বাংলাদেশ বিষয়াবলী
০১. বাংলাদেশের আধুনিক চিত্রকলার অন্যতম পথিকৃৎ চিত্রশিল্পী ও ভাষাসংগ্রামী মুর্তজা বশীর কবে মারা যান?
উত্তরঃ ১৫ আগস্ট, ২০২০ (জন্মঃ ১৭ আগস্ট, ১৯৩২)।
## উল্লেখযোগ্য চিত্রকর্মঃ ‘দেয়াল’, ‘শহীদ শিরোনাম’, ‘পাখা’।
## তার লেখা বিখ্যাত উপন্যাস ‘আলট্রামেরিন’।
## বাংলাদেশের চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় একুশে পদক পান – ১৯৮০ সালে এবং স্বাধীনতা পদক পান – ২০১৯ সালে।
## তিনি বহু ভাষাবিদ ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর ছোট ছেলে।

০২. বিশ্বের দীর্ঘতম মেরিন ড্রাইভ কোথায় নির্মিত হয়েছে?
উত্তরঃ কক্সবাজার, বাংলাদেশ।
## উদ্বোধন – ৬ মে, ২০১৭.

০৩. যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী ‘প্রস্পেক্ট’ কোন বাংলাদেশি ব্যক্তিকে বিশ্বের ৫০ জন চিন্তাবিদের তালিকায় স্থান দিয়েছে?
উত্তরঃ মেরিনা তাবাশ্যুম, স্থপতি।
## গত ১৪ জুলাই এই তালিকা প্রকাশ করে সাময়িকীটি।

০৪. বিশ্বে সবচেয়ে বেশি ভাঙ্গন হয় কোন নদীতে?
উত্তরঃ পদ্মা, বাংলাদেশ।
## নাসার গবেষণা মতে ১৯৬৭ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে ৬৬ হাজার হেক্টরের বেশি এলাকা পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে, আয়তনে যা ঢাকা শহরের প্রায় আড়াই গুণের সমান।

আন্তর্জাতিক বিষয়াবলী
০১. প্রথম উপসাগরীয় আরব দেশ হিসেবে কোন দেশ সম্প্রতি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে?
উত্তরঃ সংযুক্ত আরব আমিরাত।
## আরব দেশ হিসেবে তৃতীয় (প্রথম – মিসর, ১৯৭৯ সালে; দ্বিতীয় – জর্ডান, ১৯৯৪ সালে)।

০২. ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত এলাকাকে কী বলা হয়?
উত্তরঃ লাইন অব কন্ট্রোল (এলওসি)।
## ভারত-চীন মধ্যবর্তী সীমান্ত এলাকা – লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি)।

০৩. এ পর্যন্ত কতবার আরব ইসরায়েল যুদ্ধ সংঘটিত হয়েছে?
উত্তরঃ তিন বার (১৯৫৬, ১৯৬৭ ও ১৯৭৩ সালে)।

০৪. ইউরোপীয় ইউনিয়নে বাইসাইকেল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
উত্তরঃ তাইওয়ান।

০৫. বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী গণতান্ত্রিক দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
## সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশ – ভারত।

০৬. বেলারুশের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ আলেক্সান্দর লুকাশেঙ্কো।
## সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে কারচুপির অভিযোগে দেশটিতে বিক্ষোভ চলছে।

০৭. বিশ্বের প্রথম নারী মহাকাশচারী কে?
উত্তরঃ ভ্যালেন্তিনা তেরেসকোভা, রাশিয়া।
## তিনি ১৯৬৩ সালে মহাকাশে একক অভিযানে যান, এসময় তিন দিনের অভিযানে ৪৮ বার পৃথিবীকে প্রদক্ষিণ করেন।

০৮. এফএমও কোন দেশের বিনিয়োগ ব্যাংক?
উত্তরঃ নেদারল্যান্ডস।
## সম্প্রতি ব্যাংকটি বাংলাদেশের কৃষি যন্ত্রপাতি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এসিআই মোটরসে ১২৬ কোটি টাকা বিনিয়োগ করেছে।
www. prebd. com
০৯. ফরচুন সাময়িকীর প্রকাশিত ২০২০ সালের ‘ফরচুন গ্লোবাল ৫০০’ তালিকায় শীর্ষ কোম্পানি কোনটি?
উত্তরঃ ওয়ালমার্ট, যুক্তরাষ্ট্র (রাজস্ব আয় – ৫২ হাজার ৩৯৬ কোটি ডলার)।
## দ্বিতীয় – সিনোপেক গ্রুপ, চীন (রাজস্ব আয় – ৪০ হাজার ৭০১ কোটি ডলার)।
## ১৯৯০ সাল থেকে এই তালিকা প্রকাশিত হয়ে আসছে।

বিজ্ঞান ও প্রযুক্তি
আজ উল্লেখযোগ্য বিজ্ঞান বিষয়ক প্রশ্ন নেই!

খেলাধুলা
০১. ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি কবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন?
উত্তরঃ ১৫ আগস্ট, ২০২০.
## ওয়ানডে অভিষেক – ২০০৪ সালে (প্রতিপক্ষ – বাংলাদেশ), টেস্ট ও টি-টোয়েন্টি অভিষেক – ২০০৫ সালে।
## অধিনায়ক হিসেবে জিতেছেন – টি-টোয়েন্টি বিশ্বকাপ (২০০৭), ওয়ানডে বিশ্বকাপ (২০১১), চ্যাম্পিয়ন্স ট্রফি (২০১৩)।

০২. ৫০০০ মিটার দৌড়ে বর্তমান বিশ্ব রেকর্ডটি কত সময়ের?
উত্তরঃ ১২ মিনিট ৩৫.৩৬ সেকেন্ড (আগের রেকর্ড – ১২ মিনিট ৩৭.৩৫ সেকেন্ড, কেনেনিসা বেকেলে, ইথিওপিয়া)
## বর্তমান এই রেকর্ড করেন – জোশুয়া চেপেতগেই, উগান্ডা।

০৩. চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ইতিহাসে এক ম্যাচে প্রথম কোন দল আট গোল করেছে?
উত্তরঃ বায়ার্ন মিউনিখ, জার্মানি (প্রতিপক্ষ – বার্সেলোনা, স্পেন)।
## ম্যাচের ফলাফল – বায়ার্ন মিউনিখ ৮-২ বার্সেলোনা।

সেরা উক্তি
“সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা।”
– ভিন্স লম্বারডি (আমেরিকান ফুটবলার ও কোচ)।