১- শুধু জেনারেল ক্যাডারে পরীক্ষা দেয়ার জন্য কি ডাক্তারদের ইন্টার্নশিপ সার্টিফিকেট লাগে?
উ ঃ না ।
২- এসএসসি ও এইচ এস সি এর রেজাল্ট কি খুব বেশি কাজে আসে বিসিএস এ?
উঃ না ।
৩- কি কি চয়েস দেয়া যায়?
উঃ চয়েস দেয়া একটা ব্যক্তিগত বিষয়, অনার্স শেষ করার পর জেনারেল ক্যাডারে নিজের ভালোলাগার মতো সবগুলো বিষয়ই চয়েস দেয়া যায় । এতে কোন বাধা নেই ।
৪- কোন চয়েস আগে দিবেন?
উ ঃ নিজের যেই জব ভালো লাগে সেটা আগে চয়েস দিবেন পরে অন্যগুলো ।
৫- আমার ফরম অন্য কেউ পূরন করে দিলে কি সমস্যা হবে?
উঃ পরীক্ষা দিচ্ছেন আপনি, ফরম পূরণ করছে আরেকজন, কেন,আপনি কি এতোই ব্যস্ত,? কোন ভুল হলে এর দায়ভার তো আপনারই হবে ।
৬- আমার বিভিন্ন সার্টিফিকেটে নামের বানান সহ অনেক ভুল,কি করবো?
উঃ সময় থাকতে থাকতে আগেই সব ঠিক করে ফেলুন,কোন প্রশ্ন থাকলে নিজে পিএসসি তে যান । এখন বসে বসে সময় নষ্ট করে পরে পস্তানোর তো কোন মানে হয়নাই তাইনা ।
৭- অনার্স পাশ না করে কি বিসিএস দেয়া যায়?
উ ঃ অনার্স ফাইনাল পরীক্ষার লিখিত পরীক্ষা শেষ হলে,তারপর যদি আবেদনের সময় থাকে সে ক্ষেত্রে আপনি এপিয়ারড এর প্রত্যয়নপত্র নিয়ে সেটা জমা দিয়েহ পরীক্ষা দিতে পারবেন ।
৮- কিভাবে জব হওয়ার সম্ভাবনা বেশি থাকে?
উ ঃ লিখিত পরীক্ষা ভালো দেয়ার চেষ্টা করুন,নিজের ওপর আস্থা রাখুন,ভাইভাও ভালো হয়ে যাবে । ভালো পরীক্ষা দেয়ার কোন বিকল্প নেই । হয়তোবা আপনি যখন মোবাইলে সময় নষ্ট করছেন তখনই আপনার কোন বন্ধু/বান্ধবী আদাজল খেয়ে স্টাডি করছে৷ প্রটিটা সময় কাজে লাগাতে হবে,ধ্যান রাখতে হবে। খুব বেশি ভালো কিছু কি খুব সহজে আসে নাকি? ধৈর্য্য নিয়ে ঝাপিয়ে পড়ুন, নিজের ওপর আস্থা রাখুন,অন্য এক নিজেকে আবিষ্কার করবেন । আপনি হার মানার পাত্র নন, এগিয়ে যান, ভালো থাকবেন সবাই, Good luck guys

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *