কোথায় চাকুরির আবেদন করবেন না | কেন?

. সরকারী বিজ্ঞপ্তিতে যদি একজন বা দুইজন (১-৫) লোক নিয়োগ দেয়ার কথা বলা হয়
※ নিশ্চিত থাকুন এখানে লোক নিয়োগ সম্ভবত পূর্বনিধারিত (হয় লবিং নয় অন্যকিছু)
২. কোন এনজিওতে যদি ৩০০/৫০০ লোকবল নিয়োগের উল্লেখ করা হয় এবং আবেদনের জন্য বা ট্রেইনিং এর পূর্বে টাকা চাওয়া হয়
※ বেসরকারী খুব কমই প্রতিষ্ঠান আছে আছে যাদের পক্ষে আদৌ একসাথে এত লোকের নিয়োগ হ্যান্ডেল করা সম্ভব !!
※ এটাও একধরনের ব্যাবসা, লোক ঠকানো ব্যাবসা
৩. জেনে রাখুন কিছু প্রতিষ্ঠানের সম্পর্কে যেখানে টেমপোরী ওয়ার্কিং লোকজনই নিয়োগ পায় । শুধু আনুষ্ঠানিকতা রক্ষার্থে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয় !
※ আই.সি.ডি.ডি.আর.
বি, সরকারী (স্বায়ত্বশাসিত) বিশ্ববিদ্যালয়
৪. যদি আপনার কাছে কোন ফোন আসে আর আপনাকে বলে আপনার সিভি ওমুক জব সাইট বা তমুক জব সাইট থেকে পেয়েছি । আপনাকে জয়েন করতে বলে
※ জবপোর্টালগুলো সরাসরি আপনাকে ফোন দিবে, এমপ্লয়ার না
※ এধরণের কল করে ধান্দাবাজ কোম্পানীগুলো
※ অনেকসময় বিভিন্ন সোসাল মিডিয়া (Facebook/G+) থেকে আপনার নম্বর কালেক্ট করে ছিনতাই করার উদ্দেশ্যে ফোন দেয়া হয়
৫. বিজ্ঞাপনে যদি কোম্পানীর এড্রেস না দেয়া থাকে
※ শতকরা ৯৯% ক্ষেত্রে এরা ভুয়া কোম্পানী

৬. যদি সরাসরি লবিং না থাকে তাহলে সরকারী রিসার্চ ল্যাবগুলোতে আবেদন করবেন না
※ BCSRI, NIB, BRRI, IRRI, Atomic Energy Comission, IEDCR, BIISS, BIDS, BJRI, BARI
※ ব্যাংক ড্রাফট করার পরেও ৫০-৬০% ক্যান্ডিডেটদের এরা পরীক্ষাতেই ডাকেনা
৭. প্রধানমন্ত্রীর অধিদপ্তরের কোন পদে আবেদন করার আগে ১০ বার ভাবুন
※ এখানে যে কোন পদই খুবই ডিমান্ডিং, তাই লবিং অত্যন্ত বেশি থাকে
※ সাধারণত দলীয় লোক না হলে সচারচর(!) নিয়োগ দেয়া হয়না
৮. যেকোন স্কুল বা কলেজের বিজ্ঞপ্তি দেখে আবেদনের পূর্বে সরেজমিনে তাদের অবস্থা দেখে আসুন অথবা কাউকে দিয়ে খোঁজ নিন
※ আজকাল অনেক স্কুল কলেজের বিজ্ঞপ্তি শুধুই আনুষ্ঠানিকতা সারতে দেয়া হয়
※ ৫০০ টাকা ব্যাংক ড্রাফট করার আগে প্রতিষ্ঠান কতটা নতুন/পুরাতন (Financially Stable) তা যাচাই করে নেয়া উচিত
9. সেলস সংশ্লিষ্ট কোন পদে আবেদনের জন্য যদি ফি দেয়া লাগে
※ বাংলাদেশের প্রায় সকল কোম্পানীতেই Sales Officer/ Executive/ Representative পদে সরাসরি নিয়োগ দেয়া হয় , ট্রেইনিং দেয়া হয় নিজ খরচে
※ তাই এসব পদে আবেদনের ক্ষেত্রে কখোনোই লেনদেন করবেননা আপনাদের যদি আরো কোন কিছু জানা থাকে, আমাদের জানান !!
ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

x
Scroll to Top