ইংরেজি অংশ
1. He died of **-19.
✓✓Die by কোন কিছুর দ্বারা মারা যাওয়া ।
✓✓Die for জীবন উৎসর্গ করা ।
✓✓Die from কোন কিছুর জন্য মারা যাওয়া।
✓✓Die of রোগে মারা যাওয়া।
2. কোনগুলো শুদ্ধ বানান?Committee,Necessary
3. কোন বাক্যটি সঠিক?Listen to what I say.
4. He came home yesterday এর প্রশ্নবোধক রূপ হচ্ছে?Did he come home yesterday?
5. She was singing a song এর passive voice হলো?A song was being sung by her
বাংলা অংশ
১. সঞ্চিতা ও সঞ্চয়িতা লেখক এর নাম যথাক্রমে? কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর।
✓✓সঞ্চিতা বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য-সংকলন। এই গ্রন্থে ঊনআশিটি কবিতা ও সতেরোটি গান আছে। এর মধ্যে – ‘বিদ্রোহী’, ‘সর্বহারা’, ‘সাম্যবাদী’, ‘মানুষ’, ‘জীবন বন্দনা’, ‘খুকী ও কাঠবেড়ালী’, ‘চল্ চল্ চল্’ প্রভৃতি প্রধান।গ্রন্থটির উৎসর্গ পত্রে লেখা আছে: “বিশ্বকবিসম্রাট শ্রীরবীন্দ্রনাথ ঠাকুর শ্রীশ্রীচরণারবিন্দেষু”।
✓✓সঞ্চয়িতা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যতম একটি কাব্যগ্রন্থ। এই কাব্য সংকলন রয়েছে রবীন্দ্রনাথ লিখিত অজস্র কবিতা । সঞ্চয়িতার সংকলনের কাজ কবি নিজেই হাতে নিয়েছিলেন এই কথা গ্রন্থের ভুমিকায় স্পষ্ট লেখা রয়েছে।
২. ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’কবিতাটির লেখক?শামসুর রাহমান
৩. মাননীয় প্রধানমন্ত্রী বললেন, গৃহহীনে গৃহ দাও। এখানে গৃহহীনে কোন কারক? সম্প্রদান কারক।
৪. নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়? সভাপতি কর্তৃক প্রস্তাবটি অনুমোদন করেছেন।
৫. দুইটা বানান ই শুদ্ধ? প্রতিযোগিতা, মুহূর্ত।
৬. বাংলা গদ্যে প্রথম বিরাম চিহ্নের সুষ্ঠু ব্যবহার করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
সাধারণ জ্ঞান অংশ
১. রাষ্ট্রপতির সরকারি দপ্তরের নাম? বঙ্গভবন
২. ধান গাছ কোন জাতীয় উদ্ভিদ? ঘাষ।
৩. মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল?২ নম্বর।
৪. টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত? নাফ।
৫. সরকারের সব থেকে বেশি রাজস্ব আসে কোন উৎস থেকে? ভ্যাট।
৬. ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?১৩ টি।
✓✓ঢাকা বিভাগে মোট ১৩ টি জেলা। ময়মনসিংহ বিভাগ হওয়ার আগে ঢাকা বিভাগে জেলা ছিল ১৭ টি।
৭. নবায়নযোগ্য শক্তির উৎসের একটি উদাহরণ? সূর্য।
৮. ২০২২ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? কাতারে।
৯. মুজিববর্ষে সময়কাল?মুজিববর্ষের সময়কাল ২০২০ সালের ১৭ মার্চ থেকে ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত
১০. বঙ্গবন্ধু কর্তৃক রচিত গ্রন্থ নয়? আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর।
✓✓আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর এর লেখক আবুল মনসুর আহমেদ।
১১. পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে?৬.১৫ কিলোমিটার এবং ১৮.১০ মিটার।
১২. কোনটি প্রকৌশল প্রতিষ্ঠান(Engineering Department) নয় ?BAPARD(Bangabandhu Academy for Poverty Alleviation and Rural Development)
১৩. ২৪ শে জানুয়ারি তারিখটি কিসের সাথে সম্পর্কিত? গণঅভ্যুত্থান
✓✓১৯৬৯ সালের ২৪শে জানুয়ারি। সেদিন ছিল হরতাল। এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানে আইয়ুব খান সরকার বিরোধী আন্দোলন রূপ নেয় তীব্র এক গণঅভ্যূত্থানে।১৯৬৯ খ্রিস্টাব্দের এই দিনে তৎকালীন পাকিস্তানী শাসকদের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তোলে, মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিবর্ষণে নিহত হন নবম শ্রেণীর ছাত্র মতিউর রহমান। সেই গণঅভ্যুত্থানের স্মরণে এই দিনটি পালিত হয়
১৪. কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? জার্মানি।
✓✓জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ৫টি ভেটো ক্ষমতা সম্পন্ন স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে। তারা হলো যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স। বাকি ১০টি দেশ ২ বছরের জন্য সদস্য নির্বাচিত হয়।
১৫. বড় উন্নয়ন প্রকল্প কোথায় অনুমোদিত হয়? একনেক সভায়।
সমাধান: সৌরভ ঘোষ.

