বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবচেয়ে বড় ভাস্কর্যটি তৈরি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। যার নাম রাখা হয়েছে ‘বজ্রকণ্ঠ’।

জুগান্তর- ৩০ জুলাই ২০২০

  •  চট্টগ্রাম মহানগরীর হালিশহর বড়পোল মোড়ে নির্মিত হয়েছে ‘বজ্রকণ্ঠ’ ভাস্কর্য।
  • ‘বজ্রকণ্ঠ’ ভাস্কর্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিরচেনা ঐতিহাসিক ভাষণের অভিব্যক্তিকে ফুটিয়ে তোলা হয়েছে।
  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের তৎকালীন পরিচালক শিল্পী শায়লা শারমিন এবং নাট্যব্যক্তিত্ব আহমেদ ইকবাল হায়দারের তত্ত্বাবধানে এই ভাস্কর্যটি নির্মাণ করা হয়।
  • ভাস্কর্যের নকশা (মডেল) প্রণয়ন থেকে শুরু করে মূল ভাস্কর্য নির্মাণের সার্বিক কার্যক্রম সম্পাদনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ভাস্কর মোহাম্মদ আতিকুল ইসলাম
  • এর উচ্চতা সাড়ে ২২ ফুট, বেজসহ (বেদি) পুরো ভাস্কর্যের উচ্চতা ২৬ ফুট।
  • সাদা সিমেন্টের (আরসিসি) ঢালাইয়ের মাধ্যমে ভাস্কর্যটি স্থায়ী রূপপ্রাপ্ত হয়, যার ওজন প্রায় ৩০ টন।
  • এর আগে প্রায় ৪ মাস মাটি (মডেলিং ক্লে) দিয়ে মূল ভাস্কর্যের আদলটি তৈরি করা হয়েছিল।
  • ‘বজ্রকণ্ঠ’ ভাস্কর্যটি নির্মাণ ও স্থাপন কাজে চসিকের ব্যয় হয়েছে ৮৭ লাখ ৭০ হাজার টাকা।

If you like the post, share it and give others a chance to read it.

Farhad Hossain

This author may not interested to share anything with others on this site.

No Thumbnail
No Thumbnail
No Thumbnail

Like us on Facebook

Twitter Feed

Recent Comments

No comments to show.