
প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ ২০২২ পেয়েছেন গীতাঞ্জলি শ্রী।
মে ২৭, ২০২২ প্রথম ভারতীয় লেখক হিসেবে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন ভারতের সাহিত্যিক গীতাঞ্জলী শ্রী। বালির সমাধি বা টম্ব অব স্যান্ড উপন্যাসের জন্য এ
কারেন্ট অ্যাফেয়ার্স(সেপ্টেম্বর ১৮)
পর্ব-১
১. জাতীয় পাটনীতি -২০১৮ এর প্রজ্ঞাপন জারি করে- ০১ আগষ্ট।
★দেশের রপ্তানির ৩.৮৬% অর্জিত হয় পাট ও পাটজাত পণ্য থেকে।
২. ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে ১০০০তম টেস্টের মাইলফলক স্পর্শ করে ইংল্যান্ড।
৩. সম্প্রতি শেকৃবি নতুন দুটি ভুট্টার জান উদ্ভাবন করে- ১. সাউ হাইব্রিড ভুট্টা -১ ২. সাউ হাইব্রিড ভুট্টা -২।
৪. ১৮ জুলাই ২০১৮ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ(GMP) ও রংপুর মেট্রোপলিটন পুলিশ(RMP) এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
৫. ৩০ জুলাই ২০১৮ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলখানার জীবনের ওপর লেখা ‘৩০৫৩ দিন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
৬. শোক দিবস উপলক্ষে বাংলাদেশ চারুশিল্পী সংসদের উদ্যোগে টিএসসিতে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ প্রতিকৃতি আঁকেন – ৪৩ ফুট।
৭. ধরনভিত্তিক ব্যাংকের তালিকা:
★তফসিলভুক্ত রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক- ৬টি।
★রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক তফসিলভুক্ত- ৩টি। তফসিলবহির্ভূত -৪টি।
★বেসরকারি তফসিলভুক্ত ব্যাংক-৪০টি। তফসিল বহির্ভূত- ২টি।
★বিদেশি তফসিলভুক্ত ব্যাংক- ৯টি।
৮. মোট তফসিল ভুক্ত ব্যাংক-৫৮টি। সর্বশেষ- প্রবাসী কল্যাণ ব্যাংক।
৯. বর্তমানে ১৯টি পণ্যে পাটের ব্যাগ বাধ্যতামূলক করা হয়।
১০. পাবনার রূপপুরকে ৩২তম নদীবন্দর হিসেবে ঘোষণা করা হয়। ৩১তম নদী বন্দর- দাউদকান্দি-বাউশিয়া।
১১. রূপপুর নদীবন্দরের মাধ্যমে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহন করা হবে।
১২. ৮ আগস্ট ২০১৮ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬টি আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধন করা হয়।
১৩. বর্তমানে দেশের সরকারি কলেজ-৫৯৮টি।
১৪. বর্তমানে দেশে মোট উৎপাদনরত গ্যাসক্ষেত্র -২৭টি।
১৫. উৎপাদনরত মোট কূপের সংখ্যা- ১১০টি।
১৬. ঐতিহাসিক রোজ গর্ডেন অবস্থিত- টিকাটুলি, ঢাকা।
১৭. ২৬ জুলাই ২০১৮ ফিলিস্তিনের জন্য গঠিত হাতিসংঘ তদনৃত কমিশনের সদস্য নির্বাচিত হন বাংলাদেশের- ব্যারিস্টার সারা হোসেন।
১৮. উপগ্রহের জন্য নির্মিত দুইটি ভূ-কেন্দ্রের নামকরণ করা হয় –
★সজীব ওয়াজেদ জয় উপগ্রহ ভূ-কেন্দ্র গাজীপুর
★সজীব ওয়াজেদ জয় উপগ্রহ ভূ-কেন্দ্র বেতবুনিয়া।
১৯. জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বর্তমান ও প্রথম নারী হাই কমিশনার- মিশেল বাশলেট (চিলি)
২০. পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনে সরাসরি নির্বাচিত প্রথম অমুসলিম সংসদ সদস্য- মহেশ কুমার মালানী।
২১. পাকিস্তানের আইনসভার নিম্নকক্ষ জাতীয় পরিষদের আসন সংখ্যা- ৩৪২টি। এর মধ্যে সাধারণ- ২৭২টি এবং সংরক্ষিত ৭০টি(নারী ৬০ টি ও অমুসলিম ১০টি)
২২. পাকিস্তানের হাইকোর্টের প্রথম নারী প্রধান বিচারপতি- সৈয়দা তাহিরা সফদার।
#CareerGuideBD
২৩. রিপোর্ট -সমীক্ষাঃ
★মোটর গাড়ি আমদানিতে শীর্ষ দেশ- যুক্তরাষ্ট্র।
★মোটরগাড়ি রপ্তানিতে শীর্ষ দেশ- জাপান।
★২০১৮ সালে বন্দর সুবিধা সূচকে বাংলাদেশের অবস্থান – ১০০তম।
★২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ কোন দেশ থেকে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ করে- সৌদি আরব থেকে ; ২, ৫৯১.৫৮ মিলিয়ন মার্কিন ডলার।
মে ২৭, ২০২২ প্রথম ভারতীয় লেখক হিসেবে আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন ভারতের সাহিত্যিক গীতাঞ্জলী শ্রী। বালির সমাধি বা টম্ব অব স্যান্ড উপন্যাসের জন্য এ
২৭ জুলাই ২০২২ ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং অ্যাটেনিয়ো দে ম্যানিলা ইউনিভার্সিটি।
) একটি শার্ট ও একটি প্যান্টের মূল্য ৫২৫ টাকা যদি শার্টের মূল্য ৫% এবং প্যান্টের মূল্য ১০% বৃদ্ধি পায়,তাহলে ঐগুলো কিনতে ৫৬৮.৭৫ টাকা লাগে। প্রতিটি
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (সংস্করণ:২০২১- শিক্ষাবর্ষ: ২০২১) Download PDF
Submit a Comment