১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সহকারী জজ হিসেবে মেধাতালিকায় প্রথম হয়েছেন নুসরাত জেরিন জেনি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী।

রবিবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সহকারী জজ নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এই তালিকায় মোট ১০৪ জন নির্বাচিত হয়েছেন।

নুসরাত আইন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী। স্নাতক চূড়ান্ত পরীক্ষায়ও প্রথম হয়েছিলেন। এটি ছিল তার দ্বিতীয়বারের মতো অংশ নেওয়া সহকারী জজ নিয়োগ পরীক্ষা। এর আগে বিজেএস (১৫তম) পরীক্ষায়ও তিনি অংশ নিয়েছিলেন।

এ নিয়ে টানা চতুর্থবারের মতো রাবির আইন বিভাগের শিক্ষার্থীরা বিজেএস পরীক্ষায় মেধাতালিকায় প্রথম হয়েছেন। এর আগে, গত ১৩তম বিজিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন রাবির আইন বিভাগের শিউলী নাহার, ১৪তম পরীক্ষায় প্রথম হয়েছেন সুমাইয়া নাসরিন শামা এবং ১৫তম পরীক্ষায় প্রথম হন আশিক উজ জামান।

উল্লেখ্য, জন্ম গাইবান্ধায় হলেও নুসরাত জেরিন বেড়ে উঠেছেন বগুড়ায়। এসএসসি পাস করেছেন বগুড়ার বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ-৫ নিয়ে।

সরকারি আজিজুল হক কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ পেয়েছেন।

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *