
৪৩তম বিসিএস এর লিখিত পরীক্ষার প্রশ্ন পত্র- ২০২২ (বিষয়: সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি)
পরীক্ষার তারিখঃ ২৮ জুলাই ২০২২
* 29/12/2017 তারিখে 38 তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা হবে।
.
* পরীক্ষা হবে 2 ঘণ্টা। সকাল 10 টা থেকে দুপুর 12 টা।
.
* কেন্দ্র ইতোমধ্যেই নোটিশ মারফত জানানো হয়েছে।
তবে অনেকে 37 তম প্রিলিমিনারি পরীক্ষার নোটিশ দেখেছেন যেটা কিছু মানুষ না বুঝে বা ইচ্ছাকৃত ভাবে ছড়িয়ে দিয়েছে।
আমি ব্যক্তিগত ভাবে বেশ কয়েকজন কে এমন বিভ্রান্তির শিকার হতে দেখেছি।
তাই পরীক্ষার হলে যাওয়ার আগে নিশ্চিত হয়ে যান আপনার কেন্দ্র কোথায়।
.
* প্রথম প্রিলি পরীক্ষা যাদের তারা একটু বেশি স্নায়ু চাপে ভুগবেন এটা স্বাভাবিক। কিছু সেটা যেন আপনার সমস্যার কারণ না হয়ে দাঁড়ায়।
তাই পরীক্ষার সেন্টারে 8.30 এর ভেতরে পৌঁছে যাবেন।কোন ভাবেই দেরি করে বাসা থেকে বের হবেন না। তাহলে পরীক্ষা শুরুর আগেই টেনশনে পড়ে যেতে পারেন। তাই হাতে পর্যাপ্ত সময় নিয়ে যান। দরকার হলে কেন্দ্রের সামনে গিয়ে অপেক্ষা করুন।
.
* নিজের রেজিস্ট্রেশন নাম্বারটা বাড়িতে বেশ কয়েকবার খাতায় লিখুন এবং পারলে মুখস্ত করে ফেলুন।
.
* পরীক্ষার হলে ভুল করেও ঘড়ি,ক্যালকুলেটর নিয়ে যাবেন না। সামনের কয়দিন দরকার হলে ঘড়ি দেখাই বন্ধ করে দিন।
অনেকে লুকিয়ে ঘড়ি নিয়ে যান। কিন্তু বিসিএস পরীক্ষায় যদি আপনি এই সব করতে গিয়ে ধরা পড়েন তাহলে ভবিষ্যতে পিএসসির অধীনে কোন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তাই সাধু সাবধান!!!
পরীক্ষার হলে পর্যাপ্ত ঘড়ি থাকবে। এখন আপনার চোখে হ্রস্ব দৃষ্টি ত্রুটি থাকলে চশমা নিয়ে নিন দ্রুতই না হলে পরীক্ষা হলে সময় জিজ্ঞেস করতে করতেই সময় যাবে!
.
*পরীক্ষা চলাকালীন কেউ বাইরে যেতে পারবেন না। তাই সবকাজ শেষে রুমে প্রবেশ করবেন।
.
*ইংরেজি মাধ্যমে যে সকল ভাই বোন পরীক্ষা দিবেন তাদের কেন্দ্র নির্দিষ্ট।
.
সামনের দিনগুলো মন দিয়ে পড়ুন এবং চোখ কান খোলা রাখুন। ঈশ্বর আপনাদের সকলের সহায় হোন।
.
সজীব কুন্ডু
36 তম বিসিএস সাধারণ শিক্ষা
(সুপারিশ প্রাপ্ত)
পরীক্ষার তারিখঃ ২৮ জুলাই ২০২২
পরীক্ষার তারিখঃ ২৭ জুলাই ২০২২ ডাউনলোড PDF
পরীক্ষার তারিখঃ ৩১ জুলাই ২০২২
পরীক্ষার তারিখঃ ২৭ জুলাই ২০২২ Download
Submit a Comment