১৩ জুন, ২০২০
নতুন মানচিত্র পাশ, ভারতের সাথে বিতর্কিত এলাকা দখল নেপালের
তিনটি নতুন এলাকা অর্ন্তভূক্ত করে নেপালের মানচিত্রে পরিবর্তন আনতে সংবিধান সংশোধনের বিলে অনুমতি দিয়েছে দেশটির পার্লামেন্ট।
ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, আঞ্চলিক পরিধি বাড়ানোর এই ধরনের দাবি গ্রহণ করবে না ভারত। এ বিষয়ে ভারতের অবস্থান ভালোভাবেই জানে নেপাল।
Source: indiatimes, Daily Star, চ্যানেল আই, ইনকিলাব, যুগান্তর, আমাদের সময়