বিডিজবসে ভুয়া বিজ্ঞাপন দিয়ে প্রতারণা – শত শত বেকার যুবকের কোটি কোটি টাকা আত্মসাৎ – ভিডিও সহ

পড়ুন, জানুন এবং সচেতন হোন

 
গত ৩-৪ বছর থেকে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র কখনো নিজেদেরকে কাতার ভিত্তিক Delta Group, কখনো Ali Bin Ali Group, কখনো ABA Group বা কাতার ভিত্তিক A Reputed Multinational Company এর কতৃপক্ষ হিসেবে Retail Store Manager/Commercial Manager পদে বাংলাদেশ থেকে লোভনীয় বেতনে লোক নিয়োগের জন্য bdjobs.com এ এড দিয়ে শত শত বেকার যুবকের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।
 
bdjobs.com এ লোভনীয় বেতন ও সপরিবারে কাতারে যাওয়ার অফার দেখে আগ্রহী প্রার্থী bdjobs.com এর এডে দেওয়া লিংকের মাধ্যমে আবেদন করে। যেখানে প্রার্থীকে তার ইমেইল এড্রেস দিতে বলা হয়।
 
৫-৭ দিন পর প্রতারকচক্র প্রার্থীর দেওয়া ইমেইলে একটি মেইল পাঠায় তাকে উক্ত পদের জন্য নির্বাচন করা হয়েছে এবং এই নিয়োগ সমপন্ন করার জন্য কাতারের সংশ্লিষ্ট কোমপানীর একজন প্রতিনিধি বাংলাদেশে অবস্থান করেছেন জানিয়ে আবেদনকারীকে তার মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলা হয়। আবেদনকারী সেই মোবাইল নম্বরে ফোন করলে সেই ব্যক্তি ইংলিশ, হিন্দি, আরবী, বাংলা মিশ্রিত ভাষায় নিজেকে অত্যন্ত ব্যস্ত হিসেবে উপস্থাপন করে পদ খালি নেই বলে ফোন রেখে দেয়। পরে আবেদনকারী ফোন করলে অথবা আবেদন ফোন না করলে সেই ব্যক্তি নিজেই ফোন করে আবেদনকারীর মোবাইলে নতুন একটি ইমেইল এড্রেস ও বিকাশ নম্বর দিয়ে আবেদনকারীকে সেই ইমেইলে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের স্ক্যানকপি পাঠাতে বলে এবং কাতার দূতাবাস কর্তৃক সত্যায়নের ফি বাবদ ৭৫০০/- থেকে ১০০০০/- টাকা পাঠাতে বলে। এরপর ক্রমানুসারে প্রার্থীর মেইলে Offer Letter, Appointment Letter, Confirmation Letter, Model Employment Contract, Police Clearance Certificate by Qatar, VISA পাঠানো হয়।
 
এসবের মাঝেই আবেদনকারীর কাছে শিক্ষাগত সনদ সত্যায়ন, দূতাবাস রেজিস্ট্রেশন, পাসপোর্ট ও ভিসা প্রসেসিং, বিবাহিত হলে বিবাহ সনদ সত্যায়ন, স্ত্রী সন্তানের পাসপোর্ট ও ভিসা প্রসেসিং, Police Clearance Certificate, Air ticket, কাতারে অবস্থানের জন্য প্রথম দুসপ্তাহের হোটেল বুকিং বাবদ বিভিন্ন বিকাশ ও রকেট নম্বরে মোটা অংকের টাকা নেয়।
 
প্রার্থী/ আবেদনকারী বারবার ফ্লাইটের ডেট জানতে চাওয়ার প্রেক্ষীতে এক পর্যায়ে প্রতারকরা মোবাইল নম্বরগুলো বন্ধ করে দেয়।
 
এ প্রতারক চক্রের দ্বারা প্রতারিত নাখাল পাড়াবাসী কামাল (ছদ্মনাম) DC Tejgaon – DMP (https://m.facebook.com/dctejgaon/) পেজের মাধ্যমে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার), পিপিএম মহোদয়ের দৃষ্টি আকর্ষনের প্রেক্ষীতে তাঁর সরাসরি হস্তক্ষেপে ধানমন্ডি, নিউ মার্কেট, লালবাগ ও কুমিল্লা থেকে এই চক্রের পাঁচজন সদস্যকে গ্রেফতার করা হয়।
 
তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এডিসি হাফিজ আল ফারুকের নেতৃত্বে তেজগাঁও শিল্পাঞ্চল জোনের এসি সালমান হাসান ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি টীম এ অভিযানে অংশগ্রহন করে।

If you like the post, share it and give others a chance to read it.

Farhad Hossain

This author may not interested to share anything with others on this site.

No Thumbnail
No Thumbnail
No Thumbnail

Like us on Facebook

Twitter Feed

Recent Comments

No comments to show.