মে ২৭, ২০২২

 

  • প্রথম ভারতীয় লেখক হিসেবে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন ভারতের সাহিত্যিক গীতাঞ্জলী শ্রী। বালির সমাধি বা টম্ব অব স্যান্ড উপন্যাসের জন্য এ পুরস্কার জিতলেন তিনি।
  • হিন্দি ভাষায় লেখা ‘রেত সামাধি’ উপন্যাসের অনুবাদ ‘টম্ব অব স্যান্ড’ এর জন্য এই স্বীকৃতি পেয়েছেন ভারতের উত্তর প্রদেশের এই নারী।
  • ১৯৪৭ সালের ভারতভাগের প্রেক্ষাপট নিয়ে গীতাঞ্জলির উপন্যাস ‘টম্ব অব স্যান্ড’-এ এক অশীতিপর বিধবার পারিবারিক সুখ-দুঃখের বর্ণনা আছে।
  • আমেরিকান অনুবাদক ডেইজি রকওয়েল এই উপন্যাসের অনুবাদক হিসেবে যৌথভাবে জিতেছেন বুকার প্রাইজ। পুরস্কারের অর্থ মূল্য হিসেবে ৫০ হাজার পাউন্ড পাবেন গীতাঞ্জলী ও ডেইজি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *