় সংখ্যা কত?
__৬(২+৪+৬+৮+১০/৫=৬)
১০০৩) “Ins and outs” idiom?
__In details(সবকিছু)
১০০৪) “Fall into line” idiom?
__Agree (একমত হওয়া)
১০০৫)”আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?”এখানে “রাঘবে”কোন কারকে কোন বিভক্তি?
__অপাদানে ৭মী।
১০০৬)ইনসুলিন কী?
__এক ধরনের হরমোন।
১০০৭)প্রত্যয় কত প্রকার?
__২ প্রকার(কৃৎ ও তদ্ধিত)
১০০৮)দুধে কোন ধরনের এসিড থাকে?
__ল্যাকটিক এসিড।
১০০৯)শরীর হতে বর্জ্য পদার্থ বের করে দেয় কোনটি?
__কিডনী।
১০১০)দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের কোন নদীর মোহনায় অবস্থিত?
__হাড়িয়াভাঙ্গা।
১০১১) অস্ট্রেলিয়া মহাদেশের উষ্ণতম মাসের নাম কী?
__জানুয়ারি।
১০১২)কোন মাটিতে সমান পরিমাণে বালি,পলি ও কাদা থাকে?
__দো-আঁশ মাটিতে।
১০১৩) আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
__প্যারিসে।
১০১৪) রেড-স্কোয়ার কোথায় অবস্থিত?
__রাশিয়ায়।
১০১৫)’মার্লবোর হাউজ,ওয়েস্ট মিনিস্টার, বিগবেন,উইম্বলডন,বাকিংহাম, ইন্ডিয়া হাউজ,বুশ হাউজ,হোয়াই হল ইত্যাদি কোথায় অবস্থিত?
__লন্ডনে।
১০১৬) স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ___
__এক সমকোণ।
১০১৭) ১.২.৩.৫.৮.১৩.২১.৩৪. ধারাটির পরবর্তী পদ কোনটি?
__৫৫(২১+৩৪=৫৫)
১০১৮) বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) প্রথম দিকে ক্যাডার সংখ্যা কতটি ছিল?
__১৪টি।
১০১৯) বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার সংখ্যা কতটি?
__বর্তমানে 26 টি ক্যাডার আছে। সর্বশেষ ইকোনমিক ক্যাডার কে প্রশাসন ক্যাডার একীভূত করা হয়। (Edited)
১০২০) বুকার পুরস্কার কী?
__ব্রিটেনের সাহিত্যেরর সর্বোচ্চ পুরস্কার।
১০২১) অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কী?
__ক্যানবেরা।
১০২২) মালয়েশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
__ব্রিটেনের
১০২৩) মালয়েশিয়া কত সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে?
__১৯৫৭ সালের ৩১ আগস্টে।
১০২৪)ভারতের ক্যাবিনেট মিশন কত সালে গঠিত হয়েছিল?
__১৯৪৬ সালে।
১০২৫) শীতকালে শরীরের চামড়া ফাটে কেন?
__আদ্রতার অভাবে।
১০২৬) প্রথম কোন বাঙালি “ইস্ট ইন্ডিয়া
কোম্পানির”বিরোদ্ধে অস্ত্র ধারণ করে?
__শহীদ তিতুমীর।
১০২৭) তিতুমীরের প্রকৃত নাম কী?
__মীর নিসার আলী (১৭৮২-১৮৩১)
১০২৮) কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
__মুক্তি (কাব্যগ্রন্থ ২২টি)
১০২৯)”রক্তকবরী”নাটকটি কার?
__রবীন্দ্রনাথের।
১০৩০) মুখচোরা’বাগধারাটির অর্থ কী?
__লাজুক।
__রমজান__
১০৩১) Never tell a lie. passive?
__Let not a lie ever be told.
১০৩২) He broke the jug(–)a hundred
piece.
__with (break into ভেঙে টুকরো টুকরো করা)
১০৩৩) Gigantic”শব্দের সমার্থক—
__Large www. prebd. com
১০৩৪) White elephant অর্থ?
__Very costly possession
১০৩৫) ১ থেকে ৬৫ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
__৩৩
১০৩৬) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালে জাতিসংঘের মহাসচিব কে ছিল?
__উ থান্ট (মিয়ানমারের নাগরিক)
১০৩৭) “এডেন”কোন দেশের সমুদ্রবন্দর?
__ইয়েমেনের।
১০৩৮) শিমের বিচি কোন ধরনের খাদ্য?
__আমিষ @[370988459987536:]
১০৩৯) বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়?
__৫ জুন।
১০৪০) কোন ধাতু সবচেয়ে তারাতারি ক্ষয়প্রাপ্ত হয়?
__দস্তা।
১০৪১) পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী—
__হাইড্রোজেন সালফাইড।
১০৪২) আদমসুরত বা কালপুরুষ কাকে বলে?
__পৌষ বা মাঘ মাসে সন্ধ্যা রাত্রিতে পূর্ব আকাশে শিকারিবেশে মনুষ্য আকৃতির একটি নক্ষত্রমণ্ডলকে আদমসুরত বা কালপুরুষ বলে।
১০৪৩) কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত?
__পারস্য উপসাগরকে।
১০৪৪) ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন?
__চতুর্দশ শতকে(১৩০৪)
১০৪৫)কর্ণফুলী কাগজকলে কাঁচামাল হিসেবে কী ব্যবহার করা হয়?
__বাঁশ
১০৪৬) ৫০টি কলা ২২০ টাকায় বিক্রয় করায় ১০% লাভ হল।১০০টি কলার ক্রয়মূল্য কত?
__৪০০ টাকা।
১০৪৭) ২. ৬. ১৪. ৩০…পরবর্তী পদ?
__৬২
১০৪৮)কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম?
__সাদা
১০৪৯) সমাজের ভিত্তি কোনটি?
__ঐক্য
১০৫০) প্রশস্ত মোহনাকে কী বলে?
__নদী সঙ্গম।
Note By: রমজান