* বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনারঃ প্রণয় ভার্মা (যোগদান – ২৭ অক্টোবর ২০২২)

* সমুদ্রসীমা নিয়ে ঐতিহাসিক একটি চুক্তি সই করেছে ইসরায়েল ও লেবাননঃ – ২৭ অক্টোবর ২০২২

*  ৪ হাজার ৪০০ কোটি ডলারে ( ৪৪ বিলিয়ন ডলার) প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার এর মালিকানা গ্রহণ করেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। – ২৭ অক্টোবর ২০২২

* আঞ্চলিক সংস্থা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু) থেকে বেরিয়ে গেছে  শীলঙ্কা – ১৪ অক্টোবর ২০২২
* শ্রীলঙ্কা বেরিয়ে যাওয়ায় এখন মোট আটটি দেশ এ জোটের সদস্য। (ভুটান, ভারত, ইরান, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ।)
* আকুর সদর দপ্তর ইরানের তেহরানে।
* ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইসক্যাপ) এর উদ্যোগে আকু প্রতিষ্ঠিত হয়।

* বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের মেয়ে ড. শামারুহ মির্জাসহ দুই বাংলাদেশি ২০২৩ সালের অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন। এছাড়াও আছেন নাজমুল হাসান। বাংলাদেশের নাজমুল হাসান এবং ড. শামারুহ মির্জা- দুজনেই মনোনীত হয়েছেন ‘এসিটি লোকাল হিরো’ ক্যাটাগরিতে।

*  প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের পর্বত আমা-দাবলামের চূড়ায় উঠে অনন্য রেকর্ড গড়লেন চট্টগ্রামের তরুণ চিকিৎসক মো. বাবর আলী।
তিনি ২৫ অক্টোবর ২০২২ সকালে নেপালের ওই পর্বতচ‚ড়ায় ওঠেন বলে জানান অভিযানের সমন্বয়ক ফারহান জামান।
* আমা দাবলাম নামের অর্থ ‘মায়ের গলার হার’। নেপালের এ শৃঙ্গের উচ্চতা উচ্চতা ২২ হাজার ৩৫০ ফুট বা ৬ হাজার ৮১২ মিটার।

* যুক্তরাজ্যের ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারির স্মৃতিকথা ‘স্পেয়ার’ (Spare) ১৬টি ভাষায় প্রকাশিত হবে- ১০ জানুয়ারি, ২০২৩। ব্রিটিশ রাজপরিবারের দায়িত্ব ছেড়ে দিয়ে প্রিন্স হ্যারির যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়ার নেপথ্য কারণ বইটিতে থাকবে। বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান পেঙ্গুইন র‌্যানডম হাউজ