★যেকোন রিটেন টিকার জন্য প্রথমেই আপনার সিলেবাস সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। তাহলে আপনি প্রতিযোগিতার অনেকটাই এগিয়ে যাবেন।

★আগামি মাসের ১৯ তারিখ রিটেন এক্সাম শুরু। সুতরাং এখন থেকেই একটা রুটিন করে ফেলুন।

★রুটিন ধরে ধরে প্রতিদিন পড়া চালিয়ে যান

★মনে রাখবেন এই একমাস আপনার প্রধান লক্ষ্যই থাকবে রিটেন এ কোয়ালিফাই হ মওয়া

★যেকোন একটা গাইড কিনে ফেলুন। আমি প্রফেসরস এসআই গাইড প্রেফার করব।

★বিগত বছরের প্রশ্ন ভাজা ভাজা করে ফেলতে হবে।কিছুই যাতে বাদ না থাকে।

★৭ত ম, ৮ম শ্রেনীর ম্যাথ প্র‍্যাক্টিসের বিকল্প কিছু নেই

★বিগত তিন মাসের কারেন্ট এফেয়ার্স সংগ্রহ করে ফেলুন

★প্রতিদিন পত্রিকায় নজর রাখুন

★যেকোন ট্রান্সলেশন বই থেকে প্রতিদিন ইংরেজী হতে বাংলা এবং বাংলা হতে ইংরেজী ট্রান্সলেট করুন

★অতি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান নোট করে রাখুন

★সাম্প্রতিক বিষয়ের ওপর রচনা লেখার প্র‍্যাক্টিস করুন

★বিভিন্ন abbreviation জানার চেষ্টা করুন
যেমন : POLICE

P=POLITE
O=OBEDIENT
L=LOYAL
I=INTELLIGENT
C=COURAGEOUS
E=EFFICIENT
************

এস আই (নিরস্ত্র) রিটেন সাজেশনমূলক আলোচনা ২:

আজ থাকছে সিলেবাস পর্যালোচনা

লিখিত পরীক্ষার বিষয়সমূহ:

১/ইংরেজী,বাংলা রচনা ও কম্পোজিশন =১০০
২/সাধারণ জ্ঞান ও পাটিগণিত = ১০০
৩/মনস্তত্ত্ব = ২৫

এই হচ্ছে টোটাল ২২৫ নাম্বার

★ বাংলায় থাকছে ৫০ ও ইংরেজীতে ৫০

বাংলায় ৫০ এ থাকছে:

*রচনা লিখন ১৫
*ভাব সম্প্রসারণ ১০
*এক কথায় প্রকাশ ৫
*অর্থ সহ বাক্য রচনা ৫
*বাংলায় অনুবাদ ১৫

★ইংরেজী ৫০ এ থাকছে

*Essay writing 15
*Fill in the blanks 5
*Make sentencess 5
*Application Writing 10
*Translate into english 15

★ সাধারণ জ্ঞান ও পাটিগণিত ১০০ তে পার্ট দুইটা

১/সাধারণ জ্ঞান ৫০
২/পাটিগণিত ৫০

★সাধারণ জ্ঞান ৫০ এ থাকছে

সংক্ষেপে উত্তর ১০
যেমন : ICDDRB কি?

*টীকা লিখা ১৫
*যেকোন একটা টপিক দিয়ে লিখতে বলবে ৫
*যেকোন টপিক ১০
*যেকোন টপিক ১০

★পাটিগণিত ৫০ এ থাকছে

*স্রোতের ম্যাথ
*কাজ এর ম্যাথ
*পরীক্ষায় পাশ/ফেল ম্যাথ
*লাভ ক্ষতি
*পাইপ এর ম্যাথ
*বয়স এর ম্যাথ
*অনুপাত এগুলো গুরুত্বপূর্ণ

★ মনস্তত্ত্ব ২৫ এ থাকছে

*এক কথায় উত্তর
যেমন : অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক কে?
*synonym
*Antonym
*Abbreviations
*Matching
*Fill in the blanks
*ছোট ছোট ম্যাথ সাধারণত এগুলো থাকে।

ভাল করে সিলেবাসটা বুঝে নিন আর সেই অনুযায়ী পড়াশুনা চালিয়ে যান।কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানান।

সৌজন্যে – সত্যের পথিক