৪ নভেম্বর ‘জাতীয় সংবিধান দিবস’ ঘোষণা করা হয়েছে।

৩১ অক্টোবর ২০২২

 

প্রতি বছর ৪ নভেম্বর সংবিধান দিবস পালন করা হবে।

  • দেশ স্বাধীন হওয়ার পর সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করেন।
  • ২৩ মার্চ রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ জারি করেন।
  • আদেশ অনুযায়ী ১৯৭০ এবং ৭১ সালের জানুয়ারি মাসে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদ সদস্যরা গণপরিষদের সদস্য বলে বিবেচিত হন। এই গণপরিষদের সদস্য ছিলেন ৪৩০ জন।
  • তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেনকে প্রধান করে গঠিত হয় সংবিধান প্রণয়ন কমিটি। এই কমিটির সদস্য ছিলেন ৩৪ জন। এই কমিটি ভারত ও যুক্তরাজ্যের সংবিধানের আলোকে বাংলাদেশের সংবিধান রচনা করে।
  • ১৯৭২ সালের ১২ অক্টোবর সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয়।
  • ৪ নভেম্বর তা গৃহীত হয় গণপরিষদে।

If you like the post, share it and give others a chance to read it.

Farhad Hossain

This author may not interested to share anything with others on this site.

No Thumbnail
No Thumbnail
No Thumbnail

Like us on Facebook

Twitter Feed

Recent Comments

No comments to show.