যা পড়েছেন তাই হবে। আর নতুন কিছু পড়ার দরকার নাই। ধরে নিন এবারের জন্য এটাই আপনার প্রস্তুতি।
আজ পড়ার কোন আলোচনা হবে না। শুধু পরীক্ষা দেয়ার পদ্ধতি সম্পর্কে আলোচনা।
=============================
যদিও একেকজন একেকভাবে পরীক্ষা দিয়ে থাকে তারপরও আমি আমার পদ্ধতি টা শেয়ার করবো। যাদের ভালো লাগে তার ফলো করতে পারেন।
১. সবার আগে যেটা মনে রাখবেন পরীক্ষা যেমন ই হোক মাথা ঠান্ডা থাকা লাগবে।
২. পরীক্ষার হলে আপনার সিট টা আগে দেখে নিবেন । সিটের সুবিধা অসুবিধাগুলো দেখে নিবেন। পাশে কে বসেছে সেটা দেখার বিষয় নয়। যেই বসুক বেশি আলাপের প্রয়োজন নেই।
৩. ওএমআর টি প্রথমে দেখে নিন। সবগুলো বৃত্ত দেয়া আছে কিনা, ১-২০০ পর্যন্ত বৃত্তগুলো সবগুলো আছে কিনা।
৪. রেজিট্রেশন নম্বর ফিল ইন করার সময় সর্তক থাকবেন। তবে বেশি টেনশান করবেন না। তাহলে ই ভুল করবেন।
৫. এবার আসুন প্রশ্ন দাগানোর পদ্ধতি ।
>> প্রথমে প্রশ্ন দেখে নিন। সবকয়টা পেজ এসেছে কিনা। শিক্ষক যে সেট টি বলেছে, সেটি আপনার হাতে কিনা। সেট কোড মিলেছে কিনা।
প্রশ্ন হালকা দাগ দেয়া যাবে।
প্রথমে মনে রাখবেন , যদি আপনি বেশি দাগাতে না পারেন তবে কেউ ই পারছে না। তার মানে প্রশ্ন কঠিন হয়েছে।
………………আপনি যদি পারেন সবাই পারছে মানে প্রশ্ন সোজা হয়েছে। তাই সবার আগে জানা উচিত কয়টা আপনি নির্ভুল ভাবে পারছেন।
এর জন্য প্রথমে উত্তর করবেন বিজ্ঞান অথবা সাধারন জ্ঞাণ। যেটা তে আপনি ভালো সেটা প্রথমে এবং অন্যটা দ্বিতীয়তে।
কিভাবে উত্তর করবেন…..
প্রথমে প্রশ্নে দাগাবেন। উত্তর ওএমআরে তোলা লাগবে না।
যেটা সঠিক উত্তর সেটার পাশে ছোট্ট একটা পয়েন্ট দিন। যেন আপনি বুঝতে পারেন। আর যেটা পারছেন না সেটার প্রশ্নের নম্বরের পাশে ছোট্ট একটা দাগ দিন। বিজ্ঞাণ ও সাধারন জ্ঞাণ শেষ হবার পর বাংলা ও ইংরেজি শেষ করুন। তারপর সুশাসন। আর বাকি আছে গণিত । থাকুক। উত্তর করবেন পরে। এখন দেখুন কতো সময় গেছে । যাই গেছে যাক। এবার উত্তর ওএমআরে তোলার পালা । খেয়াল করুন ক খ গ ঘ এর সিরিয়াল কী আছে
সবগুলো উত্তর ও এম আরে তুলে ফেলুন। ২/১ টা ভুল হবে । তবে সিরিয়াল যাতে ব্রেক না হয় । এবার গণিত উত্তর করুন। যা পারছেন তাই করবেন। এক প্রশ্ন দুবার ট্রাই করবেন না।
এবার গুনে নিন কয়টি পেরেছেন। প্রশ্ন থেকে গুনবেন। যেগুলোর পাশে ছোট্ট দাগ দেয়া আছে সেগুলো উত্তর করেননি। আপনি বুঝতে পারবেন কয়টা আরো দাগানো লাগবে। তবে মোটামুটি সিউর হয়ে ১৫০-১৬০ উত্তর করাই শ্রেয়।
যাই উত্তর হোক না কেন , আর বেশি অনুমানে দাগাবেন না। দুটা শুদ্ধ হওয়া আর একটা ভুল হওয়া একই কথা।
নতুন করে যাই দাগাবেন উত্তর গুলো তুলে ফেলুন।
এবার আশে পাশে যদি হেল্প করার মতো কেউ থাকে তাহলে কথা বলতে পারেন । না হয় দরকার নাই । তবে কেউ যদি আপনার কাছে কিছু জানতে চায় বলে দিবেন।
ভালো থাকবেন।
—————————————————
মান্না দে
এএসপি
বাংলাদেশ পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *