
প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ২০২২ পেয়েছেন গীতাঞ্জলি শ্রী।
মে ২৭, ২০২২ প্রথম ভারতীয় লেখক হিসেবে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন ভারতের সাহিত্যিক গীতাঞ্জলী শ্রী। বালির সমাধি বা টম্ব অব স্যান্ড উপন্যাসের জন্য এ
) একটি শার্ট ও একটি প্যান্টের মূল্য ৫২৫ টাকা যদি শার্টের মূল্য ৫% এবং প্যান্টের মূল্য ১০% বৃদ্ধি পায়,তাহলে ঐগুলো কিনতে ৫৬৮.৭৫ টাকা লাগে।
প্রতিটি শার্ট ও প্যান্টের মূল্য কত?
ক) শার্ট ১৫০ টাকা ও প্যান্ট ৩৭৫
খ)শার্ট ১৬৫ টাকা ও প্যান্ট ৩৬০ টাকা
গ) শার্ট ১৭০ টাকা ও প্যান্ট ৩৫৫ টাকা
ঘ) শার্ট ১৭৫ টাকা ও প্যান্ট ৩৫০ টাকা
অংকটির লুকায়িত ট্রিক ধরতে পারলেই জাস্ট ৬-১০
সেকেন্ডে করা যাবে।
.
.
প্রশ্ন ভালো করে লক্ষ্য করুনঃ
যেহেতু, শার্ট এবং প্যান্ট-এর মোট মূল্য বেড়েছে
অর্থাৎ,
৫৬৮.৭৫−৫২৫=৪৩.৭৫।
সেহেতু,অপশন থেকে শার্ট ও প্যান্টের বর্ধিত মূল্যের
যোগফল হবে=৪৩.৭৫।
.
এবার অপশন চেক করিঃ
ক) ১৫০ x ৫%=৭.৫
৩৭৫ x ১০%=৩৭.৫
৭.৫+৩৭.৫=৪৫ যেহেতু যোগফল ৪৩.৭৫ মিলেনি তাই
বাদ।
.
এবার ঘ অপশন চেক করি
১৭৫ x ৫%=৮.৭৫
৩৫০ x ১০%=৩৫
৩৫+৮.৭৫=৪৩.৭৫ ইয়েস যোগফল বর্ধিত মূল্য
অর্থাৎ, ৪৩.৭৫ এর সাথে এ অপশন মিলেছে সুতরাং
এটাই উত্তর।
.
এ অংকটি ম্যানুয়ালি করতে গেলে ৩-৪ মিনিটের উপরে
লেগে যাবে আবার প্যাঁচ লাগারও সম্ভবনা তাই MCQ
প্রশ্নে এ পদ্ধতি ব্যবহার করতে পারেন।সময় সেভ
হবে।
।
।
।
২)একটি শার্ট ও একটি প্যান্টের মূল্য ৫২৫ টাকা যদি শার্টের মূল্য ১০% বাড়ে এবং প্যান্টের মূল্য ৫% কমে তাহলে শার্ট ও প্যান্টের মূল্য একত্রে একই থাকে। শার্ট ও প্যান্টের পূর্বমূল্য নির্ণয় কর? এন্ড্রয়েড অ্যাপ – জব সার্কুলার
ক) শার্ট ১৭৬ টাকা ও প্যান্ট ৩৪৯ টাকা
খ) শার্ট ১৭৮ টাকা ও প্যান্ট ২৪৭ টাকা
গ) শার্ট ১৭৫ টাকা ও প্যান্ট ৩৫০ টাকা
ঘ) শার্ট ১৭৫ টাকা ও প্যান্ট ৩৪৯ টাকা
.
এটা জাস্ট ৫ সেকেন্ডে করা করা যাবে।
.
যেহেতু,শার্ট ও প্যান্ট-এর মূল্য বাড়ালে বা কমালে
মোট মূল্যের পরিবর্তন হয় না তাই অপশনগুলো চেক
করে দেখি কোনটিতে মূল্যের বাড়া বা কমানোতে
মূল্যের কোনো পরিবর্তন হয়নি।
ক) ১৭৬ x ১০%=১৭.৬
৩৪৯ x ৫%%=১৭.৪৫
দাম বাড়া ও কমার সাথে মূল্য সমমান হয় নি;সুতরাং
অপশনটি বাদ।
.
এবার চেক করি গ অপশান
১৭৫ x ১০%=১৭.৫
৩৫০ x ৫%=১৭.৫
অর্থাৎ, দাম বাড়লে ও কমলেও এ অপশনে মূল্যের
পরিবর্তন হয় নি;
সুতরাং, এ অপশনই সঠিক উত্তর
মে ২৭, ২০২২ প্রথম ভারতীয় লেখক হিসেবে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন ভারতের সাহিত্যিক গীতাঞ্জলী শ্রী। বালির সমাধি বা টম্ব অব স্যান্ড উপন্যাসের জন্য এ
২৭ জুলাই ২০২২ ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং অ্যাটেনিয়ো দে ম্যানিলা ইউনিভার্সিটি।
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (সংস্করণ:২০২১- শিক্ষাবর্ষ: ২০২১) Download PDF
শর্টকাট টেকনিক: *দীনবন্ধু মিত্র ▬▬▬▬▬▬ নাটক ও প্রহসনঃ নবীন জামাই কমল সধবার একাদশীতে লীলাবতীকে নিয়ে নীলদর্পণ নাটক দেখলে এক বুড়ো তাকে বিয়ে করার জন্য পাগল
Submit a Comment