1. মনোজগৎ, প্রত্যুপকার, কটূক্তি, বর্ষণ, মনঃকষ্ট
2.

  • বিলাত থেকে ফেরত- পঞ্চমী তৎপুরুষ
  • শহরের সদৃশ-অব্যয়ীভাব
  • তুমি ও সে / তুমি ও তারা -একশেষ দ্বন্দ্ব
  • হাতে হাতে যে লড়াই- ব্যতীহার বহুব্রীহি
  • তিন ফলের সমহার- দ্বিগু

3. পরগাছা, পটুয়া, জিজ্ঞাসা, সহোদর, সুচিস্মিতা
4. বাংলাদেশ আনসার ও ভিডিপি সম্পর্কে পাঁচটি বাক্য লিখুন।
5.

  • Do you know where he lives?
  • The girl went away dancing.
  • Nobody likes a foolish / No one likes a stupid person.
  • The capital of Bangladesh, Dhaka, is a very ancient city.
  • It’s seven minutes to ten.

6. an, with, after, since, from
7.
8.
9.
10.
11.
12.

  • ১৭৬০ গজ
  • ৬৯ ডিগ্রী
  •  ৬টি
  • ৯০  ডিগ্রী
  • ১৮০ ডিগ্রী

13.

  • জাতীয় শিশু দিবস (১৭ মার্চ)
  • সৈয়দ নজরুল ইসলাম
  • ৩ টি
  • বিজয়
  • লুই আই কান
  • The Executive Committee of National Economic Council
  • রোম
  • লর্ড  বেন্টিং
  • কাতার
  • বাংলাদেশ ব্যাংক

পদের নাম উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক / কম্পিউটার অপারেটর।
সমাধানে মোঃ হারুনুর রশীদ

১। শুদ্ধ বানান লিখুন ঃ
ক) মনোজগত = মনোজগৎ
খ) প্রত্যুপোকার = প্রত্যুপকার
গ) কটুক্তি = কটূক্তি
ঘ) বর্ষন = বর্ষণ
ঙ) মনোকষ্ট = মনঃকষ্ট

২। ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখুন?ঃ

ক) বিলাতফেরত

বিলাত থেকে ফেরত = পঞ্চমী তৎপুরুষ সমাস

খ) উপশহর
শহরের সাদৃশ = অব্যয়ীভাব

গ) তোমরা
তুমি ও সে কিংবা তুমি ও তারা = দ্বন্দ্ব সমাস

ঘ) হাতা হাতি
হাতে হাতে যে লড়াই = ব্যাতিহার বহুব্রীহি

ঙ) ত্রিফলা
তিন ফলের সমাহার = দ্বিগু সমাস

৩। এক কথায় প্রকাশ করুন ঃ

ক) অন্য গাছের উপর যে গাছ জন্মে
উত্তরঃপরগাছা

খ) পট অঁকে যে
উত্তরঃ পটুয়া

গ) জানবার ইচ্ছা
উত্তরঃ জিজ্ঞাসা

ঘ) একই মায়ের সন্তান
উত্তরঃ সহোদর

ঙ) যে নারীর হাসি সুন্দর
উত্তরঃ সুচিম্মিতা

৪। বাংলাদেশ আনসার ও ভিডিপি সম্পর্কে ৫ টি বাক্য লিখুন।

৫। Translate into English
ক.তুমি কি জান যে সে কোথায় বাস করে?
Do you know where he lives?
খ.বালিকা টি নাচতে নাচতে চলে গেল।
The girl went away dancing.
গ.মূর্খ ব্যক্তিকে কেউ পছন্দ করেনা
Nobody likes an ignorant man.
ঘ.বাংলাদেশের রাজধানী ঢাকা একটি খুব প্রাচীন শহর।
Dhaka, the capital city of Bangladesh, is a very old city.
ঙ.এখন দশটা বাজতে সাত মিনিট বাকি।
It is seven minutes to ten

৬। Fill in the blanks

a.Shafiq is… M.A. of this University.
Ans:An
b.The room is filled… smoke
Ans:with
C.I always hanker… wealth.
Ans:after
d.It has been raining… 10 p.m.
Ans:since
e.He was absent… the School.
Ans:from
7.Transform the following sentences
a It is (a) very beautiful bird.(Exclamatory)
Ans.What a beautiful bird it is!
b.Though he is poor,he is honest.(simple)
Ans.In spite of being poor,he is honest.
c.You are not a fool(Interrogative)
Ans.Are you a fool? Android App: Job Circular
d.The boy satisfied us.(passive)
Ans.We were satisfied with the boy
e.If you work hard, you will shine in life(compound )
Ans.Work hard and you will shine in life.

৮। Write 10 sentence On ” our Liberation war “

৯। কোন আসল ৫ বছরে সুদে আসলে ৫৫০ টাকা হয় এবং ৩/৮ অংশ আসল ও শতকরা বার্ষিক সুদের হার কত?

ধরি, আসল = ৮ টাকা
সুদ = ৩ টাকা
আসল + সুদ = ৮+৩
= ১১

সুদ আসল ১১ টাকা হলে আসল ৮ টাকা
ঃ সুদ আসল ১ টাকা হকে আসল ৮/১১ টাকা
ঃ সুদ আসল ৫৫০০ টাকা হলে ৮× ৫৫০০/১১
= ৪০০০ টাকা

ঃ সুদ = ৫৫০০-৪০০০ টাকা
= ১৫০০ টাকা

ঃ সুদের হার = ১৫০০×১০০/৪০০০×৫
= ৭.৫%
উত্তর ৭.৫%

১০। x= √3 -1/x হলে x^ + 1/x^ এর মান কত?
দেওয়া আছে,
x= √3 -1/x
বা, x+1/x = √3

ঃ x^+1/x^ = (x+1/x)^ – 2.x. 1/x
= (√3)√ -2
= 3-2
= 1

Ans 1

১১। এক বর্গের এক বাহুর দৈর্ঘ্য ৭ মিটার। এর ক্ষেত্রফল কত সেন্টিমিটার?

দেওয়া আছে, বর্গের এক বাহুর দৈর্ঘ্য = ৭ মিটার

আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ( এক বাহু)^
= ৭^
= ৪৯ বর্গ মিটার

আবার,
১ বর্গমিটার = ১০০ বর্গ সেন্টিমিটার
= ৪৯×১০০
= ৪৯০০ বর্গ সেমি

১২। সংক্ষেপে উত্তর লিখুন ঃ

ক) ১ মাইল = কত গজ?
উত্তরঃ১৭৬০ গজ

খ) ১১১° কোণের সম্পূরক কোণ কত?
উত্তরঃ ৬৯°

গ) একটি ঘন বস্তুর কয়টি তল?
উত্তরঃ ৬ টি তল

ঘ) রম্বসের কর্ণদ্বয় পরস্পর কত ডিগ্রী কোণে সমদ্বিখন্ডিত করে?
উত্তরঃ৯০°

ঙ) ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত?
উত্তরঃ১৮০°

১৩। নিচের প্রশ্নগুলোর উত্তর দিন

ক) জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন কি দিবস হিসেবে পালিত হয়?
উত্তরঃ শিশু দিবস ১৭ ই মার্চ

খ) বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তরঃ সৈয়দ নজরুল ইসলাম

গ,) বাংলাদেশে কয়টি সমুদ্র বন্দর রয়েছে?
উত্তরঃ ৩ টি

ঘ) তাজিনডং কি নামে পরিচিত?
উত্তরঃ বিজয় নামে পরিচিত

ঙ) বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থপতি কে?
উত্তরঃ লুই আই কান

চ) ECNEC এর পূর্ণরূপ কী?
উত্তরঃ Executive Committee of national Economic Council

ছ) FAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ রোম

জ) সতীদাহ প্রথা বিলোপ করেন কে?
উত্তরঃ লর্ড  বেন্টিং

ঝ) বিশ্বকাপ ফুটবল ২০২২ কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ কাতার

ঞ। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক