নিম্নলিখিত ম্যাথ দুটি প্রায় পরীক্ষায় আসতে দেখাযায়।কিন্তু এ দুটো অঙ্কের ক্যালকুলেশন খুব বড় ওসময় সাপেক্ষ।বড় হওয়ার কারণে ভয়ে অনেকে এভয়েডকরেন।

) একটি শার্ট ও একটি প্যান্টের মূল্য ৫২৫ টাকা যদি শার্টের মূল্য ৫% এবং প্যান্টের মূল্য ১০% বৃদ্ধি পায়,তাহলে ঐগুলো কিনতে ৫৬৮.৭৫ টাকা লাগে।
প্রতিটি শার্ট ও প্যান্টের মূল্য কত?
ক) শার্ট ১৫০ টাকা ও প্যান্ট ৩৭৫
খ)শার্ট ১৬৫ টাকা ও প্যান্ট ৩৬০ টাকা
গ) শার্ট ১৭০ টাকা ও প্যান্ট ৩৫৫ টাকা
ঘ) শার্ট ১৭৫ টাকা ও প্যান্ট ৩৫০ টাকা
অংকটির লুকায়িত ট্রিক ধরতে পারলেই জাস্ট ৬-১০
সেকেন্ডে করা যাবে।
.
.
প্রশ্ন ভালো করে লক্ষ্য করুনঃ
যেহেতু, শার্ট এবং প্যান্ট-এর মোট মূল্য বেড়েছে
অর্থাৎ,
৫৬৮.৭৫−৫২৫=৪৩.৭৫।
সেহেতু,অপশন থেকে শার্ট ও প্যান্টের বর্ধিত মূল্যের
যোগফল হবে=৪৩.৭৫।
.
এবার অপশন চেক করিঃ
ক) ১৫০ x ৫%=৭.৫
৩৭৫ x ১০%=৩৭.৫
৭.৫+৩৭.৫=৪৫ যেহেতু যোগফল ৪৩.৭৫ মিলেনি তাই
বাদ।
.
এবার ঘ অপশন চেক করি
১৭৫ x ৫%=৮.৭৫
৩৫০ x ১০%=৩৫
৩৫+৮.৭৫=৪৩.৭৫ ইয়েস যোগফল বর্ধিত মূল্য
অর্থাৎ, ৪৩.৭৫ এর সাথে এ অপশন মিলেছে সুতরাং
এটাই উত্তর।
.
এ অংকটি ম্যানুয়ালি করতে গেলে ৩-৪ মিনিটের উপরে
লেগে যাবে আবার প্যাঁচ লাগারও সম্ভবনা তাই MCQ
প্রশ্নে এ পদ্ধতি ব্যবহার করতে পারেন।সময় সেভ
হবে।



২)একটি শার্ট ও একটি প্যান্টের মূল্য ৫২৫ টাকা যদি শার্টের মূল্য ১০% বাড়ে এবং প্যান্টের মূল্য ৫% কমে তাহলে শার্ট ও প্যান্টের মূল্য একত্রে একই থাকে। শার্ট ও প্যান্টের পূর্বমূল্য নির্ণয় কর? এন্ড্রয়েড অ্যাপ – জব সার্কুলার
ক) শার্ট ১৭৬ টাকা ও প্যান্ট ৩৪৯ টাকা
খ) শার্ট ১৭৮ টাকা ও প্যান্ট ২৪৭ টাকা
গ) শার্ট ১৭৫ টাকা ও প্যান্ট ৩৫০ টাকা
ঘ) শার্ট ১৭৫ টাকা ও প্যান্ট ৩৪৯ টাকা
.
এটা জাস্ট ৫ সেকেন্ডে করা করা যাবে।
.
যেহেতু,শার্ট ও প্যান্ট-এর মূল্য বাড়ালে বা কমালে
মোট মূল্যের পরিবর্তন হয় না তাই অপশনগুলো চেক
করে দেখি কোনটিতে মূল্যের বাড়া বা কমানোতে
মূল্যের কোনো পরিবর্তন হয়নি।
ক) ১৭৬ x ১০%=১৭.৬
৩৪৯ x ৫%%=১৭.৪৫
দাম বাড়া ও কমার সাথে মূল্য সমমান হয় নি;সুতরাং
অপশনটি বাদ।
.
এবার চেক করি গ অপশান
১৭৫ x ১০%=১৭.৫
৩৫০ x ৫%=১৭.৫
অর্থাৎ, দাম বাড়লে ও কমলেও এ অপশনে মূল্যের
পরিবর্তন হয় নি;
সুতরাং, এ অপশনই সঠিক উত্তর

If you like the post, share it and give others a chance to read it.

Farhad Hossain

This author may not interested to share anything with others on this site.

No Thumbnail
No Thumbnail
No Thumbnail

Like us on Facebook

Twitter Feed

Recent Comments

No comments to show.