English Grammar

*Noun চেনার সব চাইতে সহজ উপায় বলতে গেলে অর্থ জানাকেই বুঝি। তবে যেহেতু আমরা সব অর্থ জানিনা তখন আমাদের কে প্রচলিত কিছু টেকনিক অবলম্বন করতে হয়।

শুরুতেই আসি একটি Sentence এ Noun চেনার উপায়। উল্লেখ্য এই টেকনিকের সাহায্যে Noun এর পাশাপাশি আমরা Adjective ও Adverb ও সহজেই নির্ণয় করতে পারব, ইনশাআল্লাহ।

*এক্ষেত্রে একটি প্রচলিত টেকনিক হল।
PAD:
P=preposition
A=Article /Adjective
D=Determiner

* Determiner *

A,an,the,any,many,much,few,fewer,little,less,all,another,
each,every,either,no,neither,
this, that,these,those,my,our,your,his,her,their,his,a lot of, lots of, an amount of, etc.

উপরের এই preposition, article/adjective ও determiner এর সাহায্যে আমরা Noun কে খুব সহজে নির্ণয় করতে পারব। কাজেই উপরের বিষয় গুলি মনে রাখার চেষ্টা করবেন। এবার আসি মূল টেকনিক এর সাহায্য কিভাবে নেওয়া যায়।

1: PAD+Noun
2: PAD+Adjective+Noun
3: PAD+Adverb+Adjective+Noun

উপরের টেকনিকে খেয়াল করুন PAD মানে কি মনে আছেতো? P মানে preposition
Aমানে article /adjective এবং D মানে determiner. এইখানে PAD দ্বারা আমরা ৪টি শব্দ পেলাম। যার কোন একটি sentence এ থাকলে তার মাধ্যমে আমরা Noun / Adjective /Adverb চিনতে পারব।

এবার আসি ১ নং টেকনিকের সাহায্যে কিভাবে noun চিনব।
টেকনিক 1:PAD+Noun
অর্থাৎ PAD +১টি শব্দ

Example দিয়ে বুঝার চেষ্টা করি।
*But me no buts. (আমার কাছে কিন্তু কিন্তু করিওনা।)
পরীক্ষায় ধরেন buts এর নিচে underline করে বলা হল but শব্দটা কি?
এখন আসেন আমাদের টেকনিক খেয়াল করি।

PAD এর কোন একটি কে কি আমরা উক্ত buts এর পূর্বে পাই কিনা? খেয়াল করুন No শব্দটি একটি D=determiner অর্থাৎ PAD এর মাধ্যেমে বুঝানো ৪টি শব্দের একটি হচ্চে Determiner যা আমরা পাই buts এর পূর্বে কাজেই সূত্র মতে buts হচ্ছে Noun.আশা করি বুঝেছেন। এর থেকে আমরা বুঝলাম PAD এর যেকোন একটি থাকলে তার পরে যদি একটি শব্দ থাকে তাহলে শব্দটি Noun

টেকনিক 2:PAD+Adjective+Noun

অর্থাৎ PAD+2টি শব্দ। যার প্রথমটি হবে Adjective দ্বিতীয়টি হবে Noun.

Example: 1.Life is but a walking Shadow.

2: He lives in Dhaka city.

ধরেন উপরের মত উদাহরণ দিয়ে walking এর নিচে underline করে দেওয়া হল। জানতে চাইলো walking এখানে কি?

খেয়াল করুন PAD এর কোন একটি শব্দটা walking এর পূর্বে পাওয়া যায় কিনা। walking এর পূর্বে আমরা পাই ‘a’ যা article. অর্থাৎ আমাদের PAD এর একটি শব্দ তাহলে টেকনিক অনুযায়ী PAD এর পরের ১ম শব্দ adjective+ ২য় শব্দ Noun. তাহলে যা পেলাম তা হল walking একটি adjective এবং Shadow হল Noun.

আবার ২নং উদাহরণ এর ক্ষেত্রে Dhaka এর নিচে Underline করে দেওয়া হল। আমরা অনেকেই এখন এটাকে Noun ভাবছি, ঠিক বললাম? যদি ভেবে থাকেন আপনি ভুল ভেবেছেন। Dhaka যদিও Noun কিন্তু এই sentence এ Dhaka হচ্ছে Adjective. দেখুন PAD এর একটি শব্দ P=Preposition. এখানে In একটি preposition অর্থাৎ PAD এর একটি শব্দ আমরা পেলাম। এখন টেকনিক অনুযায়ী PAD এর পরে যেহেতু ২টি শব্দ আছে কাজেই ১ম টি adjective. 2য় টি Noun. কাজেই Dhaka এখানে Adjective ও city হচ্ছে Noun.

টেকনিক 3: PAD+Adverb+Adjective+Noun

অর্থাৎ :PAD+৩টি শব্দ।

মানে দাঁড়ালো PAD এর যেকোনো একটি শব্দের পরে ৩টি শব্দ থাকলে ১ম টি Adverb,২য় টি Adjective এবং ৩য় টি Noun

Example : He is a very good boy.

মনে করেন এই বাক্যে very এর নিচে underline করে দেওয়া আছে। আপনাকে parts of speech নির্ণয় করতে বলা হল।

তাহলে দেখুন very এর পূর্ব a একটি artice.যা আমাদের PAD এর একটি শব্দ। এবার দেখুন PAD এর পরে কয়টি শব্দ আছে? ৩টি। তাহলে ১ম টি very হল adverb+ ২য় টি good হল adjective + ৩য় টি boy হল Noun.

আমাদের মূল টেকনিক এর জন্য এই ৩টি কে ঠিক করলাম।যা আমাদের sentence structure এর ধারনাও দিবে।

এবার sentence এ Noun কোথায় কোথায় বসে। এবং অবস্থান দেখে Noun চেনার উপায়।

1.Subject ও object এর যায়গায়।

example : Nilima eats rice.

2. Article এর পরে একটিমাত্র শব্দ থাকলে।

example : I walked for an hour.

3. Possessive এর পরে একটিমাত্র শব্দ থাকলে।

example : He is my brother.

4. Preposition এর পর একটি মাত্র শব্দ থাকলে।

example: I live in Dhaka.

5. Article……. preposition এর মাঝখানে একটি মাত্র শব্দ থাকলে।

example : It is the talk of the town.

*Suffix যোগে Noun,Adjective, verb, Adverb চেনার উপায় ৪ পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ।

এবার পরীক্ষা নেওয়ার পালা, কি বুঝলেন এতক্ষণে। নিচের ২টি sentence থেকে underline করা শব্দ গুলি কোন parts of speech তা comments এ লিখে জানান।

1. It is your go.
——-

2. I walked for long time.
——–
Courtesy: ChaiaManob- fb/chaia.manob.526