সলিড ইনফরমেশনের একটি বড় উৎস।এছাড়া নোট প্রস্তুতির ক্ষেত্রেও এটা অনেক কাজে দিবে।
১.প্রথমত চিন্তা করে বের করুন,রিসেন্ট গুরুত্বপূর্ণ ঘটনাবলী এবং ফিক্সড বিষয়গুলি যেখান থেকে সাধারণত প্রশ্ন আসে।
২.আপনার বাছাইকৃত টপিকস বিষয়ক কোন নিউজ পেলে কেটে রাখুন।
৩.পরবর্তীতে একই টপিকের কোন নিউজ পেলে পুনরায় নিউজের অংশটুকু কেটে আগের কাটিং এর সাথে রেখে দিন।
৪.এইভাবে টপিকস অনুসারে নিউজগুলো আলাদা আলাদা করে রাখুন।
৫.পেপার কাটিংগুলো টপিকস অনুসারে স্ট্যাপিং করে,ফাইলে বা নোট খাতায় পিন-আপ করে রাখতে পারেন।
৬.এছাড়া নোট খাতা তৈরির ক্ষেত্রেও পত্রিকার গুরুত্বপূর্ণ অংশ থেকে তথ্য টপিকস অনুসারে নোট খাতায় তুলে রাখতে পারেন।
৭.যেকোন তথ্য রাখার ক্ষেত্রে বা পেপার কাটিং এ অবশ্যই পত্রিকার নাম,প্রকাশের তারিখ লিখে রাখবেন।
৮.এছাড়া পত্রিকায় প্রকাশিত গ্রাফ,চার্ট বা বিখ্যাত ব্যাক্তিত্বের উক্তি নোট খাতায় তুলে রাখবেন।
৯.একটি বাংলা পত্রিকা এবং একটি ইংরেজি পত্রিকা ফলো করার চেষ্টা করবেন।
১০.রিটেনের আগে পর্যন্ত রিটেনের আসার মতো নিউজগুলোকেই শুধু গুরুত্ব দিন।অপ্রয়োজনীয় বিষয়গুলোকে স্কিপ করুন।
শুভকামনা রইলো।
———————————————
মাহমুদ হাসান হৃদয়
সহকারী পরিচালক,বাংলাদেশ ব্যাংক
৩৬ তম বিসিএস-প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত