আজকের সাধারণ জ্ঞান
বাংলাদেশ বিষয়াবলী

০১. ২০১৮-১৯ অর্থবছরে দেশে সমুদ্রপথে পণ্য পরিবহণ বাবদ কত আয় হয়েছে?
উত্তরঃ ৩০ কোটি ৫৭ লাখ ডলার।
## সমুদ্রপথে দেশে বছরে পণ্য আমদানি হয় – প্রায় ১০ কোটি টন।

০২. কক্সবাজারের উখিয়া ও টেকনাফের কতটি আশ্রয়শিবিরে রোহিঙ্গারা বাস করছেন?
উত্তরঃ ৩৪টি।

০৩. দেশে কাঁঠালের সবচেয়ে বড় পাইকারি বাজার কোথায় অবস্থিত?
উত্তরঃ জৈনাবাজার, শ্রীপুর, গাজীপুর।

০৪. Reporters Without Borders (RSF) এর ২০২০ সালের সূচক অনুযায়ী মুক্ত সাংবাদিকতায় বিশ্বে বাংলাদেশের বর্তমান অবস্থান কত তম?
উত্তরঃ ১৫১ তম (১৮০টি দেশের মধ্যে)।
## দক্ষিণ এশিয়ায় শীর্ষে – ভুটান (৬৭তম); তলানিতে বাংলাদেশ।

০৫. বাংলাদেশে বর্তমানে কতটি নিবন্ধিত সমুদ্রগামী জাহাজ রয়েছে?
উত্তরঃ ৬৪টি।
## সরকারি খাতের প্রথম জাহাজ – এমভি বাংলার দূত (প্রথম পরিবহণ – জুন, ১৯৭২)।
## বেসরকারি খাতের প্রথম জাহাজ – এমভি আল সালমা (প্রথম পরিবহণ – ১৯৭৮)।

০৬. টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত?
উত্তরঃ সুনামগঞ্জ।

আন্তর্জাতিক বিষয়াবলী

০১. সাম্প্রতিক মার্কিন-চীন উত্তেজনায় যুক্তরাষ্ট্র চীনের কোন কনস্যুলেট বন্ধ করে দেয়?
উত্তরঃ চীনের হিউস্টন কনস্যুলেট।
## এর পাল্টা হিসেবে চীন বন্ধ করে – যুক্তরাষ্ট্রের চেংদু কনস্যুলেট।
#জেনে_নিন
কনস‍্যুলেট (Consulate): শব্দের অর্থ ‘বাণিজ্যদূতাবাস’। বাণিজ্যদূত বা রাষ্ট্র প্রতিনিধির অফিসকে কনস‍্যুলেট বা বাণিজ‍্যদূতাবাস বলে। বাণিজ্যদূত (Consul): কোনো দেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধির উদ্দেশ্যে প্রেরিত দূতকে বাণিজ্যদূত বা রাষ্ট্র প্রতিনিধি বলে।
www. prebd. com
০২. থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ প্রাউত চান-ওচা।
## সম্প্রতি দেশটিতে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ চলছে।

০৩. ‘কিউরাসাও’ দ্বীপের মালিকানা কোন দেশের?
উত্তরঃ নেদারল্যান্ডস।
## দ্বীপের অবস্থান – ক্যারিবীয় সাগর।
## এই দ্বীপের উপকূলে সাগরতলের গবেষণাগার গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।

০৪. সম্প্রতি কবে তুরস্কের ঐতিহ্যবাহী ‘হায়া সোফিয়া’ স্থাপত্যকে মসজিদ হিসেবে ব্যবহারের ঘোষণা দেওয়া হয়?
উত্তরঃ ১০ জুলাই, ২০২০.
## মসজিদ হিসেবে ব্যবহারের ঘোষণা দেওয়ার পর গত ২৪ জুলাই প্রথমবারের মতো সেখানে নামাজ আদায় করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি

০১. ভারত-চীন সাম্প্রতিক উত্তেজনায় ভারতে চীনের কতটি অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে?
উত্তরঃ ৫৯টি।
## ভারতীয় সেনাবাহিনীর জন্য নিষিদ্ধ – ৮৯টি।

০২. কোনও বস্তুর একক আয়তনের ভরকে কী বলে?
উত্তরঃ ঘনত্ব।

০৩. প্রাণীদেহে অধিক পরিশ্রমের সময় শক্তি সরবরাহ করে কে?
উত্তরঃ গ্লাইকোজেন।

খেলাধুলা

০১. ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টেস্ট সিরিজের নাম কী?
উত্তরঃ উইজডেন ট্রফি (১৯৬৩ সালে এই নামকরণ করা হয়)।
## এই ট্রফির পরবর্তী নাম হবে – রিচার্ডস-বোথাম ট্রফি।

০২. মাইকেল জনসন কোন দেশের কিংবদন্তী অ্যাথলেট?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।

০৩. ভারতের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ‘Indian Premier League (IPL)’ এর ১৩তম আসর কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ১৯ সেপ্টেম্বর – ৮ নভেম্বর, ২০২০; আয়োজিত হবে – সংযুক্ত আরব আমিরাতে।

সেরা উক্তি
“জীবন একটি কঠিন খেলা। ব্যক্তি হিসেবে মৌলিক অধিকার ধরে রাখার মাধ্যমেই শুধুমাত্র তুমি সেখানে জয়ী হতে পারবে।”
– এ পি জে আব্দুল কালাম।

সংগ্রহেঃ Smd Kabir Hossain.fb. com/smdkhossain