বাংলাদেশ বিষয়াবলী
০১. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম বই ‘অসমাপ্ত আত্মজীবনী’ কবে প্রকাশিত হয়?
উত্তরঃ ২০১২ সালে।
## ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে কারারুদ্ধ থাকার কালে তিনি এই লেখা লিখেছেন।
## দ্বিতীয় বই – কারাগারের রোজনামচা (২০১৭ সালে); তৃতীয় বই – আমার দেখা নয়াচীন (২০২০ সালে)।

০২. বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার কে?
উত্তরঃ বিক্রম দোরাইস্বামী।
## তিনি হবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের ১৭তম হাইকমিশনার।
## এর আগের হাইকমিশনারের মধ্যে একমাত্র ১৬তম হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস তাঁর মেয়াদ পূর্ণ না করেই ভারতে ফিরছেন।

০৩. দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোন সাবেক প্রধান বিচারপতিকে বিচারের আওতায় আনা হচ্ছে?
উত্তরঃ এস কে সিনহা।
## ২০২০ সালের ১৮ আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে।
## তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পান – ১৭ জানুয়ারি, ২০১৫.
## পদত্যাগ করেন – ১০ নভেম্বর, ২০১৭.

০৪. দেশের বর্তমান ‘পদ্মা ব্যাংক’ এর পুরাতন নাম কী ছিল?
উত্তরঃ ফারমার্স ব্যাংক।

০৫. বাংলাদেশের অন্যতম সংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৬১ সালে।

০৬. ১৯৪৭-৭১ সাল পর্যন্ত কেন্দ্রীয় মন্ত্রীদের ২১১ জনের মধ্যে বাঙালি ছিলেন কত জন?
উত্তরঃ ৯৫ জন।

০৭. চলতি ২০২০-২১ অর্থবছরে এডিপির মোট আকার কত?
উত্তরঃ ২ লাখ ১৪ হাজার ৬১১ কোটি টাকা।
## এডিপিতে প্রকল্প রয়েছে – ১ হাজার ৭১৫টি।

০৮. বাংলাদেশে এবছরের চলমান বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোন জেলায়?
উত্তরঃ সুনামগঞ্জ জেলা।
## বন্যায় সারা দেশে মোট ক্ষতির পরিমাণ – ৭৮৫ কোটি টাকা।

আন্তর্জাতিক বিষয়াবলী
০১. ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি কবে সম্পাদিত হয়?
উত্তরঃ ১৩ আগস্ট, ২০২০.
## ফিলিস্তিনের আর কোনও ভূমি দখলে না নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ইসরায়েল এই চুক্তি সম্পাদন করে।
## চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ – যুক্তরাষ্ট্র (ডোনাল্ড ট্রাম্প)।
## এই চুক্তি সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে ইসরায়েলের তিনটি শান্তি চুক্তি সম্পাদিত হলো; প্রথম চুক্তি মিসরের সাথে আর দ্বিতীয় চুক্তি হয় জর্ডানের সাথে।
www. prebd. com
০২. যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী কবে আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করে?
উত্তরঃ ২ মে, ২০১১.
## হত্যার স্থান – অ্যাবোটাবাদ, পাকিস্তান।

০৩. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) এর প্রকাশিত ‘World Trade Statistical Review 2020’ অনুসারে বিশ্বে পোশাক রপ্তানিতে দ্বিতীয় শীর্ষ কোনটি?
উত্তরঃ ইউরোপীয় ইউনিয়ন।
## শীর্ষে – চীন; একক দেশ হিসেবে দ্বিতীয় শীর্ষ – বাংলাদেশ।

বিজ্ঞান ও প্রযুক্তি
০১. মাইক্রো ভ্লগিং ‘লাইকলি’ কোন দেশ ভিত্তিক অ্যাপ?
উত্তরঃ সিঙ্গাপুর।
## মালিকানা প্রতিষ্ঠান – বিগো টেকনোলোজি।
## বিগো টেকনোলোজি এর মালিকানা প্রতিষ্ঠান – জয়, চীন।

০২. শেয়ার মার্কেটে কোন শ্রেণির শেয়ারকে ‘জাঙ্ক শেয়ার’ বলা হয়?
উত্তরঃ জেড শ্রেণির শেয়ারকে।
## জেড শ্রেণির কোম্পানি – শেয়ারবাজার তালিকাভুক্তির পর যেসব কোম্পানি শেয়ারধারীদের নিয়মিত লভ্যাংশ দেয় না, এজিএম করে না তাদেরকে জেড শ্রেণিভুক্ত করা হয়।
## বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জে বর্তমানে ৫৩টি জাঙ্ক শ্রেণির কোম্পানি রয়েছে।

খেলাধুলা
০১. বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ কে?
উত্তরঃ রাসেল ডোমিঙ্গো, দক্ষিণ আফ্রিকা।

সেরা উক্তি
“সাফল্য ঘটে না। তাকে ঘটাতে হয়।”
– ক্রিস গ্রসার (আমেরিকান সফল উদ্যোক্তা)।