(১০৫০-১১০০)পর্যন্ত=৫০টি)

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি
পর্ব-২২(১০৫০-১১০০)পর্যন্ত=৫০টি)

১০৫১)”ওরে নবীন,ওরে আমার কাঁচা,ওরে সবুজ ওরে অবুঝ, আধ-মরাদের ঘা মেরে তুই বাঁচা।” পঙক্তি ৩টি কার?
_রবীন্দ্রনাথের (সবুজের অভিযান কবিতা)
১০৫২)”মে দিবস”গিনিপিক,ইবলিশ,ওরা কদম আলী, নাটকের লেখক কে?
__মামুনুর রশীদ।
১০৫৩)”এক বিষয়ে যার চিত্র নিবিষ্ট”এক কথায় বলে—
__একাগ্রচিত্ত।
১০৫৪) ১.৩.৫.৭…..৮ম পদ কত?
__১৫
১০৫৫) ১.৩.৪.৭.১১….পরিবর্তী পদ কত?
__১৮
১০৫৬)ভূ-পৃষ্ঠে কোন ধাতু সব চেয়ে বেশি আছে?
__অ্যালুমিনিয়াম।
১০৫৭) সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় কোন আলোতে?
__লাল আলোতে।
১০৫৮)”রবিশস্য”বলতে কী বুঝায়?
__শীতকালীন শস্য।
১০৫৯) I can’t put faith(—)him.
__in (put faith in অর্থ বিশ্বাস রাখা)
১০৬০) Abolish”শব্দের সমার্থক?
__Cancel www. prebd. com
১০৬১) কোনটি Material noun?
__Paper.
১০৬২) আশীবিষ” কোন সমাস?
__বহুব্রীহি (আশীতে বিষ যার)
১০৬৩) পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদীর?
__আমাজন (১ম নীলনদ)
১০৬৪) পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
__গোয়ালন্দে।
১০৬৫) অষ্টম শতাব্দিতে নির্মিত শালবন বিহারটি কোথায় অবস্থিত?
__কুমিল্লার ময়নামতিতে।
১০৬৬) রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কী খাওয়া উচিত নয়?
__খাসির মাংস।
১০৬৭) “হালদা ভ্যালি”কোথায় অবস্থিত?
__খাগড়াছড়িতে।
১০৬৮)এশিয়ার দীর্ঘতম নদীর নাম কী?
__ইয়াংসিকিয়াং (চীনে,দৈর্ঘ্য ৬৩৮০ কি.মি)
১০৬৯) “ফণিমনসা”কাব্যের রচয়িতা কে?
__কাজী নজরুল ইসলাম।
১০৭০) ঢাকার চকের মসজিদের নির্মাতা কে?
__শায়েস্তা খাঁন
১০৭১) “ছোটকাটরা,হোসেনি দালান,লালবাগ দুর্গের নির্মাতা কে?
__শায়েস্তা খাঁন।
১০৭২) বাংলাদেশে প্রথম বেসরকারি ব্যাংকের নাম কী?
__আরব বাংলাদেশ ব্যাংক।
১০৭৩) “কাঁচি”কোন ভাষার শব্দ?
__তুর্কি।
১০৭৪) “শাপলাচত্বরেরর”স্থপতি কে?
__আজিজুল জলিল পাশা
১০৭৫) সাবাশ বাংলাদেশ,সার্ক ফোয়ারা ভাস্কর্যের স্থপতি কে?
__নিতুন কুণ্ড।
১০৭৬)’স্বোপার্জিত স্বাধীনতা,স্বাধীনতার সংগ্রাম,ক্যাকটাস,বিজয় উল্লাস, স্বামী বিবেকানন্দ ভাস্কর্যের স্থপতি কে?
__শামীম শিকদার।
১০৭৭) ভূমিকম্পের কম্পনের বেগ সর্বাপেক্ষা বেশি কোথায়?
__উপকেন্দ্রে।
১০৭৮) কচুরীপানা পানিতে ভাসে কেন?
__কাণ্ড ফাঁপা বলে।
১০৭৯) কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
__ট্রপিক অফ ক্যান্সার(কর্কটক্রান্তিরেখা)
১০৮০) ১.৪.১৩.৪০……পরবর্তী পদ?
__১২১
১০৮১) Effort” synonym?
__Attempt(চেষ্টা)
১০৮২) I approved (—) his action.
__of(approved of অনুমোদন করা)
১০৮৩)”অগস্ত্য যাত্রা”বাগধারাটির অর্থ?
__শেষ বিদায়।
১০৮৪)”ছায়াশীতল”কোন সমাস?
__তৎপুরুষ (ছায়াতে শীতল)
১০৮৫)”হারামণি”কোন সমাস?
__কর্মধারয় (হারিয়েছে যে মণি)
১০৮৬) কোন রঙের কাপে চা তারাতারি ঠাণ্ডা হয়?
__কালো।
১০৮৭) সবচেয়ে শক্ত বস্তু কোনটি?
__হীরা।
১০৮৮)”গড্ডালিকা প্রবাহ”মানে?
__অন্ধ অনুকরণ।
১০৮৯) “পিংক সিটি”নামে পরিচিত ভারতের কোন প্রদেশ?
__জয়পুর।
১০৯০) ভারতের কোন প্রদেশ “রোম”নামে পরিচিত?
__দিল্লি।
১০৯১) প্রশান্ত মহাসাগরের গভীরতম খাতের নাম কী?
__মারিয়ানা খাত।
১০৯২)”Full” এর Verb কী?
__Fill (পরিপূর্ণ করা)
১০৯৩) নিশীত সূর্যের দেশ বলা হয় কোন দেশকে?
__নরওয়েকে।
১০৯৪)বাংলাদেশের কোন জেলা তুলা চাষের জন্য বিখ্যাত?
__যশোর। @[370988459987536:]
১০৯৫) Black sheep”phrase?
__wicked man.
১০৯৬) ফরায়েজী আন্দোলকে কোন নেতা রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন?
__দুদু মিয়া।
১০৯৭) দুদু মিয়ার”আসল নাম কী?
__পীর মুহসীন উদ্দিন।
১০৯৮) দুদু মিয়াকে কোথায় সমাহিত করা হয়?
__ঢাকার বংশালে।
১০৯৯) ইতিহাস খ্যাত’ট্রয় নগরী’কোথায় অবস্থিত?
__তুরস্কে।
১১০০) পূর্ব ইউরোপে দেশ কতটি?
__১৩টি।

Note by: রমজান
(ভুল লক্ষ্য করলে রেফারেন্স উল্লেখ করে কমেন্ট করুন)

Download