৬ষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই থেকে সাধারণ জ্ঞান: পর্ব -১

বাংলাদেশ বিষয়াবলি

১) নরসিংদীর উয়ারী বটেশ্বরে যে যুগের নিদর্শন পাওয়া যায় – তাম্র প্রস্তর যুগের
২) পাকিস্তানের হরপ্পা, মহেঞ্জোদারো ভারতের লোথাল, কালিবঙ্গান প্রভৃতি স্থানে আবিষ্কৃত হয় – সিন্ধু নগর সভ্যতার নিদর্শন
৩) ভারত উপমহাদেশের প্রথম সভ্যতা – সিন্ধু সভ্যতা,
৪) মহাস্থানগড়ের পন্ড্রুনগর গড়ে উঠে – ৪র্থ শতকে
৫) এই পর্যন্ত জানা যায় – ১৬ টি জনপদের নাম
৬) পুন্ড্রনগর শাসন করেছিলেন – মৌর্য সম্রাট অশোক, প্রাপ্ত তাম্রলিপি অনুযায়ী
৭) রাজা শশাঙ্ক শাসন করেছিলেন – ৭ম শতকে
৮) গৌড়ের প্রথম স্বাধীন শাসক – শশাঙ্ক
৯) বাংলাদেশের দীর্ঘ স্থায়ী বংশ – পাল বংশ, প্রায় ৪০০ বছর শাসন করে
১০) পাল বংশের প্রতিষ্ঠাতা – গোপাল
১১) পাল বংশের শ্রেষ্ঠ শাসক – ধর্মপাল, দেবপাল
১২) কৈবর্ত বিদ্রোহ হয় – ১০৮০ সালে
১৩) কৈবর্ত বিদ্রোহের নেতা – দিব্য
১৪) চীনা পরিব্রাজক হিউয়েন সাঙ বাংলায় (সমতটে)আসেন – ৭ম শতকে
১৫) এই সময় তিনি দেখতে পান – ৩০ টি বৌদ্ধ বিহার ( সমতটে)
১৬) সমতটের বজ্রযোগীনির সন্তান – অতীশ দীপঙ্কর
১৭) অতীশ দীপঙ্কর তিব্বতে যান – ১১ শতকে
১৮) সেনদের অবস্থান ছিল – দাক্ষিণাত্যের কর্ণাটকে
১৯) পাল বংশের শেষ রাজা – মদনপাল
২০) সেন বংশের প্রতিষ্ঠা – বিজয় সেন
২১) বখতিয়ার খলজি নদীয়া জয় করেন – লক্ষণ মেনের কাছ থেকে
২২) বাংলায় মুসলিম শাসনের সূত্রপাত হয় – বখতিয়ার খলজীর নদীয়া বিজয়ের মাধ্যমে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top