আমি যেভাবে আইইএলটিএসে (IELTS) ৯/৯ পেলাম- যারা IELTS এর প্রস্তুতি নিতে চান তারা পড়তে পারেন Leave a Comment / By Farhad Hossain / March 5, 2023 স্পিকিং, লিসেনিং, রাইটিং ও রিডিং—এই চার অংশ মিলিয়ে ৯-এর মধ্যে ৭.৫ পেলেই অধিকাংশ শিক্ষার্থী সন্তুষ্ট হন। সেখানে কাজী মুস্তাবীন নূর পেয়েছেন ৯–এ ৯! কীভাবে? সেটাই লিখেছেন তিনি।