প্রিলিমিনারির_জন্য বইঃ
১) যে কোন সিরিজের বই-এমপিথ্রি/প্রফেসর। (ম্যাথ,ইংলিশ,বাংলা,সাধারণ জ্ঞান,কম্পিউটার)।
২) সম্প্রতি (১ বছরের) সরকারী ব্যাংকে আসা প্রশ্ননের সমাধান।
৩) কারেন্ট এফেয়ারস (প্রতি মাসের সার্কুলেশন)।
৪) ইন্ডিয়া বিক্স থেকে আসা কম্পিউটার,ইংরেজি,ম্যাথ, প্রশ্নের সমাধান করা।
৫) প্রশ্ন কোন ফ্যাকাল্টি করেছে সেটি জানা গেলে ঐ ফ্যাকাল্টির করা পূর্বের প্রশ্নের সমাধান।

#লিখিত_পরীক্ষার জন্য বইঃ
১) গণিত (আরিফুর রহমানের রিটেন ম্যাথ)
২) মাহাদী’স সম্পাদকীয় (প্রতি মাসের সার্কুলেশন) (বইটি থেকে গুরুত্বপূর্ণ আর্টিকেল  পড়া + ডাটাসমূহ নোট করা। (ফোকাস রাইটিং, রচনা লেখা)
৩) জব পাবলিকেশনের ট্রান্সলেশন বইয়ের ট্রান্সলেশন করা ও ওয়ার্ড মিনিং পড়া
৪) প্রথম আলো & ডেইলি স্টার পত্রিকা পড়া ও সম্পাদকীয় এর অনুবাদ করা(ডেইলি একটি করে করার অভ্যাস করা)
৫) যে সব তথ্য পত্রিকা/বিটিভি এর সংবাদ/বই থেকে পড়া হয় তা খাতায় নিয়মিত ফোকাস রাইটিং আকারে লেখার অভ্যাস করা।

#ভাইবার_জন্য বইঃ
১) নিজ পঠিত বিষয় সম্পর্কিত জ্ঞান
৪) প্রতিদিন ২ ঘন্টা কোন বন্ধুর সাথে সম সাময়িক ঘটনা নিয়ে আলোচনা, মডেল ভাইবা গ্রহন।

***প্রিপারেশনের প্রথম দিন থেকেই খবর শোনা ও নিউজপেপার (বাংলাদেশ, আন্তর্জাতিক, অর্থনীতির পেইজ) পড়া
***রচনা/ফোকাস রাইটিং ইনফরমেটিভ করবেন। প্রথম ও শেষের দিকে তথ্য দেওয়া। শেষের দিকে যদি সময় নাও পান, তাহলে শুধু তথ্য দিবেন। যেমন মধ্যম আয়ের দেশ-২০২১, উন্নত দেশ-২০৪১  ইত্যাদি।
সর্বোপরি কঠোর পরিশ্রম ও নিজেকে সমৃদ্ধ করা।
রিজিকের মালিক আল্লাহ। তিনি চাইলে অসম্ভব বলে কিছু নেই।

ধন্যবাদ
মোঃ আতিকুর রহমান
বাংলাদেশ ব্যাংক (সহকারী পরিচালক) &
বিসিএস (সাধারণ শিক্ষা)(সুপারিশপ্রাপ্ত) (কোটা নেই)
পূবালী ব্যাংক (সিনিয়র অফিসার), হেড অফিস (কর্মরত)
সেশনঃ ২০১০-১১ (১ম বিসিএস & ১ম এডি পরীক্ষা)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *