বাংলাদেশ বিষয়াবলী
০১. সম্প্রতি বাংলাদেশ সরকার কোন দুই দেশের সঙ্গে দ্বৈত করারোপ পরিহার ও রাজস্ব ফাঁকি রোধে চুক্তি করবে?
উত্তরঃ মালদ্বীপ ও চেক প্রজাতন্ত্র।
## বর্তমানে বিশ্বের ৩০-৩৫টি দেশের সঙ্গে বাংলাদেশের এরকম চুক্তি আছে।

০২. ‘আমি কোনো আগন্তুক নই’ কবিতাটি কে লিখেছেন?
উত্তরঃ আহসান হাবীব।

০৩. ‘আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’ – কথাটি কে বলেছেন?
উত্তরঃ ড. মুহম্মদ শহিদুল্লাহ্।

০৪. বিদ্যুৎ সংযোগ পেতে বেশি দিন লাগার ক্ষেত্রে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ২৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তরঃ ২৮তম।
## পানি সুবিধার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান – ২৯তম (সবার শেষে)।
## সড়কের মানের দিক থেকে বাংলাদেশের অবস্থান – ১৭তম।

০৫. কত সালে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপক্ষীয় ট্রানজিট ও প্রটোকল চুক্তি হয়?
উত্তরঃ ১৯৭৬ সালে।
## ঐ চুক্তির আলোকে সম্প্রতি নেপাল বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের রোহনপুর দিয়ে ভারতের মধ্য দিয়ে ট্রেন যোগে পণ্য পরিবহণ করবে।

০৬. ‘পতেঙ্গা সমুদ্র সৈকত’ কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ চট্টগ্রাম।
## রাতারগুল বন – গোয়াইনঘাট, সিলেট।
## আলুটিলা পর্যটন কেন্দ্র – মাটিরাঙ্গা, খাগড়াছড়ি।
## দুর্গাসাগর দিঘি – বরিশাল।

আন্তর্জাতিক বিষয়াবলী
০১. বৈরুত বিস্ফোরণের জেরে সদ্য পদত্যাগ করা লেবাননের প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ হাসান দিয়াব।
## এই বছরের গত জানুয়ারিতে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরিও পদত্যাগ করেন।

০২. কাকে হংকংয়ের মিডিয়া মোগল বলা হয়?
উত্তরঃ জিমি লাই।
## বিদেশি শক্তির সাথে আঁতাতের অভিযোগে সম্প্রতি তাঁকে গ্রেফতার করা হয়।

০৩. বেলারুশের রাজধানীর নাম কী?
উত্তরঃ মিনস্ক।
## সম্প্রতি দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে বিরোধী দলের নেতা-কর্মীরা মিনস্কে বিক্ষোভ করেন এবং এই বিক্ষোভ ঠেকাতে গিয়ে পুলিশ এবং নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
www. prebd. com
০৪. ‘বেলুচিস্তান’ কোন দেশের প্রদেশ?
উত্তরঃ পাকিস্তান।
## সম্প্রতি এই প্রদেশের চামন শহরে মোটরসাইকেলে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন।

০৫. কোন দেশে যৌক্তিক কারণ ছাড়া ভোট দানে ব্যর্থ হলে জরিমানার ব্যবস্থা করা হয়?
উত্তরঃ বেলজিয়াম।

০৬. সম্প্রতি কোন দেশকে ‘নব্য রাশিয়া’ বলা হচ্ছে?
উত্তরঃ তুরস্ক।

বিজ্ঞান ও প্রযুক্তি
০১. কোনও পরমাণুর নিউক্লিয়াসে কী থাকে?
উত্তরঃ নিউট্রন ও প্রোটন।

০২. মৌলের ভর সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়?
উত্তরঃ A.

খেলাধুলা
০১. অনলাইন আন্তর্জাতিক তায়কোয়ান্দো ‘The Heroes Taekwondo Virtual International Championships 2020’ কোন দেশ থেকে পরিচালিত হয়?
উত্তরঃ থাইল্যান্ড।
## এই টুর্নামেন্টে পঞ্চম হয়েছেন বাংলাদেশি খেলোয়াড় নুরুদ্দিন হুসাইন।

০২. ইয়ান রাশ কোন ফুটবল ক্লাবের কিংবদন্তি খেলোয়াড়?
উত্তরঃ লিভারপুল, ইংল্যান্ড।

সেরা উক্তি
“স্বপ্ন দেখ চিরদিন বেঁচে থাকার; আর প্রতিটি দিন এমন ভাবে বাঁচো, যেন কালই মারা যাবে।”
– জেমস ডিন।