পদের নামঃ অফিস সহায়ক
বাংলা
০১। সন্ধি বিচ্ছেদ: – ৫
ক. নাবিক
খ. উদ্যোগ
গ. নায়ক
ঘ. গবেষণা
ঙ. পবিত্র
০২। এক কথায় প্রকাশ: – ৫
ক. ফল পাকিলে যে গাছ মরিয়া যায়
খ. কোথাও উঁচু কোথাও নিচু
গ. উপকারীর অপকার করেন যিনি
ঘ. যার উপস্থিত বুদ্ধি আছে
ঙ. যা বারবার দুলছে
০৩। অফিস সহায়ক এর কাজসমূহ কি? -৫
English
০৪। Translate into English: – ৫
(a) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা।
(b) তিন ঘন্টা যাবৎ বৃষ্টি হইতেছে।
(c) তোমার সকালে উঠা উচিত।
(d) আমার একটি ছাতার প্রয়োজন।
(e) ২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস।
০৫। Complete the sentences with the right form of verbs: – ৫
(a) A good boy (prepare) his lessons regularly.
(b) He (come) home yesterday.
(c) She (sing) a song now.
(d) He (leave) home last night.
(e) She has (do) the work.
০৬। Write the full/ extended form of the following: -৫
(a) ICT -Information and Communications Technology
(b) CIRDAP- Centre on Integrated Rural Development for Asia and the Pacific
(c) IEDCR- Institute of Epidemiology, Disease Control and Research
(d) GPA-Grade Point Average
(e) SDG- Sustainable Development Goals
গণিত
০৭। a+b+c=15 এবং a²+b²+ c²=83 হলে, ab+bc+ac এর মান কত?- ৪
০৮। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর। ৭ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল ৫ঃ২ । ৫ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে?- ৪
০৯। (ক) ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? – ২
(খ) বৃত্তের দৈর্ঘ্যকে কি বলা হয়?
