এশিয়ার নোবেল’ খ্যাত র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার ২০২২ পেলেন কম্বোডিয়া-ফিলিপাইন-জাপান-ফ্রান্সের ৪ জন

আগস্ট ৩১, ২০২২

 

  1.  কম্বোডিয়ার খেমাররুজ শাসনামলে গণহত্যা থেকে বেঁচে যাওয়াদের মনোচিকিৎসক সথেরা চিহিম (৫৪), 
  2. ফিলিপাইনের শিশু অধিকারকর্মী ও চিকিৎসক বারমাদেত্তে জে মাদ্রিদ (৬৪), 
  3. জাপানের চক্ষু বিশেষজ্ঞ তাদাশি হাত্তোরি (৫৮) এবং
  4.  ফ্রান্সের পরিবেশবিষয়ক আন্দোলনকারী ও ইন্দোনেশিয়ার নদী রক্ষায় অগ্রণী ভূমিকাপালনকারী গ্যারি বেনচেগহিব (২৭)।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top