আজকেই সুন্দর একটা প্লান করুন।

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের পরীক্ষার প্রস্তুতিতে-৫ টি বিষয় মেনে চলুন প্রস্তুতি সহজ হবে-অন্য পরীক্ষার জন্যও এগুলো সমান গুরুত্বপূর্ণ-

.
১. প্রতিটি সাবজেক্ট এ সমান গুরুত্ব দিন :
দেখবেন আপনি যে সাবজেক্টে ভাল সে সাবজেক্টই আপনার বেশি পড়তে ইচ্ছে হয় বা ভাল লাগে-যেমন যে ম্যাথে ভাল সে সারাদিন ম্যাথ করে। এ বৃত্ত থেকে বের হয়ে আসতে হবে। মনের বিরুদ্ধ হলেও এটা করতে হবে। একনাগারে একটি সাবজেক্ট বেশিক্ষণ (৩০ থেক ৪৫ মিনিট এর বেশি নয়) পড়বেন না এতে ইফিসিয়েন্সি হ্রাস পায়।
.
২. নোট করতে শিখুন :
প্রস্তুতির জন্য সবার কাছেই কমপক্ষে ৫ থেকে ৬ টি করে বই আছে কিন্তু সব বইয়ের সবকিছু সমান গুরুত্ব বহন করে না। তাই গুরুত্বপূর্ণ অংশগুলো নিজের হাতের লেখায় একটি এক্সক্লুসিভ কপি মেইনটেইন করুন। উদাহরণ হিসেবে বলব-নিপাতনে সিদ্ধ সন্ধিগুলো, শর্টকাট নিয়ম, বেখাপ্পা বানান, প্রভৃতি লিখে রাখতে পারেন। দেখবেন প্রস্তুতিটা অনেক গোছানো হবে। প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা কপি সংরক্ষণ করতে না পারলেও একটা খাতার মধ্যেই কয়েকটা আলাদা পার্ট করে সংরক্ষণ করুন।
.
৩. ফ্ল্যাশ কার্ড তৈরী করুন:
এটা খুবই উপকারী বিশেষত চলার পথে গাড়ির মধ্যেও ব্যবহার করতে পারবেন। একপাশে একটি/দুটি শব্দ অন্যপাশে অর্থ। আমি এটা করেছিলাম বিশেষত টিউশন করাতে যাওয়া ও আসার সময়টাতে বেশ কাজে লাগত।
.
৪. পড়ার রুমের পরিবেশ উপযোগী করুন :
পড়ার রুমটা যতদূর সম্ভব ইলেকট্রনিক ডিভাইস মুক্ত রাখুন। একটা গোছানো রুমে পড়ার পরিবেশ থাকে এবং খুব সহজেই কনসেট্রট করা যায়। এবং পড়ার সময় ভাববেন ২৫-৩০ মিনিট পরই আমাকে এ সাবজেক্টটা রেখে অন্য একটি ধরতে হবে-তাহলে কনসেনট্রেট ভাল থাকবে আশাকরি।
.
৫. নিজের উপর বিশ্বাস রাখুন :
আপনার ফ্রেন্ড বা পরিচিতদের চাকুরী হয়ে গেছে, নিজের কাছে হতাশ মনে হচ্ছে?!-হতেই পারে কিন্তু বিচলিত হলে তা আপনার জন্যই খারাপ। বিশ্বাস রাখুন নিজের উপর ; আপনার জন্য আআরও ভালকিছু অপেক্ষা করছে।
ধন্যবাদ।
///
ইউসুফ বিন আলী ,  সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক।