চলে গেলেন কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর- ৬ জুলাই ২০২০

*রাজশাহীর একটি হাসপাতালে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Source: Independent TV, যুগান্তর
Daily Star-  https://www.thedailystar.net/country/news/singer-andrew-kishore-no-more-1926017

জন্মঃ-৪ নভেম্বর ১৯৫৫
মৃত্যুঃ- ৬ জুলাই ২০২০

১৯৭৭ সালে এন্ড্রু কিশোর আলম খানের সুরে ‘মেইল ট্রেন’ চলচ্চিত্রে ‘অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ’ গানের মধ্য দিয়ে চলচ্চিত্রে প্লেব্যাক যাত্রা শুরু করেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে-

  • ‘জীবনের গল্প আছে বাকি অল্প’,
  • ‘হায়রে মানুষ রঙিন ফানুস’,
  • ‘ডাক দিয়াছেন দয়াল আমারে , রইবো না আর বেশিদিন তোদের মাঝারে————’,
  • ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’,
  • ‘আমার বুকের মধ্যেখানে’,
  • ‘আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান’,
  • ‘ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা’,
  • ‘সবাই তো ভালোবাসা চায়’,
  • ‘পড়ে না চোখের পলক’,
  • ‘পদ্মপাতার পানি’,
  • ‘ওগো বিদেশিনী’,
  • ‘তুমি মোর জীবনের ভাবনা’,
  • ‘আমি চিরকাল প্রেমের কাঙ্গাল’ প্রভৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *