দেশের খ্যাতিমান ভাস্কর মৃণাল হক মারা গেছেন। -২১ আগস্ট ২০২০

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে গুলশানের বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডায়াবেটিসজনিত জটিলতায়  নিজ বাসভবনে মারা যান তিনি।

  1. প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ‘রত্নদ্বীপ’,
  2. হোটেল শেরাটনের সামনে ‘রাজসিক’,
  3. পরীবাগ মোড়ে ‘জননী ও গর্বিত বর্ণমালা’,
  4. ইস্কাটনে ‘কোতোয়াল’,
  5. সাতরাস্তায় ‘ময়ূর’,
  6. মতিঝিলের ‘বক’,
  7. এয়ারপোর্ট গোল চত্বরের ভাস্কর্য,
  8. নৌ সদর দফতরের সামনে ‘অতলান্তিকে বসতি’,
  9. সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ভাস্কর্য,
  10. বঙ্গবাজারে মুক্তিযুদ্ধের ভাস্কর্যসহ বিভিন্ন শিল্পকর্মের নির্মাতা তিনি
  11. ২০০৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে নির্মিত গোল্ডেন জুবিলি টাওয়ার তারই শিল্পকর্ম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top