১৩ নভেম্বর ২০২২

 

  • মহান মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম আবুল হোসেন (সাবেক সংসদ সদস্য) কর্তৃক সংরক্ষিত মহান মুক্তিযুদ্ধকালের ১১২টি মহামূল্যবান নথির আলোকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক মো. হামিদুল হক ‘বৈভবে একাত্তর’ নামের একটি স্মারকগ্রন্থ রচনা করেছেন।
  •  গ্রন্থটিতে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধের পটভূমি এবং যুদ্ধ ও যুদ্ধ–পরবর্তী ঘটনাসমূহ প্রাপ্ত ডকুমেন্টের সঙ্গে সমন্বয় করে ১৩টি অধ্যায়ে উপস্থাপন করা হয়েছে।
  • বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন পরিষদ গ্রন্থটির পৃষ্ঠপোষকতা করেছে।
  •  গ্রন্থের মুখবন্ধ লিখেছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *