মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গুলশানের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডায়াবেটিসজনিত জটিলতায় নিজ বাসভবনে মারা যান তিনি।
- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ‘রত্নদ্বীপ’,
- হোটেল শেরাটনের সামনে ‘রাজসিক’,
- পরীবাগ মোড়ে ‘জননী ও গর্বিত বর্ণমালা’,
- ইস্কাটনে ‘কোতোয়াল’,
- সাতরাস্তায় ‘ময়ূর’,
- মতিঝিলের ‘বক’,
- এয়ারপোর্ট গোল চত্বরের ভাস্কর্য,
- নৌ সদর দফতরের সামনে ‘অতলান্তিকে বসতি’,
- সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ভাস্কর্য,
- বঙ্গবাজারে মুক্তিযুদ্ধের ভাস্কর্যসহ বিভিন্ন শিল্পকর্মের নির্মাতা তিনি
- ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত গোল্ডেন জুবিলি টাওয়ার তারই শিল্পকর্ম।