“যেখানে ঘুমিয়ে আছো, শুয়ে থাকো
বাঙালির মহান জনক
তোমার সৌরভ দাও, দাও শুধু প্রিয়কণ্ঠ
শৌর্য আর অমিত সাহস
টুঙ্গিপাড়া গ্রাম থেকে আমাদের গ্রামগুলো
তোমার সাহস নেবে।
নেবে ফের বিপ্লবের দুরন্ত প্রেরণা।”
– ‘পনেরো আগস্ট’, সৈয়দ শামসুল হক।

বাংলাদেশ বিষয়াবলী
০১. ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের সময় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোথায় অবস্থান করছিলেন?
উত্তরঃ ব্রাসেলস, বেলজিয়াম।
## দেশে প্রত্যাবর্তন করেন – ১৭ মে, ১৯৮১.

০২. বঙ্গবন্ধু হত্যার বিচারের প্রথম রায় কবে কার্যকর করা হয়?
উত্তরঃ ২৮ জানুয়ারি, ২০১০. (২৭ জানুয়ারি দিবাগত গভীর রাতে)।
## সর্বশেষ রায় কার্যকর – ১১ এপ্রিল, ২০২০ (খুনি আবদুল মাজেদের ফাঁসি কার্যকর, গ্রেফতার – ৬ এপ্রিল, ২০২০)।
## মামলার প্রথম রায় হয় – ৮ নভেম্বর, ১৯৯৮.

০৩. ঢাকার রেসকোর্স ময়দানের নাম কবে সোহ্‌রাওয়ার্দী উদ্যান রাখা হয়?
উত্তরঃ ১৯৭২ সালে।
## তৎকালীন রেসকোর্স ময়দানে ঘোড়দৌড়ের মাধ্যমে জুয়া খেলা বন্ধ করে বঙ্গবন্ধু এই নামকরণ করেন।

০৪. ‘সেই দিন এই মাঠ’ কবিতাটি কে লিখেছেন?
উত্তরঃ জীবনানন্দ দাশ।
## ‘রূপসী বাংলা’ কাব্যগ্রন্থের কবিতা এটি।

০৫. দেশে প্রথম কবে কাজুবাদাম প্রক্রিয়াজাত কারখানা গড়ে ওঠে?
উত্তরঃ ২০১৬ সালে।
## দেশে কাজুবাদামের বাজার – ১০০ কোটি টাকার।

০৬. পণ্য আমদানিতে বর্তমান বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তরঃ ৪৮তম।
## গত ২০১৯ সালে বাংলাদেশ ৬ হাজার কোটি ডলারের পণ্য আমদানি করেছে।
## শীর্ষ আমদানিকারক দেশ – যুক্তরাষ্ট্র; দ্বিতীয় শীর্ষ – চীন।

০৭. ‘আমার দেখা মুজিব’ বইটি কার লেখা?
উত্তরঃ সুফিয়া কামাল।

আন্তর্জাতিক বিষয়াবলী
০১. বৈশ্বিক পণ্য রপ্তানি বানিজ্যে বর্তমান বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ চীন (পণ্য রপ্তানির পরিমাণ – ২ লাখ ৪৯ হাজার ৯০০ কোটি ডলার; বৈশ্বিক পণ্য রপ্তানি বানিজ্যের – ১৩.২%) ।
## দ্বিতীয় শীর্ষ – যুক্তরাষ্ট্র (পণ্য রপ্তানির পরিমাণ – ১ লাখ ৬৪ হাজার ৬০০ কোটি ডলার; বৈশ্বিক পণ্য রপ্তানি বানিজ্যের – ৮.৭%)।
## বিশ্ব বাণিজ্য সংস্থার মতে ২০১৯ সালে বিশ্বে পণ্য বাণিজ্য হয়েছে – ১৯ লাখ কোটি মার্কিন ডলার।

০২. ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ মাহমুদ আব্বাস।

০৩. যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী কত বছরের বেশি বয়সী যে কোনও নাগরিক প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে পারে?
উত্তরঃ ৩৫ বছর।
www. prebd. com
০৪. ‘নিউজউইক’ কোন দেশের সংবাদমাধ্যম?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।

০৫. ‘বিশ্ব মৌমাছি দিবস’ কবে পালিত হয়?
উত্তরঃ ১৫ আগস্ট।
## যুক্তরাষ্ট্রের United States Department of Agriculture (USDA) ২০০৯ সালে এই দিবসকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়।

০৬. কাজুবাদাম রপ্তানিতে বর্তমান বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ ভিয়েতনাম।

০৭. বস্ত্র আমদানিতে বর্তমান বিশ্বে শীর্ষ কোনটি?
উত্তরঃ ইউরোপীয় ইউনিয়ন।
## দ্বিতীয় – যুক্তরাষ্ট্র; তৃতীয় – ভিয়েতনাম।

০৮. বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি সোনা উত্তোলন করে কোন দেশ?
উত্তরঃ চীন।
## দ্বিতীয় শীর্ষ – অস্ট্রেলিয়া; তৃতীয় শীর্ষ – রাশিয়া।

বিজ্ঞান ও প্রযুক্তি
০১. দ্রব্যসামগ্রীর মূল্যস্তর বেড়ে যাওয়ার অবস্থাকে কী বলে?
উত্তরঃ মুদ্রাস্ফীতি।

খেলাধুলা
০১. পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ তুরস্ক।
## অনুষ্ঠিত হওয়ার সময় – ১০-১৯ সেপ্টেম্বর, ২০২১.

০২. দক্ষিণ আমেরিকার ফুটবল টুর্নামেন্ট ‘কোপা আমেরিকা ২০২১’ কবে শুরু হবে?
উত্তরঃ ১১ জুন, ২০২১.
## আয়োজক দেশ – আর্জেন্টিনা ও কলম্বিয়া।
## চতুর্থ বারের মতো একাধিক দেশে টুর্নামেন্টটি আয়োজিত হতে যাচ্ছে।

সেরা উক্তি
“মনে রেখো, আত্মসমালোচনা করতে না পারলে নিজকে চিনতে পারবা না। তারপর আত্মসংযম করো, আর আত্মশুদ্ধি করো। তাহলেই দেশের মঙ্গল করতে পারবা।”
– জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৮ জানুয়ারি, ১৯৭৪।