টানা ৫ দিন সুস্থ থেকে পিএসসি এর ষ্ট্যাম্পহীন দলিলে ( লিগ্যাল সাইজ পেইজ :p ) ২১ ঘন্টা সফলভাবে লিখার জন্য ৩৮ বিসিএস লিখিত পরীক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি।
এখন সবার টেনশন থাকবে প্রফেশনাল বিষয়ের লিখিত নিয়ে। তার আগে জেনে নিন কিভাবে একজন বোথ ক্যাডারের জন্য আবেদনপ্রার্থীর লিখিত পরীক্ষায় পাস ফেইল নির্ধারণ করা হবে। একজন বোথ ক্যাডার এপ্লিকেন্ট ৯০০+২০০= ১১০০ মার্ক এর লিখিত পরীক্ষা দেয়। কিন্তু পিএসসি আলাদা আলাদা ভাবে আপনাকে মূল্যায়ন করবে আপনি লিখিত পরীক্ষায় কোন ক্যাডারে পাস করলেন।
#প্রথমে_দেখবে_জেনারেল_এর_জন্য:
বাংলা ২০০
ইংরেজি ২০০
বাংলাদেশ ২০০
আন্তর্জাতিক ১০০
বিজ্ঞান ১০০
ম্যাথ-মানসিক ১০০
—————————
মোট ৯০০ এর মধ্যে আপনি ৪৫০ পেলেই পাস, যেভাবেই পান, কোন সাবজেক্ট এ জিরো পেলেও।
#এরপর_দেখবে_প্রফেশনাল_এর_জন্য:
বাংলা ১ম ১০০ (২য় পত্র খাতা অফ রাখবে)
ইংরেজি ২০০
বাংলাদেশ ২০০
আন্তর্জাতিক ১০০
(বিজ্ঞান খাতা অফ রাখবে)
ম্যাথ-মানসিক ১০০
প্রফেশনাল ২০০
—————————
এই ৯০০ এর মধ্যে আপনি ৪৫০ পেলেই পাস, যেভাবেই পান, এমনকি প্রফেশনাল এ জিরো পেলেও।
প্রফেশনাল এ জিরো পেয়ে অই প্রফেশনে ক্যাডার, মজাটা কিন্তু এখানেই 8)
#জেনারেল_এবং_প্রফেশনালে_আলাদা_আলাদা পাস করলে, আপনাকে কম্বাইন্ডলি বোথ ক্যাডারে পাস দেখাবে। সো আপনি বোথে এপ্লাই করলে যেমন অনলি জেনারেল বা প্রফেশনালে পাস করতে পারেন, তেমনি প্রফেশনালে জিরো পেয়েও বোথ ক্যাডারে পাস করতে পারবেন। সকলের জন্য শুভকামনা